জেনে নিন স্পীকার এবং সাউন্ড সম্পর্কিত খুঁটিনাটি বিষয়গুলো।

আমাদের প্রাত্যহিক জীবনে গান শোনা, মুভ্যি দেখা বা গেম খেলা থেকে শুরু করে আরও অনেক ক্ষেত্রেই স্পীকার গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে, যা আর কাউকে বলে বোঝানোর প্রয়োজন নেই। আমরা যারা কম্পিউটার ব্যাবহার করি তারা সবাই স্পীকার ব্যাবহার করি বা এর সাথে পরিচিত। তবে একটি স্পীকারের বিভিন্ন টেকনিক্যাল টার্মস বা বিষয় রয়েছে যার সংগে সবাই পরিচিত নই। এই সকল বিষয় জানলে আপনি হয়ে উঠবেন স্পীকারের পটু আর বাজার ঘুরে আপনার চাহিদা অনুযায়ী সেরা স্পীকারটিই আপনি ঘরে আনতে সক্ষম হবেন।

আসুন এক পলকে দেখেনি যে কোন বিষয় গুলো সম্পর্কে আজ আমরা জানবো-

1.       Output power

2.       Speaker unit

3.       Frequency response

4.       S/N ratio

এবার বিস্তারিত আলোচনায় চলে আসি

১)  আউটপুট পাওয়ারঃ এই বিষয়টি নিয়েই সাধারনত বিভিন্ন ভুল ধারনা এবং অতিরঞ্জন দেখা যায়। আগেই বলে নেয়া ভাল যে আউটপুট পাওয়ার সাধারনত মাপা হয় Watt এ এবং ওয়াট মেসারমেন্ট হয় দুভাবে একটি RMS(Root Means Square) অপরটি PMPO(Peak Music Power Output). RMS ভেল্যুই বেশিরভাগ স্পীকারের স্পেসিফিকেশনে দেখা যায়। PMPO কে অনেক ক্ষেত্রে Peak বা সর্বোচ্চ মান ও বলা হয়। RMS আর PMPO এই দুইএর মধ্যে প্রধান পার্থক্য হলো RMS স্পীকারের এভারেজ ওয়াট নির্দেশ করে আর PMPO তার সর্বোচ্চ ক্ষমতা নির্দেশ করে। এখানে সর্বোচ্চ ক্ষমতা বলা হলেও এক্ষেত্রে স্পীকারের সাউন্ড কোয়ালিটি বা ডিস্টরশান কে বিবেচনা করা হয়না, এছাড়াও এই ক্ষমতা কোন এক বিন্দুতে পরিলক্ষিত অর্থাৎ আপনি সব সময় তা পাবেননা। কিন্তু RMS উপরের সব কিছুই বিবেচনায় এনে হিসেব করা হয় এবং এটি যেহেতু এভারেজ মান তাই আপনি সব সময়ই পাবেন। এত কিছু বলার মানে হলো আমরা স্পীকার কেনার সময় এর RMS মানটিকেই বিবেচনায় আনব যেহেতু এটি বেশি সঠিক। মনে রাখবেন কোন স্পীকারের গায়ে যদি ১২০০ ওয়াট ম্যাক্স লেখা থাকে বুঝে নিবেন এটি তার পীক মান। সে স্পীকারটির আর এম এস হয়ত হবে ১৮০-২০০ ওয়াট। তাই ওয়াট রেটিংস নিয়ে বিব্রত হবেন না। আর এখন ওয়াট সম্পর্কে না জানলেও হবে পরবর্তিতে যা আলোচনা করব তা থেকেই স্পীকার দেখলেই ওয়াট সম্পর্কে পূর্ন ধারনা চলে আসবে।

২) স্পীকার ইউনিটঃ এটি দ্বারা পুরো সিস্টেমে যতগুলো স্পীকার(Driver) ব্যাবহৃত হয়েছে তার বর্নণা থাকে। ধরুন আপনি একটি 2:1 সিস্টেম বিবেচনা করছেন। এখানে লেখা আছে-

