আপনার কম্পিউটার সম্পর্কে আপনি কতটুকু জানেন? যদি জিজ্ঞেস করা হয় মাদারবোর্ডের মডেল কি? আপনার গ্রাফিক্স কার্ডের ক্ষমতাই বা কতটুকু? মনিটরের ডিসপ্লে সাইজ? মডেল? বায়োস সম্পর্কে কতটুকু জানেন?
কি চিন্তা করছেন? কিভাবে এসব প্রশ্নের উত্তর পাবেন? ভাবছেন পিসির নাট বল্টু খুলে এসব তথ্য উদ্ধার করবেন?
মোটেও তা করতে হবে না। শুধুমাত্র একটা ছোট সফটওয়্যার দিয়ে আপনার কম্পিউটারের নাড়ি নক্ষত্র সব জানতে পারবেন।
কি লাভ হবে এসব তথ্য দিয়ে? কি আর হবে আপনার সাধারন জ্ঞান বৃদ্ধি পাবে। 😛 আসলে নিজের কম্পিউটারের তথ্য হালনাগাদ করলে অনেক সময়ই কাজে লাগে। তাছাড়া নিজের কম্পিউটার সম্পর্কে না জানা আর নিজের বাসার এড্রেস না জানা একই কথা।
যে সফটওয়্যারের মাধ্যমে আপনার কম্পিউটারের A to Z জানতে পারবেন তার নাম হলো SIW। নাম আর সাইজ ছোট হলেও কাজ কিন্তু ছোট না!!
এটা শুধু তথ্যই না সাথে ম্যাক এড্রেস পরিবর্তন, মনিটরের ডেড পিক্সেল টেস্ট, নেট স্পিড টেস্ট, ব্রাউজারের সেভ করা পাসওয়ার্ড সহ আরও অনেক কিছু!
আরও বিস্তারিত দেখুন এখানে।
কম্পিউটারের সকল সফটওয়্যারের বর্ননা থেকে শুরু করে অর্থাৎ অপারেটিং সিস্টেম থেকে শুরু করে ব্রাউজারে সেভ করা পাসওয়ার্ড পর্যন্ত দেখতে পারবেন।
কম্পিউটারের হার্ডওয়্যার সামারি অর্থাৎ মাদারবোর্ড, বায়োস, CPU , মেমরি, পিসিআই, ড্রাইভার, পোর্ট, ভিডিও, সাউন্ড কার্ড সহ এক কথায় সব তথ্য দেখতে পারবেন।
বিভিন্ন প্রয়োজনীয় যেমন ম্যাক এড্রেস পরিবর্তন, মনিটরের ডেড পিক্সেল টেস্ট, নেট স্পিড টেস্ট, কতটুকু কাজ চলছে তা জানা সহ অনেক ফিচারতো থাকছেই!
এক কথায় কম্পিউটারের এত তথ্য দেখে আপনার চোখ ছানাবড়া হবে নিশ্চিত! 😉
SIW Business v2011.05.26 সাইজ মাত্র ৩ মেগাবাইট। সাথে সিরিয়াল কী দেয়া আছে।
আর হ্যা কখনই আপডেট করবেন না!
"Everything you want to know about your computer"
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
আপনাকে অনেক ধন্যবাদ 🙂