কেউ কি সমাধান দিতে পারবেন ??? (চ্যালেঞ্জ)

en-coloring-pictures-pages-photo-astronaut-p3954

প্রায় দুদিন হলো আমি এ সমস্যাটি টেকটিউনস এ পোস্ট করেছি। কিন্তু ১৯ ঘণ্টা পর একজন ছাড়া কারো সাড়াই পাইনি। তাই আমি চ্যালেঞ্জ করতে বাধ্য হলাম। যারা নিজেদের বুদ্ধিমান মনে করেন আশা করি তারা অবশ্যই আমার এ চ্যালেঞ্জ গ্রহণ করবেন . . . .

মঙ্গল গ্রহের অভিযাত্রীরা সবেমাত্র তাদের অভিযান শেষ করে পৃথিবীতে ফিরে এসেছে।
সাংবাদিকরা তাদের কাছে জানতে চাইল মঙ্গল গ্রহের বাসিন্দারা দেখতে কেমন ?
অভিযাত্রীরা সবাই ভরশূন্য পরিবেশে থেকে খানিকটা বিভ্রান্ত। তাই তাদের উত্তরগুলো সত্যি হলেও গোলমেলে ধরনের। সাংবাদিকরা তাদের কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারল না।
আশা করি আপনাদের মধ্যে কেউ একজন অবশ্যই বুঝতে পারবেন ?
অভিযাত্রীরা বলেছিল : ‌'এটা সত্যি নয় যে মঙ্গল গ্রহের বাসিন্দারা সবুজ হলে হয় তাদের তিনটি মাথা রয়েছে, না হয় তারা আকাশে উড়তে পারে না --  যদি না এটি সত্যি হয় যে তারা সবুজ কেবল এবং কেবলমাত্র যদি তারা আকাশে উড়তে পারে এবং তাদের তিনটি মাথা থাকে না।'
ধরি মঙ্গল গ্রহের বাসিন্দারা দেখতে উপরের মত এবং নচে জিজ্ঞাসীত তিনটি বৈশিষ্ট্যের কমপক্ষে একটি বৈশিষ্ট্য তাদের রয়েছে আছে।
তাহলে, বলুন তো :
(ক) মঙ্গলগ্রহের বাসিন্দাদের কি তিনটি মাথা আছে ?
(খ) তারা কি সবুজ ?
(গ) তারা কি উড়তে পারে ?

দয়াকরে এ সমস্যাটির উত্তর জানতে নিচের ইমেইল অ্যাড্রেসে একটি ইমেইল করুন। আশাকরি সাথে সাথেই উত্তর পেয়ে যাবেন।

[email protected]

আমার এ টিউনটি কালো ভালো লেগে থাকলে দয়া করে মন্তব্য করুন।

আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Level 2

আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কোনটাই ঠিক না।

সালমান ভাই আপনাকে অসংক্ষ ধন্যবাদ। এ পোস্ট প্রকাশিত হওয়ার ১৯ ঘণ্টা পর আপনিই প্রথম কোন মন্তব্য করতে সাহস করলেন। আমার মনে হয় টেকটিউনে ভাবুক টিউনারের সংখ্যা কম। কেউই একটি সমস্যা সমাধানে একটু ভাবতে রাজি না। প্রকৃত পক্ষে সফলতার কোন শর্টকাট নাই তারা যত তাড়াতাড়িই করুক একসময় সমস্যায় পড়তেই হবে।
গোয়েন্দারাও এরকম খুবই অল্প তথ্য থেকে সত্য বের করে আনে।
আমিও প্রথমে আপনার উত্তটিই ভেবেছিলাম। কিন্তু প্রশ্নে উপরে পরিষ্কার ভাবে লিখা তিনটি বৈশিষ্ট্যের কমপক্ষে একটি বৈশিষ্ট তাদের রয়েছে। সমস্যাটা আসলে সেখানেই।

সবাইকে বলছি: আমার চ্যালেঞ্জটি গ্রহণ করুন।

Level 2

‘এটা সত্যি নয় যে মঙ্গল গ্রহের বাসিন্দারা সবুজ হলে হয় তাদের তিনটি মাথা রয়েছে, না হয় তারা আকাশে উড়তে পারে না – যদি না এটি সত্যি হয় যে তারা সবুজ কেবল এবং কেবলমাত্র যদি তারা আকাশে উড়তে পারে এবং তাদের তিনটি মাথা থাকে না।’

(ক) মঙ্গলগ্রহের বাসিন্দাদের কি তিনটি মাথা আছে ?
(খ) তারা কি সবুজ ?
(গ) তারা কি উড়তে পারে ?