Satellite – 3” 4ohms 10 watts RMS

Subwoofer – 5.25” 4ohms 18 watts RMS

এখানে satellite স্পীকারটির মাপ ৩ ইঞ্চি এবং এটি একটি ৪ ওহমের(ওহম হলো রোধের একক স্পীকারের ক্ষেত্রে যাকে ইম্পিডেন্স ও বলা হয়, এ বিষয় বিস্তারিত না জানলেও কোন ক্ষতি নেই) স্পীকার যা কিনা ১০ ওয়াট RMS দিতে সক্ষম। সেটেলাইট স্পীকার গুলো সাধারনত মিডরেঞ্জ থেকে হাইরেঞ্জের সাউন্ড ফ্রিকোএন্সি দেয়ার জন্য ব্যাবহৃত হয়।

আর subwoofer স্পীকারটির মাপ ৫.২৫ ইঞ্চি এবং এটি ১৮ ওয়াট দিতে সক্ষম। সাবউফার ব্যাস বা লো ফ্রিকোএন্সির সাউন্ড দেয়ার জন্য ব্যাবহৃত হয়।

আরেকটি স্পীকার ইউনিট ও যোগ হতে পারে তা হল tweeter. এটি অত্যন্ত হাই ফ্রিকোএন্সি সাউন্ড দিতে সক্ষম।

অনেক ক্ষেত্রে আলাদা ভাবে স্পীকার ডাইমেনশন উল্লেখ থাকতে পারে। মনে রাখবেন স্পীকার ডাইমেনশন অনেক বড় একটি বিষয়। স্পীকারের আকার যত বড় হবে সেটি তত বেশি পাওয়ার দিতে সক্ষম। উপরের উদাহরনে ডাইমেনশন ইঞ্চিতে দেয়া হয়েছে তবে তা মিলিমিটারেও থাকতে পারে। আমি আপনাদের রিকমেন্ড করবো যে ব্র্যান্ডেরই স্পীকার কিনুন উপরের ইউনিট এর থেকে ছোট মাপের কখনই কিনবেন না। আমাদের বাজারের বেশির ভাগ স্পীকারই (২০০০ টাকার নিচের) ২.৫" satellite এবং ৪" subwoofer ব্যাবহার করে। যাতে অল্পতেই সাউন্ড ডিস্টরটেড হয়ে যায়।টা

আমি আপনাদের কিছু স্পীকার ডাইমেনশন এবং তার RMS watt এর একটা ধারনা দিই-

এই গুলো মিডরেঞ্জ এর জন্য-

২.৫''=৭ ওয়াট

৩"=১০ ওয়াট

৪"=২০ওয়াট

সাব উফারের জন্য

৪"=১৫ ওয়াট

৫"=১৭ ওয়াট

৫.২৫"=১৮ ওয়াট

৫.৫''=২২-২৫ ওয়াট

৬"=৩০-৩৩ ওয়াট

৮"=৬০-৮০ ওয়াট

১০"=১২০-১৪০ ওয়াট

সাধারনত এর থেকে বড় স্পীকার দিয়ে তৈরী সিস্টেম আমি বাংলাদেশে দেখিনি। উপরের ওয়াটের মান পরিবর্তন হতে পারে তবে এর থেকে খুব বেশি উনিশ বিশ দেখলে বুঝবেন আপনার সাথে প্রতারনা করা হচ্ছে। তাই ভালো করে স্পীকারের সাইজ এবং ওয়াট যাচাই করে নিন।

৩) ফ্রিকোয়েন্সি রেসপন্সঃ এই ব্যপারটি খুব ভালোভাবে বোঝার বিষয়। আপনারা জানেন যে আমাদের শ্রবন ক্ষমতা হল ২০ হার্টজ থেকে ২০ হাজার হার্টজ বা ২০ কিলোহার্টজ পর্যন্ত। এখন দেখার বিষয় স্পীকারটি কত ফ্রিকোয়েন্সির সাউন্ড দিতে সক্ষম। সাধারনত কোন স্পীকারই আমাদের শ্রবন সীমা অতিক্রম করেনা বরং স্পীকারের সীমাবদ্ধতা আরও বেশি। আমরা যে শব্দ শুনি তা স্পীকারের ভাষায় তিনটি স্তরে ভাগ করা হয়েছে,

লো ফ্রিকোয়েন্সি-২০-২০০ হার্টজ-উৎপন্ন করতে ব্যাবহৃত হয় সাবউফার

মিড ফ্রিকোয়েন্সি-২০০-২০০০ হার্টজ-উৎপন্ন করতে ব্যাবহৃত হয় মিডউফার বা মিডরেঞ্জ স্পীকার

