মোবাইল কিংবা ওয়েব ক্যামেরা দিয়ে ভিডিও চ্যাট করতে চান ?? সহজ করে লিখলাম চেস্টা করতে পারেন।

মোবাইল কিংবা ওয়েব ক্যামেরা দিয়ে ভিডিও চ্যাট করতে চান ??
তাহলে লেখাটা পড়ে দেখতে পারেন।
ওয়েব ক্যামেরা থাকলে তো কথাই নাই।
কিন্তু সমস্যা হল মোবাইল নিয়ে।
যেসব মোবাইল মডেম হিসাবে ব্যবহার করেন ঐসব মোবাইলের অনেকগুলাই ওয়েব ক্যাম আছে।
যেমন আমার আছে SYMPHONY X100।
এটা খুব নিম্নমানের সেট কিন্তু ডাটাকেবল ঢোকালে ৪ টা অপসন আসে।
যেমন storage (আপনার মেমরি কার্ড সো করবে)
comport (মডেম হিসাবে ব্যবহার করার জন্য)
web cam (ওয়েব ক্যামেরা হিসাবে ব্যবহার করার জন্য)
আমি web cam সিলেক্ট করলে web cam হিসাবে কাজ করবে।
তখন অবশ্য মডেম হিসাবে ঐ সেট কাজ করে না। আমার জুম আলট্রা আছে তাই ওটাই তখন মডেম হিসাবে কাজ করাতে হবে। মোট কথা সেট web cam হিসাবে ব্যবহার করলে মডেম হিসাবে ব্যবহার করতে হবে অন্য কোন সেট কিংবা মডেম।

এসব তো গেল বেসিক কথা আসল কথায় আসি এখন।
আপনাকে যা যা করতে হবে।
প্রথমে ওয়েব ক্যাম সিলেক্ট মোবাইলের ক্ষেত্রে আর পিসিতে ওয়েব ক্যামেরা থাকলে তা ওন করতে হবে।
ফেসবুকে ঢুকে নিচের লিংকে ক্লিক দেন। ব্রাউজার মজিলার একেবারে লেটেস্ট ভার্সন না হলে ঝামেলা করবে না। কিন্তু অন্যান্য ব্রাউজার খুব লেটেস্ট ছাড়া ঝামেলা হতে পারে।

লিংকে ঢুকে
GET STARTED এ ক্লিক করেন।
facebookvideocallsetup.exe download করতে বলবে।
৪৬৪ কিলোবাইটের মত।
ডাউনলোড হলে যে জায়গায় ডাউনলোড করছেন ঐখানে যান। ডবল ক্লিক করেন।
instaling হবে এবং তা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করেন।
শেষ হলে আপনার কাজ শেষ।
কোন ফেসবুক বন্ধুকে এখন প্রাইভেট চ্যাট করলেই ভিডিও চ্যাট অপসন দেখাবে।
তবে মনে রাখবেন যার সাথে ভিডিও চ্যাট করবেন তাকেও একইভাবে plug-in ইন্সল্টল করতে হবে।
এবার করুন ভিডিও চ্যাট আপনাকে আর ঠেকাই কে ???

সবার টিউমেন্ট প্রতাশা করছি। বিশেষ করে যারা ভিডিও চ্যাট করবেন তাদের।

Level 0

আমি mehedi hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

porasuna korci...........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সুন্দর হয়েছে ধন্যবাদ।

    ধন্যবাদ ভাই উৎসাহ দেওয়ার জন্য ।

    Level 0

    Earn Free Online Easy Way
    সহজে অতিরিক্ত অর্থ উপার্জন করুন ঘরে বসেই অনলাইনে প্রতিদিন কমপক্ষে ৫ ডলার উপার্জন করার সহজ উপায়
    http://www.earn-tune.co.cc

দরকারি টিউন।

    আমারও তাই মনে হয় ।

Level 2

mobile e facebook use kore kibabe v.chat kora jay.

