ছাড়তে চান দীর্ঘসূত্রিতা আর আলস্য? মনযোগ দিয়ে লিখাটি দেখুন,আপনিও পারবেন(মেগা টিউন)

আজ করব, কাল করব, সকালে করব, বিকেলে করব। এই করি করি করে করা আর হয় না। আর করা হলেও হয় শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে। ধীরে সুস্থে ভাল ভাবে করার জন্যে কাজটি রেখে দিলেও শেষ মুহুর্তে তাড়াহুড়ো করে করতে গিয়ে দেখা যায় যে দায়সারা ভাবে কাজটি শেষ করতে হয়। অথচ আমরা একটু সচেষ্ট হলেই এই দীর্ঘসূত্রিতা কাটিয়ে উঠতে পারি। জীবনকে করে তুলতে পারি আরও সফল আরও আনন্দময়।

কেন আমরা দীর্ঘসূত্রিতা কাটিয়ে উঠতে পারি না?

কেন আমরা দীর্ঘসূত্রিতা কাটিয়ে উঠতে পারি না এই ব্যপারে মনোবিজ্ঞানী ড. লিন্ডা অনেকদিন দীর্ঘ গবেষনা করেছেন। তিনি সব ধরণের দীর্ঘসূত্রিতার পেছনেই তিনটি সাধারন অনুভূতি বা আচরন সনাক্ত করেছেন।

১. আমরা বড় বড় কাজ করতে চাই কিন্তু সে লক্ষ্যে বাস্তবে কাজ শুরু করি না।

২. কাজ শুরু না করার ব্যাখ্যা দাড় করাতে আমরা মেধাবি।

৩. আমরা জানি যে দীর্ঘসূত্রিতা দ্বারা আমরা আমাদের সুখকে স্যাবোটেজ করছি। মজার ব্যাপার হচ্ছে, এই অনুশোচনা দীর্ঘসূত্রিতাকে আরো বাড়িয়ে দেয়। আমাদের জীবন আত্মপরাজয়ের দিকে ধাবিত হয়।

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দীর্ঘসূত্রিতার মূল কারণ আলস্য নয়। দীর্ঘসূত্রিতার মূল কারণ হচ্ছে এক অজানা আশংকা। এই আশংকা বা ভয় হতে পারে পরিবর্তনের ভয়, নিয়ন্ত্রণ হারানোর ভয়, অশান্তির ভয় বা অন্য কোন ভয় যার অস্তিত্ব রয়েছে আপনার মনের গহীনে। আর দীর্ঘসূত্রি মানুষ সব সময় পেছনে পড়ে থাকে। অন্যরা যখন সাফল্যের সোপানে ধাপে ধাপে এগিয়ে যায়, সে তখন পেছন থেকে দেখে আর দীর্ঘশ্বাস ছাড়ে। দীর্ঘসূত্রিতার প্রধান ধরন ৬টি।

১.স্বপ্নচারীঃ এরা সব সময় চায় জীবন সহজ হোক কষ্ট মুক্ত হোক। এরা বাস্তব জীবন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। নিজেকে আকাশ কুসুম কল্পনার মাঝে ডুবিয়ে দেয়। আকাশ কুসুম কল্পনার মাঝে ডুবে থাকতেই ভালোবাসে। কারণ সেখানে কিছুই তাদের জন্য হুমকি নয়।তারা মনে করে তারা বিশেষ প্রজাতির মানুষ। তাদের নিয়ম অনুসরন করার প্রয়োজন নেই। এই ধরনের স্বপ্নাচারী দৃষ্টিভঙ্গি তাদের পেশাগত,পারিবারিক,পারিপার্শ্বিক সমস্যা সৃষ্টি করে। যা পরিণামে তার মধ্যে এক পলায়নী মনোবৃত্তি জন্ম দেয়।