হাই ফ্রিকোয়েন্সি-২০০০-২০০০০ হার্টজ-উৎপন্ন করতে ব্যাবহৃত হয় টুইটার

আমাদের দেশের বেশিরভাগ ২:১ সিস্টেমই ৪০ হার্টজ এর নিচের সাউন্ড উৎপন্ন করতে পারেনা। আপনি পুরো ফ্রিকোয়েন্সি রেঞ্জ পেতে হলে অনেক বড় অঙ্কের টাকা নিয়ে বাজারের যেতে হবে।এখন ফ্রিকোয়েন্সি রেসপন্স হল ফ্রিকোয়েন্সি গুলো ডেলিভার করা। উপরের স্পীকার গুলো যদি আলাদা ভাবে একটি সিস্টেমে থাকে আর যদি খুব ভাল মানের হয় তবে আপনি পুরো ফ্রিকোয়েন্সি রেঞ্জ ই ভালোভাবে পাবেন। আর মান খারাপ হলেও পাবেন কিন্তু ঢিলেঢালা ভাবে। খুব ভালোমানের অনেক দামি ও বড় মাপের সাবউফার ব্যাবহার করে ২৫ হার্টজের সাউন্ড ও পাওয়া সম্ভব। আর হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ১৬ কিঃহাঃ এর উপরে সাধারনত কোন সাউন্ডে থাকেনা বা ততটা বোঝা ও যায়না।

আসুন দেখেনি নিজের বর্তমান স্পীকারটির কতটুকু লো ফ্রিকোয়েন্সির সাউন্ড দিতে সক্ষম

১০-১০০হার্টজ পর্যন্ত আলাদা করা সাউন্ড ক্লিপটি ডাউনলোড করুন এখান থেকে

রেস্পন্স সম্পর্কে নিশ্চিত হতে আপনার পছন্দের গানটি সঙ্গে করে নিয়ে যান

৪) এস/এন‌ রেশিওঃ S/N বা Signal to Noise ratio দ্বারা বোঝায় স্পীকার দিয়ে উৎপন্ন মূল শব্দ এবং নয়েজ এর মধ্যে ব্যাবধান কতটুকূ। সাধারনত সব কিছু থেকেই কিছু পরিমান নয়েজ বা অপ্রয়োজনীয় শব্দ তৈরী হয়। এই রেশিও দিয়ে এই নয়েজ এর পরিমান ই বঝানো হয়। মূল শব্দ কে নয়েজ দিয়ে ভাগ করে এই রেশিও বের করা হয়। সাধারনত 6৫ ডিবি এর উপর এস/এন‌ রেশিও হলে তা সমস্যা করেনা।

এস/এন‌ রেশিও কে প্রকাশ করা হয় এভাবে-

>85db

আসুন সিগনাল এবং নয়েজ এর পার্থক্য নিজেরাই পরখ করে দেখি। নিচের লিঙ্ক থেকে ক্লিপ দুটি ডাউনলোড করে শুনুন-

20db s/n ratio

50db s/n ratio

পরের ক্লিপটিতে s/n ratio বেশি হওয়ায় নয়েজ কম শোনা যাচ্ছে।

আশা করছি উপরের বিষয় গুলো আপনারা বুঝতে পেরেছেন। এইগুলো মাথায় রেখে ভালভাবে স্পেসিফিকেশনটি দেখলেই আপনি স্পীকারের পারফরমেন্স বুঝতে পারবেন। যদি আপনাদের থেকে উৎসাহ পাই তবে স্পীকার কেনার ক্ষেত্রে কিছু টিপস ও ট্রিক্স নিয়ে পরবর্তিতে আরেকটি টিউন করব, কারন আজ আর ভাল লাগছেনা। আল্লাহ হাফেজ...

Level 2

আমি রিফাত হুসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালবাসি গান শুনতে, মুভ্যি দেখতে আর গীটার বাজাতে। ভাললাগে জানতে। ইলেক্ট্রনিক্স আর টেকনোলজি আমার মূল আ্কর্ষন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks very much bro.