উত্তর:
ক. না, মঙ্গলগ্রহের বাসিন্দাদের তিনটি মাথা নেই।
খ. হ্যা, তারা (মঙ্গলগ্রহের বাসিন্দারা) কি সবুজ।
গ. হ্যা, তারা (মঙ্গলগ্রহের বাসিন্দারা) উড়তে পারে।

উত্তরটি সঠিক না হলে আপনার উত্তরটি দয়াকরে আমাকে মেইল করুণ।

    অসংখ্য ধন্যবাদ ভাই, খুবই ভাল চেষ্টা, কিন্তু আমার মনে হয় উত্তরটি এখন দেয়া উচিত নয়। আরো কয়েক জন টিউনারকে এটা নিয়ে ভাবার একটু সুযোগ দেয়া উচিত। (সবার নামের উপর ক্লিক করেই টেকটিউনস এ তার নিজস্ব পেইজ পাওয়া, আপনারটা পাইনি অর্থাৎ ইমেইল অ্যাড্রেসও পাইনি। দয়া করে ইমেইলটা দিবেন ?)

    তারেক ভাই আপনার জিমেইল টা একটু চেক করেন।
    একটু দ্রুত রিপ্লাই করলে ভাল হত।

    “প্রায় দুদিন হলো আমি এ সমস্যাটি টেকটিউনস এ পোস্ট করেছি। কিন্তু ১৯ ঘণ্টা পর একজন ছাড়া কারো সাড়াই পাইনি। তাই আমি চ্যালেঞ্জ করতে বাধ্য হলাম। যারা নিজেদের বুদ্ধিমান মনে করেন আশা করি তারা অবশ্যই আমার এ চ্যালেঞ্জ গ্রহণ করবেন . . . .”

    ভাই খুব দ্রুত বলতে আগে খেয়াল করি নাই।
    sorry…

Level 0

আমার মনে হয় (কেবলমাত্র যদি তারা আকাশে উড়তে পারে ) এর মানে মঙ্গল গ্রহের বাসিন্দারা আকাশে উড়তে পারে। এর আগে পরে কোথাও না নেই।

মার্স প্রব্লেম ?
section 1
এটা সত্যি নয় যে মঙ্গল গ্রহের বাসিন্দারা সবুজ হলে হয় তাদের তিনটি মাথা রয়েছে, না হয় তারা আকাশে উড়তে পারে না।
এটা সত্যি যে সবুজ হলে, তিনটি মাথা থাকেনা অথবা উরতে পারে।
condition 1= সবুজ হলে, উরতে পারে, তিনটি মাথা থাকেনা।

section 2
যদি না এটি সত্যি হয় যে তারা সবুজ কেবল এবং কেবলমাত্র যদি তারা আকাশে উড়তে পারে এবং তাদের তিনটি মাথা থাকে না।
যদি এটি মিথ্যা হয় যে তারা সবুজ কেবল এবং কেবলমাত্র যদি তারা আকাশে উড়তে পারে এবং তাদের তিনটি মাথা থাকে না।
condition 2= তারা সবুজ না হলে, উরতে পারে, তিনটি মাথা থাকেনা।

condition 1+2 = সবুজ হলে বা না হলে, তারা উরতে পারে, তাদের তিনটি মাথা থাকেনা।

your ans =
(ক) তিনটি মাথা নাই
(খ) ? (সবুজ হতে পারে নাও পারে)
(গ) উরতে পারে
এর চেয়ে ভাল উত্তর আমার জানা নাই, চেস্টা করেছি,
email: [email protected]

    রাশেদ ভাই ধন্যবাদ কিছুক্ষনের মধ্যেই আপনার মেইলে উত্তর টা পেয়ে যাবেন। সমাধান করার পর উত্তরটার সাথে মিলিয়ে নিতে পারেন।

shobuj hole tader tin ti matha hoy ati sotto na hole tader colour green abong urte parena jodi tinti matha thake. r jodi urte pare tobe hoy ata sotto noy tader colour green abong ata miththa je tara akashe urte pare……………………….Kemon laglo ANS. ta……….. bhalo lagle boilen na lagle boilen na…….. keep it up