মোবাইল কিংবা ওয়েব ক্যামেরা দিয়ে ভিডিও চ্যাট করতে চান ??
তাহলে লেখাটা পড়ে দেখতে পারেন।
ওয়েব ক্যামেরা থাকলে তো কথাই নাই।
কিন্তু সমস্যা হল মোবাইল নিয়ে।
যেসব মোবাইল মডেম হিসাবে ব্যবহার করেন ঐসব মোবাইলের অনেকগুলাই ওয়েব ক্যাম আছে।
যেমন আমার আছে SYMPHONY X100।
এটা খুব নিম্নমানের সেট কিন্তু ডাটাকেবল ঢোকালে ৪ টা অপসন আসে।
যেমন storage (আপনার মেমরি কার্ড সো করবে)
comport (মডেম হিসাবে ব্যবহার করার জন্য)
web cam (ওয়েব ক্যামেরা হিসাবে ব্যবহার করার জন্য)
আমি web cam সিলেক্ট করলে web cam হিসাবে কাজ করবে।
তখন অবশ্য মডেম হিসাবে ঐ সেট কাজ করে না। আমার জুম আলট্রা আছে তাই ওটাই তখন মডেম হিসাবে কাজ করাতে হবে। মোট কথা সেট web cam হিসাবে ব্যবহার করলে মডেম হিসাবে ব্যবহার করতে হবে অন্য কোন সেট কিংবা মডেম।
এসব তো গেল বেসিক কথা আসল কথায় আসি এখন।
আপনাকে যা যা করতে হবে।
প্রথমে ওয়েব ক্যাম সিলেক্ট মোবাইলের ক্ষেত্রে আর পিসিতে ওয়েব ক্যামেরা থাকলে তা ওন করতে হবে।
ফেসবুকে ঢুকে নিচের লিংকে ক্লিক দেন। ব্রাউজার মজিলার একেবারে লেটেস্ট ভার্সন না হলে ঝামেলা করবে না। কিন্তু অন্যান্য ব্রাউজার খুব লেটেস্ট ছাড়া ঝামেলা হতে পারে।
লিংকে ঢুকে
GET STARTED এ ক্লিক করেন।
facebookvideocallsetup.exe download করতে বলবে।
৪৬৪ কিলোবাইটের মত।
ডাউনলোড হলে যে জায়গায় ডাউনলোড করছেন ঐখানে যান। ডবল ক্লিক করেন।
instaling হবে এবং তা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করেন।
শেষ হলে আপনার কাজ শেষ।
কোন ফেসবুক বন্ধুকে এখন প্রাইভেট চ্যাট করলেই ভিডিও চ্যাট অপসন দেখাবে।
তবে মনে রাখবেন যার সাথে ভিডিও চ্যাট করবেন তাকেও একইভাবে plug-in ইন্সল্টল করতে হবে।
এবার করুন ভিডিও চ্যাট আপনাকে আর ঠেকাই কে ???
সবার টিউমেন্ট প্রতাশা করছি। বিশেষ করে যারা ভিডিও চ্যাট করবেন তাদের।
আমি mehedi hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
porasuna korci...........
সুন্দর হয়েছে ধন্যবাদ।