প্রতিকারঃ আপনি যদি এ ধরনের স্বপ্নাচারী হন তবে ‘মুহুর্তের ভালোলাগা’ আর ‘নিজেকে ভালোলাগা’ এর মধ্যে পার্থক্য করতে শিখুন। আপনি যদি এখন দিবাস্বপ্নে ডুবে থাকেন বা টেলিভিশনের সামনে বসে অলস সময় কাটান, তাহলে এটা হচ্ছে ‘মুহুর্তের ভালোলাগা’। কিন্তু আপনি যদি নতুন কিছু শেখেন, নতুন কোন দক্ষতা অর্জনে সময় ব্যয় করেন, তাহলে আপনার আত্মবিশ্বাস বাড়বে, নিজের প্রতি শ্রদ্ধা বাড়বে। এটা হচ্ছে ‘নিজেকে ভালোলাগা’। কাজটা এখনি করতে হবে এবং এই দৃষ্টিভঙ্গি নিয়েই আপনাকে কাজে নামতে হবে। বাস্তবতার আলোকে প্রতিদিন কি কি করা যায় এবং তা করার জন্য কি কি সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া যায়, তা লিখে ফেলুন। দিনের শেষে কিছুটা সময় ব্যয় করুন দিনের কাজ পর্যালোচনায়। বারবার নিজেকে বলুন, আজকের কাজ আজকেই করব।

২. দুশ্চিন্তাকারীঃ দুশ্চিন্তাকারীরা সব সময় নিরাপত্তা ও নিশ্চয়তাকেই সবচেয়ে বেশী গুরুত্ব দেয়। আর এজন্যে তাকে মুল্যও দিতে হয় অনেক। তার নিরাপদ আরামদায়ক এলাকার সীমানা খুবই ছোট। কোন ঝুঁকি বা পরিবর্তনের মুখোমুখি হলেই দুশ্চিন্তায় তার হাত পা ঠান্ডা হয়ে আসে। ঝর্ণাধারার মত অবিরাম গতিতে দুশ্চিন্তার প্রবাহ চলতে থাকে তার মনের ভেতরে। ‘যদি এই এই হয়’ তাহলে কি অবস্থা দাড়াবে এই নেতিবাচক আশংকায় সে একেবারে সংকুচিত হয়ে যায়। যদি এই বিরক্তিকর চাকরিটা ছেড়ে দেই তবে যদি আর কোন চাকরি খুজে না পাই? এই আশংকায় সে চাকরি ছাড়তে পারে না। অনিশ্চয়তা মোকাবেলা করার চেয়ে সে একঘেয়ে নিরাপদ জীবনকেই বেছে নেয়। সাধারণত দেখা যায়, এই ধরনের দুশ্চিন্তাকারীদের বাবা-মা বা অভিভাবক রয়েছেন, যারা এদের প্রতিটি প্রয়োজন পূরণে এগিয়ে আসেন এবং অবচেতনভাবে তাদের সন্তান যে তাদেরকে ছাড়া চলতে পারে না এই অনুভূতিতে আনন্দ পান। দুশ্চিন্তাকারীদের জীবনে আনন্দ খুবই কম থাকে। তারা সহজেই ক্লান্ত হয়ে যায়।

প্রতিকারঃ অধিকাংশ দুশ্চিন্তাকারীর অন্তরেই ঘুমিয়ে আছে প্রানবন্ত সাহসী সত্তা। আপনি যদি একঘেয়েমিতে আক্রান্ত হয়ে থাকেন, যদি কিছুই ভালো না লাগে, তাহলে আপনাকে বলিষ্ট সিদ্ধান্ত নিতে হবে। সব কিছুর মাঝেই বিপদ কল্পনা করা থেকে বিরত থাকুন। সিদ্ধান্ত নিন।

কারণ সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকাও এক ধরনের সিদ্ধান্ত। আর তা নিজের জন্যেই ক্ষতিকর। নতুন পরিস্থিতি ও পরিবেশ সম্পর্কে শুধুমাত্র খারাপ দিকগুলো না ভেবে সম্ভবনাগুলো নিয়ে ভাবুন। ভাল দিকগুলো নিয়ে ভাবলে অনুভূতিই পাল্টে যাবে। আপনি নতুন সুযোগ গ্রহন করতে পারবেন। নতুন কাজে হাত দেবার সাহস পাবেন।