    যেগুলাতে ভিডিও চ্যাট করার অপসন আছে সেসব মোবাইল ছারা আবাদত ফেসবুকে ভিডিও চ্যাটের উপায় আমার জানা নাই ।

    mobile e fring diye yahoo te video chat kora jay. kintu wifi subidha lagbe. bcs computer city te gele eta free te parben. tobe ektu dami set lage. example: nokia 5800, n8, android, iphone or windows mobile.

    mobile e fring diye yahoo te video chat kora jay. kintu wifi subidha lagbe. bcs computer city te gele eta free te parben. tobe ektu dami set lage. example: nokia 5800, n8, android, iphone or windows mobile.

দারুন ভাই।

    হুমম মনে হয় দারুনই ।

ধন্যবাদ

    আপনাকেও ধন্যবাদ ।

Level 0

হাসান ভাই, সুন্দর টিউন। ধন্যবাদ আপনাকে। আমি Symphony FT10 ব্যবহার করি। পিসি তে কানেক্ট করার পরে ক্যাম দেখতেও পারি। কিন্তু সমস্যা হচ্ছে, আমার ক্যাম শুধু আমিই দেখি‍‍!! Yahoo, Skype বা অন্য কোন জায়গায় শেয়ার করতে পারি না। মানে যার সাথে চ্যাট করি তাকে দেখাতে পারি না। এই সমস্যার কি কোন সমধান আছে? থাকলে জানাবেন প্লিজ। ধন্যবাদ।

    মোবাইলটা ধরে ক্যামেরা আপনার দিকে করতে হবে । আপনার মোবাইল ক্যামেরা আপনার মুখে যে কোন হাত দিয়ে না ধরলে আপনাকে কারো দেখার কথা না । Skype এর প্লাগ-ইনই আপনাকে ইন্সটাল করতে হয় । এ ভিডিও চ্যাট শুধু ফেসবুক ব্যাবহার কারীদের জন্য । skype+facebook মিলেই এ চ্যাট শুবিধা দেওয়া হচ্ছে । আমি যা করতে বলছি যদি মনোযোগ দিয়ে পড়ে সব কাজ ঠিকমত করেন কোন সমস্যা হবে না । আমি আজকেই ২ জনের সাথে ভিডিও চ্যাট করলাম । যার সাথে চ্যাট করছেন তার অবস্যই একই ভাবে প্লাগ-ইন ইন্সটাল করতে হবে ও তারও ওয়েব ক্যামেরা থাকতে হবে কিংবা যদি সে ওয়েব ক্যামেরা তার দিকে না রাখে তাকে দেখতে পাবেন না ।

Level 0

ধন্যবাদ হাসান ভাই, উত্তর দিবার জন্য। কিন্তু আমার কথা হচ্ছে, web cam দিয়ে যেভাবে video chat করি, সেভাবে কি আমি mobile cam দিয়ে video chat করতে পারবো? আপনার যেটা করতে বলেছেন সেটা আমি বুঝেছি, fb তে plug in install করে আমি ভিডিও chat এর সুবিধা ভোগ করতে পারবো। আমার প্রশ্ন হচ্ছে Yahoo তে আমি আমার মোবাইল cam দিয়ে কি এই সুবিধা ভোগ করতে পারবো? yahoo এর জন্য কি কোন software or plug in install করতে হবে? ধন্যবাদ।

    fring diye yahoo te video chat kora jay. kintu wifi subidha lagbe. bcs computer city te gele eta parben. tobe ektu dami set lage. example: nokia 5800, n8, android, iphone or windows mobile.

দারুন
চেষ্টা করব

Windows 7 এ Symphony FT10 তে Webcam drive ইন্সটল দিয়েছি কিন্তু Webcam run করার option পাচ্ছিনা। ডাটা কেবল দিয়ে Webcam mode এ কানেক্ট করার পরও পাচ্ছিনা। এখন কি করব?

    brother apnar pc suite ta windows 7 er jonno na hole problem hote pare.amr dharona apnar pc suite tik moto install hoi nai………

Level 0

Nokia User ra মবিওলা ওয়েব ক্যাম use করতে পারেন।

    সবাই পারবে সব সেট দিয়ে SYMPHONY এর কথাটা তো আমি উদাহরন হিসাবে দিছি ।

nokia 5130 kivabe webcam use kora jabe???

আমার NOKIA 3500c. আমি কি webcam use করতে পারব?