অনেক সময় উইন্ডোজের অপারেটিং সিস্টেমের .dll (ডাইন্যামিক লিঙ্ক লাইব্রেরি) বা .sys (সিস্টেম) ফাইল নষ্ট হলে বা মুছে গেলে উইন্ডোজ চালুই হতে পারে না।
এসব ফাইল সাধারনত WINDOWS\system32 এবং WINDOWS\system32\ drivers ফোল্ডার এ থাকে।
সেক্ষেত্রে উইন্ডোজ চালু করলে কাল পর্দায় নষ্ট হওয়া ফাইলের নাম এবং সেটির অবস্থান দেখায় এবং উইন্ডোজ মেরামত (রিপেয়ার) করার পরামর্শ দেয়। এ অবস্থায় ব্যবহারকারীদের উইন্ডোজ নতুন করে ইন্সটল করা বা মেরামত করা ছাড়া অন্য কোন পথ থাকে না। কিন্তু ব্যবহারকারীদের কাছে যদি উইন্ডোজ এক্সপির লাইভ সিডি থাকে তাহলে নষ্ট /মুছে যাওয়া ফাইলটি পুনঃস্থাপন করলেই হবে।
উইন্ডোজ এক্সপির লাইভ সিডি সহজেই তৈরি করা যায়।
উইন্ডোজ এক্সপির লাইভ সিডি তৈরি করার পদ্ধতি পাবেন নিচের লিঙ্কে.....
http://www.shamokaldarpon.com/?p=675
এবার উইন্ডোজ এক্সপির লাইভ সিডি দিয়ে কম্পিউটার চালু করুন এবং সিডি ড্রাইভ থেকে 0386 ফোল্ডার এ যান, যা সাধারন উইন্ডোজ এক্সপির WINDOWS ফোল্ডার। এবার প্রয়োজনীয় ফাইল কপি করে মুল উইন্ডোজের ফোল্ডার এ প্রতিস্থাপন করে কম্পিউটার আবার চালু (রিস্টার্ট) করুন। এবার দেখুন উইন্ডোজ স্বাভাবিকভাবে চালু হচ্ছে।
ভাল লাগলে কমেন্ট করবেন। ধন্যবাদ।
বিশেষভাবে কৃতজ্ঞঃ মেহেদি আকরাম ভাই
আমি বিকন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুকে আমি----- http://www.facebook.com/profile.php?id=100000687055447
এখনো দেখিনি কিন্তু মনে হচ্ছে ভাল কাজে আসবে ।