৩. অমান্যকারীঃ কর্তৃত্ব বা ক্ষমতার বিরুদ্ধে এদের ক্ষোভ রয়েছে। কিন্তু এরা এই ক্ষোভ প্রকাশ করে খুবই সঙ্গোপনে।  এই ধরনের দীর্ঘসূত্রিতাকারী কাউকে যদি বলেন ‘এ কাজটা করে দাও’ সে সাথে সাথে বলবে ‘ঠিক আছে করে দেব।’ কিন্তু তারপর সে তার প্রতিজ্ঞার কথা ভুলে যাবে অথবা আধাআধি করে কাজটি করবে বা অনেক দেরিতে কাজটি করবে। ব্যক্তিগত বা পারিবারিক  সম্পর্কের ক্ষেত্রেও এরা অন্যের প্রয়োজন পূরনের বেলায় এই কৌশল অবলম্বন করে । এ ধরনের আচরন তাকে ক্ষমতার অনুভূতি প্রদান করে। কিন্তু এর ফলে তার সহকর্মী বা সঙ্গীরা নিজেদেরকে অবহেলিত ও ব্যবহৃত ভাবে। পরিণামে অমান্যকারী নিজেই ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্ত হবার পর সে নিজেকে এই বলে স্বান্তনা দেয় যে, এই জটিল বিশ্বে একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ বলেই সে নিজে শাস্তি পাচ্ছে। সে অসুখি হলেও এ নিয়ে গর্বিত।

প্রতিকারঃ প্রতিক্রিয়ার বদলে ক্রিয়া করতে শিখুন। নিজেকে জীবনের শিকার মনে করার পরিবর্তে জীবনে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে ভাবুন। অন্যরা আপনার ব্যাপারে কি করছে সে দিক থেকে দৃষ্টি ফিরিয়ে আপনি নিজের জন্যে কি করছেন তা নিয়ে ভাবুন। মনে রাখুন, নিজে উদ্যোগী হওয়া ও প্রো-এক্টিভ হওয়াই শক্তিমান ও ক্ষমতাবান হওয়ার প্রথম শর্ত।

৪. সংকট সৃষ্টিকারীঃ আমরা অধিকাংশই কোন না কোন ভাবে শেষ মুহূর্তে কাজ ভাল করতে পারি। হাতে আর সময় নেই, এখন না করলেই নয়, তখন আমাদের মস্তিষ্ক পূর্ণোদ্দমে কাজ শুরু করে। আমরা কাজ শেষ করি। একজন সংকট সৃষ্টিকারী সবসময় নাটক করতে চায়। এক ধরনের আচরন থেকে অন্য ধরনের আচরনে চলে যায়। প্রথমত সে পরিস্থিতিকে আমল দেয় না। চাপ অনুভব না করলে সে শুরুই করতে পারে না। পরে অতিরিক্ত সক্রিয় হয়ে উঠে। সব বাদ দিয়ে সময়মত কাজ শেষ করার জন্য লেগে যায়। এ ধরণের প্রক্রিয়া তারুণ্যে চলে। কিন্তু ৪০ এর পর এ প্রক্রিয়ার সাথে শরীর আর তাল মেলাতে পারে না।

প্রতিকারঃ সময়সীমার মাঝে কাজ করা বিরত্বব্যঞ্জক কিছু নয়, এটি নিয়ম। সংকটসৃষ্টিকারীদের কাজের ব্যপারে নিজেকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে সমস্যায় ভোগেন। নিজেকে পুরোপুরি উদ্বুদ্ধ করতে পারলে আগে থেকেই কাজে হাত দেয়া যায়।

