জেনে নিন কোন ফলের কোন গুণ

পুষ্টিগুণের বিচারে ফলের জুড়ি মেলা ভার। কারও ফল খাওয়ায় অরুচি থাকলে রস হিসেবে আকর্ষণীয় করেও পরিবেশন করা যায়। সে ক্ষেত্রে পুষ্টিগুণের কোনো হেরফের হয় না। এক গবেষণায় দেখা যায়, খেলাধুলা বা ব্যায়ামের পর ফলের রস পান করলে শরীর দ্রুত সতেজ হয়। বাড়িতে তৈরি ফলের রস হতে পারে উৎকৃষ্ট পানীয়। আপেলের রসে এক কাপে ১৩০ মিলিগ্রাম ভিটামিন সি ও ২৯৫ মিলিগ্রাম পটাশিয়াম থাকে। ২০০ মিলিলিটার কমলার রসে আছে ১১২ ক্যালরি। এ ছাড়া নিয়মিত আঙ্গুরের রস পান করলে অতিরিক্ত রক্তচাপ কমে। টমেটোর রসে আছে অ্যান্টি-অক্সিডেন্ট লাইকোপ্যান, যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। প্রায় সব ফলই পুষ্টিগুণের বিচারে অনন্য। তাই নিয়ম করে ফলের রস খেলে অনেক অনাকাক্সিক্ষত রোগ এড়ানো যায় এমনিতেই।
আর হে সময় পেলে আমার সাইটি ঘুরে আসুন।

Level 0

আমি abusufian। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া আস্তে আস্তে টিউন করেন। তাড়াহুড়ার কিছু নেই।

    Level New

    😛

    সাবিহা ভাইয়ের টিউমেন্ট তো সেই রকম ভালো হচ্ছে। চালিয়ে যান। আমরাও শিখি। 😀

দেশী ও কমদামী ফলের কথা জানতে চাই ।
ধন্যবাদ ।

সুফিয়ান ভাই, আরো কয়েকটা ফলের ব্যাপারে লিখতে পারতেন। ব্যাপার না। পরের পর্বে আরো দিবেন আশা করি। 😀

ভালই মনে হয়

Level 2

Please don't use link