প্রায় দুদিন হলো আমি এ সমস্যাটি টেকটিউনস এ পোস্ট করেছি। কিন্তু ১৯ ঘণ্টা পর একজন ছাড়া কারো সাড়াই পাইনি। তাই আমি চ্যালেঞ্জ করতে বাধ্য হলাম। যারা নিজেদের বুদ্ধিমান মনে করেন আশা করি তারা অবশ্যই আমার এ চ্যালেঞ্জ গ্রহণ করবেন . . . .
মঙ্গল গ্রহের অভিযাত্রীরা সবেমাত্র তাদের অভিযান শেষ করে পৃথিবীতে ফিরে এসেছে।
সাংবাদিকরা তাদের কাছে জানতে চাইল মঙ্গল গ্রহের বাসিন্দারা দেখতে কেমন ?
অভিযাত্রীরা সবাই ভরশূন্য পরিবেশে থেকে খানিকটা বিভ্রান্ত। তাই তাদের উত্তরগুলো সত্যি হলেও গোলমেলে ধরনের। সাংবাদিকরা তাদের কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারল না।
আশা করি আপনাদের মধ্যে কেউ একজন অবশ্যই বুঝতে পারবেন ?
অভিযাত্রীরা বলেছিল : 'এটা সত্যি নয় যে মঙ্গল গ্রহের বাসিন্দারা সবুজ হলে হয় তাদের তিনটি মাথা রয়েছে, না হয় তারা আকাশে উড়তে পারে না -- যদি না এটি সত্যি হয় যে তারা সবুজ কেবল এবং কেবলমাত্র যদি তারা আকাশে উড়তে পারে এবং তাদের তিনটি মাথা থাকে না।'
ধরি মঙ্গল গ্রহের বাসিন্দারা দেখতে উপরের মত এবং নচে জিজ্ঞাসীত তিনটি বৈশিষ্ট্যের কমপক্ষে একটি বৈশিষ্ট্য তাদের রয়েছে আছে।
তাহলে, বলুন তো :
(ক) মঙ্গলগ্রহের বাসিন্দাদের কি তিনটি মাথা আছে ?
(খ) তারা কি সবুজ ?
(গ) তারা কি উড়তে পারে ?
দয়াকরে এ সমস্যাটির উত্তর জানতে নিচের ইমেইল অ্যাড্রেসে একটি ইমেইল করুন। আশাকরি সাথে সাথেই উত্তর পেয়ে যাবেন।
আমার এ টিউনটি কালো ভালো লেগে থাকলে দয়া করে মন্তব্য করুন।
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...
কোনটাই ঠিক না।