৫. নিখুত কর্ম সম্পাদনকারীঃ এরা প্রতিটি কাজই নিখুতভাবে করতে চায়। যে কোন কাজ করতে গেলেই সে তার আত্মমর্যাদাকে এর সাথে জড়িয়ে ফেলে। বেশিরভাগ ক্ষেত্রেই এরা আদর্শবাদী এবং সময় ও শক্তি ব্যয়ের ব্যাপারে অবাস্তববাদী। ওদের কাউকে পেন্সিল চোখা করতে দিতে বলুন। দেখবেন সে হয়তো খুব বিব্রত ভাবে পেন্সিলের দিকে তাকাবে এবং সারা দিনই হয়তো এর দিকে তাকিয়ে তাকিয়ে ভাববে কিভাবে সুন্দর করে পেন্সিলটি চোখা করা যায়। অথবা সে তখনই পেন্সিল চোখা করতে লেগে যাবে এবং দিনের শেষে হয়তো ঠিকই পেন্সিলটি সুন্দর চোখা করে নিয়ে আসবে কিন্তু কাটতে কাটতে এতই ছোট করে নিয়ে এসেছে যে তা দিয়ে আপনি লিখতেই পারবেন না। এরা প্রতিটি জিনিসকেই হয় একেবারে নিখুত, নয় একেবারে কিছুই না এই দৃষ্টিকোণ থেকে দেখে। নিখুত কর্ম সম্পাদনকারীরা মনের গভীরে সবসময় মনে করে পুরোপুরি না পারলেই শেষ হয়ে গেলাম। দীর্ঘসূত্রিতা এদের কাছে বিচারকে বিলম্বিত করারই একটা প্রক্রিয়া, আপনি না খেললে কখনো হারবেন না। কাজ না করলে ব্যর্থও হবেন না।

প্রতিকারঃ আপনার দৃষ্টি ভঙ্গি বদলাতে হবে। আপনার কি করা উচিত তা না ভেবে আপনি কতটুকু করতে পারেন তা নিয়ে ভাবুন। কোন মানুষই নিখুত নয়। তাই কোন কাজও নিখুত হতে পারে না। আপনার মাঝে মাঝে ভুল করা উচিত। টেবিলের উপর আধবেলা সব এলোমেলো করে রাখুন। পোশাকে একটু খুত থাকুক না এক বেলা। যখন দেখবেন এর ফলে পৃথিবী ধংস হয়ে যাচ্ছে না, তখনই আপনি শিখবেন- নিখুত নয়, সুন্দরভাবে কাজ করাটাই গুরুত্বপুর্ণ।

৬. সব কাজের কাজীঃ সব কাজের কাজীকে কখনও দীর্ঘসূত্রী মনে হয়না। কারণ সে সবসময় ব্যস্ত। সবসময় কাজ করতে চায়। সে সবাইকে খুশি করতে চায়। সবার কাজ করে দিতে চায়, কাউকেই না বলতে পারে না। সব কাজের কাজী কে আপাত দৃষ্টিতে দেখলে মনে হয়,সেই সফল হবে।কিন্তু বাস্তবে তা হয়না। আত্মনির্ভরশীল হওয়া ও সব কাজ করার সংগ্রামে সে তার কাজ ও সময়ের মাঝে সমন্ময় করতে ব্যর্থ হয়। যাদের সে খুশি করতে চেয়েছিল, তাদেরকেও সে খুশি করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করে,তাদেরকেও সে খুশি করতে পারে না। কারণ সে তার সামর্থ্যের অতিরিক্ত কাজ হাতে নিয়েছিল।

প্রতিকারঃ সব কাজের কাজীদের উচিত না করতে শেখা। হাতে সময় ও কাজ কতটা আছে সেটা বিবেচনা করে হ্যাঁ বলুন। যতটুকু আপনি করতে পারেন ততটুকুই করুন। বাকিটুকু ছেড়ে দিন অন্যদের জন্যে। তা হলেই আপনি সুখী হবেন।

