AJAX, Web 2.0 and Open Source আসলে কি? আসুন এক টু জানার চেস্টা করি

আমি যে ব্যপারে আজ টিউন করতে চলেছি, তা হয়ত অনেকেরই জানা। তবুও শেয়ার করছি, যাদের উপকারে আসবে একটু সাড়া দেবেন।

আমরা যারা হামেসায় ইন্টারনেটে বিচরন করে থাকি তারা প্রায়ই AJAX, Web 2.0 and Open Source এই শব্দ গুলি শুনে থাকি। এগুলি আসলে কি? আসুন খুব সংক্ষেপে জানার চেস্টা করিঃ

AJAX কি?

AJAX এর পুরা অর্থ Asynchronous Javascript and XML। AJAX, জাভাস্ক্রিপ্ট language কে খুব সহজে এবং সুন্দর ভাবে প্রকাশ করতে সাহায্য করে। ফলে webmasters খুব সহজেই তার পছন্দ মতো web applications ব্যবহার করতে পারেন। AJAX ব্যবহারের ফলে খুব সহজেই পেজ রিলোডিং হয়, ফলে প্রোগ্রামিং দেখতে হয় অনেক টা ডেস্কটপ আ্যপ্লিকেশনের মতো।

Web 2.0 কি?

পরক্ষ ভাবে দেখলে Web 2.0 এর জন্ম AJAX এবং অনান্য technologies থেকে যারা সঠিক ব্যবহার যোগ্য আ্যপ্লিকেশন এবং উন্নত্য প্রোগ্রামিং কে ব্যবহার করে ওয়েব পেজকে আরো সুন্দর, উন্নত্য এবং অতিদ্রুত উপস্থাপন করে, অনেকটা “brochure-like” এর মতো।

web-2.0-concept

এর সাহায্যএ একজন ওয়েব ডেভেলেপার তার কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে  খুব সুন্দর এবং অতিদ্রুত ওয়েব ইন্টারফেস তৈ্রী করতে পারেন, যা ওয়েব ভিজিটরদের আকর্শিত করতে সাহায্য করে।

Open Source কি?

Open Source ইঙ্গিত করে সেইসমস্ত ওয়েব প্রোগ্রামারদের যারা মনে করে গুরুত্যপূর্ন তথ্য এবং আ্যপ্লিকেশন ইন্টারনেটের মাধ্যমে ফ্রি তে দেওয়া উচিত। অনেক সময় দেখা যায় কিছু তথ্য বা আ্যপ্লিকেশন ফ্রি তে available হলেও ডেভেলপার রা তাদের motivation এর জন্য ডোনেশন এর অপশন রাখে তাদের home site এ।

আমাদের অজ্ঞতার জন্য অনেক সময়, মূল্যবান Open Source সাইট অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়ে অর্থের অভাবে। কেননা আমরা ফ্রির ভক্ত। ফ্রি তে দিলে আমরা বিষ ও খেতে প্রস্তুত। ফলে ঐ ডোনেশন অপশন টির দিকে আমাদের চোখই যাই না। অনেক সময় unbelieveness ও আমাদের মধ্যে কাজ করে।

আপনারা চাইলে এ বিষয়ে আরও আলোচনা করা হবে পরের লেখাতে।

Level 0

আমি ranykolkata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ami techtune k atotai apon kare niyechi j r visitor hoye thakte parlam na, tuner hoye gelam. doya karben ami jeno bhalo bhalo tune apnader upohar dite pari. place - kolkata country- India


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস