"নিজেকে যাচাই করুন - ২ : বাংলা 1লা বৈশাখ, 0001" টিউনটি করার পর মনে হয়েছে বাংলা সাল (বঙ্গাব্দ বলা উচিত) নিয়ে দুয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করা উচিত। তাই আলাদাভাবে শেয়ার করলাম। যদিও এটি প্রযুক্তি বিষয়ক কোনো লেখা নয়, কিন্তু বাংলা এবং বাংলাদেশী সাইট বলে লিখলাম।
১. ইংরেজী কত খ্রিস্টাব্দ থেকে বাংলা সাল আরম্ভ হয়েছে বলতে পারবেন। যাই হোক, হিসেব অনুযায়ী উত্তরটা হলো ৫৯৪ খ্রিষ্টাব্দ। ২০০৯ইং – ১৪১৬বাং + ১ = ৫৯৪ইং। আর তারিখ ? সবাই জানি যে পহেলা বৈশাখ প্রতি বছর ১৪ই এপ্রিল পালন করা হয়। হোক সেটা লিপইয়ার বা না হোক।
২. ইংরেজী সালে যেমন লিপইয়ার হয়, তেমন বাংলা সালেও হয়। কিন্তু আমরা অনেকেই সেটা জানি না বা ইংরেজী সালের ভীড়ে তা জানা হয় না। ফেব্রুয়ারী মাস যখন লিপইয়ার হয় তখন বাংলা ফাল্গুন মাস চলে (ফেব্রুয়ারী ১৩ থকে মার্চ ১৩)। আর এই মাসটি তখন লিপইয়ার হবার কারণে ১ দিন বেড়ে গিয়ে ৩১ দিনে দাড়ায়। আর তাই হিসেব মোতাবেক পহেলা বৈশাখ প্রতি বছর ১৪ই এপ্রিল পালন করা হয়।
বাংলা মাস কোনটা কত দিনে হয় সেটাও জানিয়ে রাখি – ১ম ৫টা মাস ৩১ দিনে আর বাকীগুলো ৩০ দিনে। লিপইয়ার হলে ফাল্গুন মাস ১ দিন বেড়ে যায়।
উপরের কথাগুলো যখন আজ আমি যখন সামহোয়ারইনব্লগ সাইটে "বাংলা সাল নিয়ে দুটি কথা" বিষয়ক একটি ফিচার দেই, তারপর আমার পোস্টে রাগিব ভাই বলেছেন,
"বাংলা সালে ৯৬৩ এর আগের কোনো সাল নেই। কারণ মোগল সম্রাট আকবরের শাসনকালে ফসলী সন গণনা শুরু হয়। তখন হিজরি ৯৬৩ সাল চলায় বাংলা সালের হিসাবটিও ৯৬৩ থেকেই শুরু হয়। ৯৫০ বঙ্গাব্দ বলে কিছু ছিলোনা, সেরকম ১ বঙ্গাব্দ বলেও কিছুই ছিলো না। খ্রিস্টাব্দের হিসাবে সেটা ১৫৫৬ সাল।"
এরপর আমি কাগজ কলম নিয়ে বসলাম কারণ - রাগিব ভাইয়ের তথ্য অনুযায়ী হিজরী ৯৬৩ থেকে বাংলা সাল শুরু হলে বাংলার আরম্ভের সালটিও ছিল ৯৬৩। যদি তাই হয় তাহলে বাংলা এবং হিজরী সন একই হবার কথা। কিন্তু এখন বাংলা সন ১৪১৬ এবং হিজরী সন ১৪৩০ কেন ?
এরপর আমি যা করলাম-
১৪৩০ - ৯৬৩ = ৪৬৭
১৪১৬ - ৯৬৩ = ৪৫৩
৪৬৭ - ৪৫৩ = ১৪ বা ১৪৩০ - ১৪১৬ = ১৪
আমার জানা মতে আরবী বছর ৩৫৪ দিনে হয়। ইংরেজি বা বাংলা সন থেকে (যদি ৩৬৫ দিনে বছর হয়) এটি ১১ দিন ছোট। আর এ কারণেই প্রতি বছর রোজা, ঈদ এসব উৎসব ১১ দিন পিছিয়ে যায় এবং ৩টি ঈদ একই বছরে সম্ভব হয়েছে। সে হিসেবে ৪৬৭*১১ = ৫১৩৭।
৫১৩৭ / ৩৬৫ = ১৪.০৭৩৯।
তাহলে ১৪ বছরের যে গ্যাপ তা সহজেই বের করা গেলো। আর ভগ্নাংশ, সেটা টিউনাররা আশা করি বুঝতে পেরেছেন।
আপনি কি জানেন আপনার বাংলা জন্ম তারিখ কবে ? যদি না জেনে থাকেন তাহলে এখনি আমার তৈরি ছোট্ট সফটওয়্যারটি ডাউনলোড করে জেনে নিন নিচের লিংক থেকে-
Date Converter
আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
onek shundor thanks