আপনি এবার চিন্তা করুন এ ৬ ধরনের দীর্ঘসূত্রীর মধ্যে আপনি কোন গ্রুপে পরেন, সেভাবে পদক্ষেপ নিন। দীর্ঘসূত্রিতা থেকে মুক্ত হয়ে সুন্দর জীবনের প্রতি অগ্রসর হোন।

বি.দ্র. এই লেখাটি শ্রদ্ধেয় শহীদ আল বোখারী মহাজাতক এর লিখা আত্মনির্মান বইয়ের অংশবিশেষ। এটা আমার নিজস্ব কোন লিখা না। ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বইটিতে এ ধরনের আত্ম উন্নয়ন মূলক অনেকগুলো চমৎকার লিখা আছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

http://www.quantummethod.org.bd/sites/default/files/download/book_and_souvenir/attonirman_book_web.pdf

কোয়ান্টাম মেথডের ওয়েব সাইটে এ ধরনের  আরো অনেক চমৎকার লিখা আছে। দেখতে নিচের ওয়েব সাইটে ঢু মারুন

http://www.quantummethod.org.bd

Level 0

আমি নীলাকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হা হা হা,আমি মনে হয় সংকট সৃষ্টিকারী।

লেখাটি ভাল লাগল। পোস্টিটি প্রিয়তে রাখলাম । আশা করি ভবিষ্যাতে কাজে দিবে।

    আপনাকে ধন্যবাদ।
    তবে টিটির প্রিয়তে রাখলে কোন কাজ হবে না, অন্তরে রাখুন আর অবিরত চেষ্টা করুন। আশা করি সফল হবেন।

Level 0

খুব সুন্দর হয়েছে। ভালো লাগলো।প্রিয়তে………….

    আমার তিন ঘন্টার কষ্টটা সফল হয়েছে তাহলে 🙂
    বইটি ডাওনলোড করে নিন, আপনার হার্ডড্রাভের প্রিয়তে আজীবন রাখতে পারবেন।
    কমেন্ট করার জন্য ধন্যবাদ।

Level 0

darun aktintune hoise vai

    ভাই এটা কিন্তু আমার টিউন না, শ্রদ্ধেয় শহীদ আল বোখারী মহাজাতক এর। আমিতো খালি বই দেখে টাইপ করেছি মাত্র XD

পোষ্টটি নির্বাচিত টিউন হবার যোগ্য! 😀
নির্বাচিত করা হোক! 🙂

    সত্যি কথা, আপনার এই লিখাটা দেখে খুব খুশি হয়েছি। এখন যদি নির্বাচিত নাও হয় আমার কোন দুঃখ থাকবে না।
    দোআ করবেন।

Level 0

Vai,,kindly ai book tar download link deya jai…..

আপনার লেখাটা পড়তে আসলাম আর কারেন্ট গেলো 🙁 , তবে এক নজর পড়ে মনে হলও অনেক ভালো লিখছেন, পড়ে পুরোটা পরব, আগেই ধন্যবাদ দিয়ে যাই 😀

    বাহ আপনি তো দেখি এডভান্স মানুষ। 😀
    আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

    ভাই আপনিতো ধরা খাইবেন, টিটিতে 6ybh লিঙ্ক দেয়া নিষিদ্ধ করছে, এত কইলাম যে এটা ঠিক হয়নাই, তারপরেও মডুরা মানেনা 🙁

    ভাই নতুন কিছু না লিখলে টীটিরা কি করবে? 🙂

আমি মনেহয় “অমান্যকারী” 😥

    আপনি যাই হোন ত্রর প্রতিকার তো দেয়াই আছে। এখনি কাজে লেগে যান। আর একবার লেগে গেলে হাল ছাড়বেন না কিন্তু 🙂
    আশা করি নিজেকে মুক্ত করতে পারবেন।

আমি স্বপ্নচারী। 🙁

    আপনার প্রোফাইল পিকচারটা দেখে কিন্তু তাই মনে হচ্ছে 😉
    তবে আপনি হিসেবে অন্যদের থেকে ভাল অবস্থানে আছেন কারণ আপনি চাইলেই এ স্বপ্নকে গঠন মূলক ভাবে কাজে লাগাতে পারবেন। চেষ্টা করুন হয়ে যাবে।