আপনাকেও ধন্যবাদ ভাই পড়ার জন্য…

valo laglo chaliye jan

Level 0

very nice tune-amar microlab tmn 8 -to jonno valo beet paber jonno kono softwear ase ki

    tmn-8, 5.25" a driver/ speaker ache. kharap na ekebare. valo bass hardware er upor depend kore vai. u can use trying the bass increasing by the player and from soundcard option. jetaudio use korte paren, xbass namer option ta paben ja bass k deep korbe.
    thanks for commenting.

Khub valo laglo. chalie jaan.
thank you.

ভাই, জোস টিউন ! একটা কথা, ১০-১০০হার্টজ পর্যন্ত আলাদা করা সাউন্ড ক্লিপটি ডাউনলোড করলাম। এরপর চালালাম, শুধু ভম ভম গুম গুম আওয়াজ ! এটা দিয়ে আমি কি বুঝবো? কষ্ট করে একটু ব্যাখ্যা করে দিন। আমার স্পিকার F&D F6000 5:1. থ্যাংকস 🙂

    apnar speaker a 8" subwoofer, onek valo . vomvom aoaj mane apnar speaker oi frequency ta play korte capable. r jodi na parto tahole bujhten speaker ta pocha. apni nishchoi 40 cycle er uporer sound gulo pacchen taina.
    thanks

Level 0

অসাধারন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ভাই, আমার জীবনের একটা বড় সখ হচ্ছে ভাল একটা Sound System কেনা। Select করেছি Boss. দামটা অনেক বেশি তাই একটু সময় লাগছে, তবে কিনে ফেলবো। আমাকে একটা পরামর্ষ দেন: ঐ System এর Amplifire এর সাথে একটা Blue-Ray Drive ও থাকে, ঐটা ছাড়া শুধু Amplifire কি পাওয়া সম্ভব ? তাহলে দামটা অনেক কমে হত।

    Bose kinte chan? khub valo. r valo jinisher dam ektu beshi e hoy. eisob amp diye reciever er kaj kore, audio and video. bluray drive chara o amp paua jay. bose er kotha jani na. bt u can search for Clickbd.com. 30000-40000 a valo reciever paben. ami full setup er upor ekti tune korbo. sathei thakun.

দারুন জিনিস…………

মনে হল দারুন টিউন। প্রিয়তে রাখলাম পরে পড়ব।

1. Output power = 55W(15W+8Wx5)

2. Speaker unit =

Subwoofer : 4"
Front : 3"x2
Center : 3"x1
Surround : 3"x2

3. Frequency response = 30Hz-20KHz

4. S/N ratio = 80dB

এই কনফিগারে কেমন কাজ দিবে? মুভিতে সারাউন্ড ইফেক্ট পাওয়া যাবে?
5:1 সিস্টেমে ভাল ইফেক্ট পাওয়ার জন্য কি ধরনের সাউন্ড কার্ড কিনলে ভাল হবে?

    আর হ্যা টিউনটা জটিল হয়েছে। বলা যায় এমন টিউনই চাচ্ছিলাম।
    মন্তব্য দয়া করে বাংলাতে দিবেন। 😀

    ধন্যবাদ ভাই। আমি আগেই বলেছি ৪" স্পীকার সাবউফার হিসেবে খুব একটা ভাল কাজ করবেনা। আর ৩০ হার্টজ তো দেয়া সম্ভব না। কারন আমি ১২" সাব ব্যাবহার করি তাতেই ৩৫ হার্টজ এর নিচে পাইনা। আর ৫.১ স্পীকার যেহেতু ঠিক মত সেটআপ করতে পারলে সারাউন্ড ইফেক্ট পাবেন। Creative live vx কিনতে পারেন ১৪৫০ টাকা নিবে।

দারুন টিউন।

Level 0

OWO kub super akta tune..tnx vaia.

