সবাইকে অনেক শুভেচ্ছা। আর স্বাগতম আমার এই টিউনে। অনেক অনেক দিন পর টিউন করছি। তাই ভুল হতেই পারে। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।
টেকটিউনস নতুন সার্ভারে ট্রান্সফার হওয়ার পর কেন যেন মজা পাচ্ছি না। আসলে আগে একটা টিউনে ক্লিক করার পর বসে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। এখন দেখি ক্লিক করার সাথে সাথেই টিউন এসে হাজির। এটা কোন তথা হইল ? 😛
আপনারা সবাই জানেন ফেসবুকের সাথে লড়াই করার জন্য গুগলের নতুন একটা সার্ভিস এসেছে। নাম গুগল প্লাস। এটা যারা ব্যবহার করেছেন শুধু তারাই জানেন কি ভয়ানক প্যাকেজ নিয়ে আসছে এই গুগল প্লাস। নিসন্দেহে ফেসবুকের সবচেয়ে বড় শত্রু হতে যাচ্ছে এই গুগল প্লাস। কি নাই এতে। গুগলের সবগুলো সার্ভিস ব্যবহার করতে পারবেন একই সাথে। সার্চ করতে পারবেন, মেইল চেক করতে পারবেন। চ্যাট করতে পারবেন। ভিডিও চ্যাট ও আছে। বন্ধুদের সাথে ছবি, ভিডিও সহ শেয়ার করতে পারবেন নিজের সব অভিজ্ঞতা।
তবে এখনো পরীক্ষাদিন আছে এই সার্ভিসটি। তাই চাইলেই সবাই রেজিষ্ট্রেশন করতে পারবে না। শুধু তারাই পারবে যাদের কাছে দাওয়াত পত্র আছে। মানে ইনভাইটেশন। হুম, আপনার বন্ধুদের যারা যারা ইতিমধ্যেই রেজিষ্ট্রেশন করে ফেলেছে তাদেরকে বলুন জলদি ইনভাইটেশন পাঠাতে।
আর আপনি রেজিষ্ট্রেশন করেছেন কিন্তু আপনার বন্ধুকে ইনভাইটেশন পাঠাতে পারছেন না। তাহলে এই টিউন আপনার জন্যই।
1. প্রথমে যার account আছে তার লগিন করে উপরে বাম পাশে প্রোফাইলের পাশে circle এ ক্লিক করুন
২.circle এ দেখবেন সব friend er নাম আসবে। একদম প্রথম জায়গায় একটা খালি বক্স থাকবে ।খালি বক্সে যাকে invitation পাঠাবেন তার ইমেইল address লিখুন এবং যেকোন নাম অথবা আসল নাম দিয়ে friend circle সিলেক্ট করে সেভ করুন
৩. এবার আপনার ফ্রেন্ড লিস্ট থেকে ,যাকে invitation পাঠাবেন তার নামটা(id টা) ,যেটা আপনি ২নং ধাপে করলেন।।সেই নামটা টেনে (drag করে) নিচে acquaintances এ ডুকিয়ে দিন
৪.এবার আপনি আপনার homepage মানে Google+ er wall এ আসুন
৫.এবার status বক্স এ যা ইচ্ছে তাই লিখুন...এবং status বক্স এর নিচে +Add more people অপশন থেকে acquaintances সিলেক্ট করুন...এবার status শেয়ার করুন।।আর একী সাথে invitation পাঠানো ও হয়ে গেল...
নিচে দুটি ভিডিও এর লিঙ্ক দিলাম সময় থাকলে দেখে আসতে পারেন। ভালো থাকুন সুস্থ থাকুন। জানতে থাকুন, জানাতে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ
Quick Tour of Google Plus Privacy Settings
Google Plus (Google+) First Impressions - Just Another Social Network?
আমি আমির হামজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
স্বপ্ন দেখতে ভাল লাগে। স্বপ্ন দেখি একদিন বিখ্যাত হবো। লোভ নেই, আশা আছে। চেষ্টা করে যাচ্ছি, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। ভালোবাসতে জানি, ভালোবাসি হাসিমুখ।
ধন্যবাদ।
গুগোল + ইনভাইটেশন কি কইরা পামু সেটা বল্লে উপকৃত হইতাম।