আমিতো দেখছি সবগুলো ক্যাটাগরিতে পড়ি! :-/

    বাহ!!! আপনি তো দেখি চরম আকারের আশংকাবাদী লোক। এখনি সতর্ক হোন, নাহলে বিপদে পড়বেন কিন্তু 🙂

Level 0

ধন্যবাদ।আমার ডাক্তারের ফি বাঁচিয়ে দিলেন।

Level 0

অনুগ্রহ করে বইটির নামাোর লিঙ্ক দিন।

Level 0

অনুগ্রহ করে বইটির নামানোর লিঙ্ক দিন।

এখন থেকে বারবার নিজেকে বলতে চেষ্টা করবো, আজকের কাজ আজকেই করবো…

    লিঙ্কটা দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখনি টীউনে লিঙ্কটা আপলোড করে দিচ্ছি।

3+4+5=আমি
ধন্যবাদ
সুন্দর টিউন

    বাহ আপনি প্রথম ধাপ পেরিয়ে গেছেন, নিজেকে চিনতে পেরেছেন। এবার দ্বিতীয় কাজ প্রতিকার করুন, আশা করি পারবেন।

ভাল লাগল লেখাটি,
অনেক সুন্দর করে আপনি বিষয় গুলি উপস্থাপন করেছেন,
অনেক অনেক ধন্যবাদ সুন্দর লেখাটি শেয়ার করার জন্য।

    ভাই, আমি করিনি তো। যিনি লেখক তিনি করেছিলেন, আমি শুধু তুলে দিয়েছি। এবার আপনাদের উপকারে আসলেই আমার এ কষ্ট সার্থক হবে। কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমার ধারাবাহিক চিকিৎসা করা হল বলে মনে হচ্ছে!!!!!
প্রিয়তে রাখছিনা, মুখস্থ করে নিয়েছি ।

Level 0

আমি কোন ক্যাটাগরিতে পরি..? আমি মনে হয় স্লো ষ্টার্টার । তবে যেটা ধরি ওটাকে শেষ করে ছাড়ি। 🙂

    কি বলা উচিত বুঝতে পারছি না, দয়া করে নিজেই বুঝে নিন।

বোখারী মহাজাতক এর মেডিটেশনের অডিওগুলা ভাল্লাগে।

১+২+৩+৪+৫+৬=২ বার ডাব্বা(অনার্স),একটা টিউশনি পাই নাই দুই বছরে।
আমার জন্য উপকারী যদি মানিয়া চলিতে পারি

Level 2

ami sh0ß kajer pazi :p

Level 0

best tune ever. tt er niomaboli ami akhono porini…. kintu etake kokhono forum kokhono blog abar kokhono bigyaponer valo jayga dekhechi. but ei tune take sotti tune bole mone hoche. eirokom kajer tune diye voriye din tt ke. kom likhun but solid likhun. a big thanks….

    ভাই honestly বলছি, আমি এটাই করার চেষ্টা করি। দোয়া করবেন যেন চালিয়ে যেতে পারি।
    আপনাকে মহা ধন্যবাদ। 🙂

Level 0

আমি খুব সম্ভবত স্বপ্নচারী…. Confused…. :-/

    আপনি খুব সম্ভবত দুশ্চিন্তাকারী, আরেকবার পরে দেখুন…

Level 0

ami 1 number group e porechhi(shopnochari) amar group e ki keu achhen ekhane?

আছে , কমেন্ট গুলো পড়লেই অনেককে খুজে পাবেন।

ভাল। আমার খুব কাজে আসবে। ধন্যবাদ

Level 0

ভাল লাগল লেখাটি, সত্যি কথা, আপনার এই লিখাটা দেখে খুব খুশি হয়েছি।
দোআ করবেন।