এতো কষ্ট করে এতো সুন্দর একটা টিউন করেছেন, ধন্যবাদ না দিয়ে গেলে কেমনে হয়?;) অনেক ধন্যবাদ 😀

ভাই এই স্পিকারটি IDB ভবনে পাওয়া যাচ্ছে । দাম চায় ৩০০০০ টাকা । এটি কেমন হবে বলতে পারেন ?
http://www.amazon.com/Logitech-THX-Certified-Digital-Surround-Speaker/dp/B0002WPSBC

    THX certified কোন স্পীকার চোখ বন্ধ করেই কিনতে পারেন। কারন আমার থেকে অনেক বড় বড় স্পীকার বিষারদরা এটিকে অনুমোদন দিয়েছে। ১০" সাব, নিঃসন্দেহে পুরো রুম কাঁপবে, আর সারাউন্ড স্পীকার গুলো ও অনেক ভালো দেখলাম কিনে ফেলুন। দাম ঠিক ই চাচ্ছে।

ফাটা ফাটি টিউন, দারুন লেগেছে, অনেক কিছু অজানা ছিলো স্পিকার নিয়ে, সব পরিষ্কার হল এবার ! লেখক কে ধন্যবাদ এতো সাজিয়ে সুন্দর করে লেখার জন্য !

SPEAKER
Logitech X-540 5.1 Speaker System

Specifications
Total RMS power:
70 watts RMS

Satellites:
Two – 2" drivers per satellite
2 x 7.4W
8.4" x 3.2" x 5.0" (HxWxD)

Center:
Two – 2" drivers per satellite
15.4W
7.8" x 4.75" x 3.75" (HxWxD)

Subwoofer:
5.25" ported driver
25 watts RMS
11.25" x 6.5" x 9.75" (HxWxD)

Total Peak Power:
140 watts

Frequency Response:
40Hz – 20kHz

SOUND CARD
Sound Blaster X-Fi Surround 5.1
Audio & Speakers
Audio Type
Surround
Signal to Noise Ratio (Decibels)
>99dB (20kHz Low-pass filter, A-Weighted)
General
Sound Card Type:External
Sound Card Interface:USB
3D Sound Support:Yes
Wired Connections:Wired Terminals / Ports
Audio (RCA) Output, Headphone Jack, Line out, Microphone Jack , Optical Digital Output, USB 2.0
Number of Audio (RCA) Output:2
Number of Headphone Jack Ports:1
Number of Line In Ports:1
Number of Microphone Ports:1
Number of Optical Digital Output Ports:1
Number of USB 2.0 Ports:1

ভাই এই হচ্ছে আমার স্পীকার আর সাউন্ড কার্ড এর কনফিগারেশন
আরো কিভাবে ভালো সাউন্ড পাওয়া যায় বা আর কি কি করা যায়
দয়া করে এই সম্মন্ধে আপনার সুচিন্তিত মতামত চাচ্ছি ।

    ভাই আপনার সাউন্ড কার্ড ভালো । স্পীকারের সেটেলাইট গুলো অনেক ছোট তাই পারফরমেন্স কম পাবেন। ভাই আমি মনে হয় আপনাদের পরিষ্কার করে বোঝাতে পারিনি। দয়া করে লেখাটা ভাল করে পরেন, তাহলেই বুঝতে পারবেন। ধন্যবাদ

অনেক সুন্দর টিউন। সরাসরি প্রিয়তে।

Level 0

দারুন………………।।

HELOW TO ALL>>>IM GOING TO BUY F&D F-6000…..specification- 0.5"tweeter3" full range speaker for satellite, 8" speaker for subwoofer, RMS-Subwoofer-57W, front-13Wx2, Centre-14W, subwoofer dimension- W280xD420xH315(mm), Centre dimension-W260xD102xH98mm), Satelletes-W98xD100xH208(mm)…..so please plz consult can i buy this??? do u know abt its market price??? im in confusion help as soon as possible

    yes u can buy this, latest price i know 7600 from clickbd.com. in idb maybe 8000+. thanks

Level 0

gr8 boss, nice tune!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Level 3

মুন্না ভাই ,আপনার কাছে জানতে চাই ৫.১ এর বেশি উনিটের স্পীকার বাজারে আছে কিনা। এবং বাসাই গান শোনা ও মুভি দেখার জন্য ও ছোট খাট অনুষ্ঠানের (Family Program ) জন্য একটা ভাল মানের স্পীকার দরকার। তাই বলবেন 4.1 নাকি 5.1 ভাল হবে? কত ইউনিটের,কত ওয়াটের ,স্পীকার সাইজ কত ও সম্ভাব দামটি (আমার বাজেট আট থেকে দশ হাজার) এবং কোন ব্যান্ড(আমার কাছে Creative ভাল লাগে) ভাই খুব জানা দরকার।Plz

