ইংরেজি শিখুন মাস্টার কিবোর্ডে

অবাক হবেন না। কারণ এটা সত‌্যি যে আপনার কিবোর্ড আপনাকে ইংরেজি শেখানোর ক্ষমতা এখন রাখে। প্রথমেই আমরা কিবোর্ড সম্পর্কে জেনে নিব। আপনার গ্রামারলি কিবোর্ড আপনার বানান ভুল থেকে বাক‌্য গঠণপ্রনালী সকল ভুল ধরতে পারে।

কিবোর্ড ফিচার;

  • আপনি আপনার কিবোর্ড দিয়ে কোন বাক্য লেখার সাথে সাথে আপনার মাস্টার ইংরেজি গ্রামার ভুল ধরার চেষ্টা করবে।
  • আপনি কোন বাক্য লেখার পর যেকোন গ্রামাটিক্যাল ভুল থাকলে আপনাকে নোটিফিকেশন দিবে।
  • আপনি কোন ভুল শব্দ (বানান যদিও সঠিক) বাক্য রাখলে আপনাকে তা জানাবে।
  • আপনাকে ভোকাবুলারি শেখাবে। কারণ আপনার ইংরেজি বাক্যে রাখা যেকোন শব্দের উপর চাপ দিলে ঐ শব্দের সমার্থক সকল শব্দ পেয়ে যাবেন। আপনি কি ভুল দেখার পরেও ঠিক করার ইচ্ছা রাখবেন না!
  • আপনাকে কোয়ালিটি শব্দ বাছাই করে দিবে যদি আপনি Poor কোয়ালিটির শব্দ বাক্যে ব্যবহার করে থাকেন।

আরো পড়ুন- লাইট - ফ‌্যানের সুইচ এখন নিজে থেকেই বন্ধ হবে

চোখের সামনে আপনার ভুল এবং সঠিক অপশন তুলে ধরার পর আপনি কি সঠিক ইংরেজি বাছাই করবেন না?

আপনি যদি প্রতিদিন ১ ঘন্টা কারো সাথে ইংরেজিতে টেক্সট করেন, তাহলে দেখবেন ১ মাসের মধ‌্যে আপনার ইংরেজি গ্রামাটিক‌্যাল ভুল কতটা কমে আসে।

কারণ এভাবে প্রতিটা বাক‌্য ধরে ধরে সম্ভবত আপনাকে আগে কেউ শেখায়নি॥

 

অ‌্যাপসটি ডাউনলোড করতে এখানে চাপ দিন

অনক ধন‌্যবাদ টিউনটি পড়ার জন‌্য। আশা করি অ‌্যাপসটি আপনাদের বেশ কাজে আসবে।

আমার একটি ছোট ব্লগ আছে, আইটি রিলেটেড  (সময় বাংলা ব্লগ - বাংলায় প্রযুক্তির সুর) আইটি সময়। সবাই একবার ঘুরে দেখবেন।

ঈদ মোবারক

 

Level 2

আমি মোঃ আব্দুল্লাহ আল আসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অনিয়মিত ব্লগার


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস