আমরা সবাই নতুন কিছু করতে ও শিখতে আগ্রহী । আমরা নিজেরাই খুব সহজেই লোগো তৈরি করতে পারব । আমাদের অনেকেই নিজস্ব তৈরির জিনিষ ব্যবহার করতে বেশি পছন্দ করি । আমি আজ একটি সফটওয়ারের সাথে পরিচয় করিয়ে দিব অবশ্র এটি ণিয়ে আমি আর একবার টিউন করেছিলাম । এখন এর Business Edition 3 বের হয়েছে । এর সাথে অনেক নতুন ফিচার যুক্ত হয়েছে । যা দিয়ে এই সফটওয়ার সম্পর্কে জানুক বা না জানুক একজন ব্যক্তি খুব সহজেই লোগো তৈরি করতে পারবে । আমি কিছু আমার edit করা লোগো আপনাদের দেখাচ্ছি . কেমন হল জানাবেন ..........
সফটওয়ার টি এখান থেকে ডাউনলোড করতে পারবেন । লিংকটিতে যেয়ে free দেখবেন ওখানে ক্লিক করুন ।
<img src="http://prothoma.webs.com/dsd.GIF" alt="rg" /
পরে টাইম কাউন্ট শুরু হবে
পরের পেজে এ ডাইনলোপ শুরূ হবে
আর যদি ব্যবহার করতে না পারেন তো জানাবেন আমি পরের টিউনে এই সম্পর্কে তাহলে বিস্তারিত জানাতে সাহায্য করতে চেষ্টা করব ।
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
আপনার হার্ডডিস্কটা কপি করে রাখার দরকার। তাহলে আপনার সফটের ঝুলি একবারেই সব পাওয়া যাবে। 🙂