    ৭.১ পাওয়া যায় creative. যদিও আমি creative তেমন পছন্দ করিনা। কারন দামের সাথে ক্ষমতার পার্থক্য অনেক। অবশ্যই ৫.১ কিনবেন, কারন তা dolby digital supported. ৮-১০০০০ এ creative তেমন ভাল পাবেন না, বাজারে f&d এর একটি স্পীকার আছে f-6000. এটি নিতে পারেন, উফারটা ভাল দিয়েছে দাম অনুযায়ী।
    ধন্যবাদ

এই ভিডিওটি দেখুন !

http://www.youtube.com/watch?v=pMNe01MF1Ew&feature=related

দারুন এবং তথ্যবহুল। প্রিয়তে।

অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে অসাধারন একটা টিউন উপহার দেওয়ার জন্য ।

Amplifier: Output power: 170 Watt RMS
Power distribution: 16 Watt x 5 + 90 Watt
Harmonic distortion: < 0.3% 1W 1kHz
Frequency response: 20Hz – 20kHz
Signal/Noise ratio: > 80dB
Separation: > 50dB
Input sensitivity: 400mV
Nominal impedance: 4 ohm

Speakers: Tweeter driver type: 2"
Tweeter rated power: 16 Watt x 5
Bass driver type: 8" – eAirbass
Bass rated power: 90 Watt
Frequency range: 20Hz – 20kHz

Interfaces:
Output: RCA
Input: 2RCA

Power:
Power supply: AC220V – 240V, 50Hz 800mA
Fuse: T2AL250V

Package Contents:
x15 subwoofer
x15 satellites x 5
Audio signal cables x 5
Interconnect speakers x 5
Wireless remote control

Dimensions:
Subwoofer dimension: 297 x 437 x 297mm
Center dimension: 159 x 65 x 64mm
Satellies dimension: 65 x 159 x 64mm
Product net weight: 19.50kg
Giftbox dimension: 513 x 375 x 425mm
Giftbox gross weight: 20.7kg
Export carton dimension: 525 x 387 x 519mm
Export carton gross weight: 22.3kg

wat abt this speaker?????

Level 0

আমার স্পিকার ৪:১ ক্রিয়েটিভ sbs live. আমিতো মনে হয় ১০হার্জ থেকেই ফিল করতে পারলাম। এটা কিভাবে সম্ভব?
অসাধারন পোষ্টের জন্য ধন্যবাদ।

মানসম্মত একটা টিউন করেছেন ভাইয়া। আমার জন্য অনেক প্রয়োজনীয় তথ্য পেলাম এখান থেকে। ধন্যবাদ।

অসাধারন টিউন,
অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য।

Level 3

মুন্না ভাই আরেকটু জানার ছিল , আমার জানা মতে সাধারনত PC থেকে আমারা 6.1এর বেশি পাইনা। তাহলে এর বেশি নিয়ে লাভ কি, তারচে 5.1 ভাল। আর স্পিকার ও হোমথিয়েটার এর মধে পাথ্যক কি? যা দামের এত তফাদ কেন?

ধন্যবাদ মুন্না ভাই।

    পিসি তে বিল্ট ইন কার্ডে সাধারনত 5.1চেনেল থাকে তবে গিগাবাইটের মেইনবোর্ড গুলো এর থেকে বেশি ও দেয়। আর আপনি চাইলেই আলাদা সাউন্ড কার্ড কিনে 7.1 বা তার চেয়ে বেশি চেনেল পেতে পারেন, creative audigy or higher series.

    স্পীকার গুলো কম্পিউটারে ব্যাবহারের জন্য তাই স্ট্যান্ড থাকেনা। হোম থিয়েটার ডিভিডি দিয়ে বসার ঘরে ব্যাবহারের জন্য তাই স্স্ট্যান্ড দেয়া থাকে,আর ওয়াট ও তুলনামূলক বেশি হয় তাই দাম বেশি। ধন্যবাদ

http://www.i-love-pc.com/ProductDetail.asp?ProductNO=630&utm_source=myshopping&utm_medium=cpc&utm_campaign=Speakers+and+Subwoofers&utm_term=Creative+Speaker+Inspire+2+1+2500

speaker টা কেমন?
চরম ভাল টিউন please continue
আমার অনেক প্রশ্ন তাই ফেসবুকে আপনাকে রিকোয়েষ্ট পাঠাইছি 🙂
speaker টা কেমন? ৬ বছর আগে কিনেছি
30cycle খুব ভাল ভাবেই শুনেছি কেমন তাহলে ভাল আছে ?
স্পিকার কয় বছর ভাল থাকে?
আচ্ছা bass কত পার্সেন্ট এর মত সিলেক্ট করতে হয় ঘরে শোনার জন্য? কারণ আমার মনে হচ্ছে bass ঘুরালে তেমন চেইঞ্জ হচ্ছে না!!!

আমারটায় টুইটার নাই , আলাদা টুইটার একবার কিনেছিলাম নষ্ট হয়ে গেছে, ভাল টুইটার কোথায় পাওয়া যাবে? দাম কত নিবে?
একটা মজাদার প্রশ্ন আমি আমার সাব উফারর ভিতর ইঁদুর ঢুকতে বের হইতে দেখছি কিন্তু বুঝতে পারছি না ক্ষতি হয়েছে কিনা ? কি কি ক্ষতি হতে পারে?

আরও প্রশ্ন আছে আপাতত মেনে আসছে না
মনে আসছে, কোন হেডফোনের জ্যাক নাই কোন ভাবে সিস্টেম করা যাবে?

ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ

http://www.goodgearguide.com.au/review/pc_components/creative-labs/inspire_2500/218040

এখানে midtone muddy এটা একটু বুঝিয়ে বলেন, তবে আমি খেয়াল করেছি ফুল সাউন্ড দিলে bass ঝামেলা করে, অবশ্য bass সেটীং ২০% বা ফুল দিতে হবে কি না জানিনা

অনেক প্রশ্ন করে ফেলেছি সরি

    প্রশ্নের জন্য ধন্যবাদ, আমি প্রশ্ন করা পছন্দ করি। ভাই আপনি যদি শুধু এই স্পীকারই ব্যাবহার করে থাকেন তবে আমি বলব আপনি bass এর জগতে পৌছাননি।

    টুইটার নেই এবং অতি ছোট আকারের মিডরেঞ্জ স্পীকার ব্যাবহার করায় মিড ফ্রীকোয়েন্সিটা ততটা ক্রিস্পি নয়, আর ভারী বেস দিতে পারেনা বলে মিড টোন ও বেস মাডী বলা হয়েছে।

    আর শুধু বেস শুনতে পাওয়া মানেই রেস্পন্স পাওয়া নয়, ৬০হার্টজ আর ৩০ হার্টজ দুইয়ের পার্থক্যটা দেখুন, কোনটা বেশি ইফেকটিভ?

Creative live vx উপরে যেটার কথা লিখেছেন সেটার চেয়েও কি খারাপ>

ধন্যবাদ

Dear Muna bhai, I want to buy speaker as like cineplex sound. Can F&D f6000 meet my reqirement? If not which speaker in banglash can meet my requirement?

dear shahinur vai,
sound actually depend on both of your room size and speakers watt. to get theater like sound people are expending more than 100 thousand taka, its not possible to get that quality sound with 9000-10000 taka. but you’ll get better fell than general 2.1 speakers. with logitech z 5500 5.1 spkr, you’ll get good movie experience in medium size room. price is 35000bdt. if you want perfect theater experience then you have to buy a 5.1 AV receiver, blue ray dvd player, 4 good quality surround and center speaker according to the receiver, and a powered subwoofer, which will cost more than lakh, you may try customized, speaker and subwoofers, for low price and good quality which i’m providing, can contact with me.
goto-
http://www.facebook.com/gigabassx

ভাইয়া স্পিকার কিনব কোনটা কিনলে ভাল হবে প্লিজ একটু জানাবেন আমি পছন্দ করে রেখেছি কয় একটা তার নাম হলো।F&D T-300X & F&D F580X & MICROLAB T10 & EDIFIER P3080M & LOGITACH Z506 কোনটা কিননলে ভাল সাউন্ড এবং বেস পাওয়া যাবে।আপনার জানা মতে ভাল কোনটা হবে। আর আপনার পছন্দের থাকলে বলতে পারেন।ধন্যবাদ