যারা পর্তুগালে আসতে চায়, তাদের অনেকের প্রশ্ন থাকে যে, কিভাবে বাংলাদেশ থেকে সহজে পর্তুগালের ভিজিট ভিসা বা টুরিস্ট ভিসা পাওয়া যায়? সো আপনি যদি ইউরোপে আসতে চান, তবে পর্তুগালের ভিসা দিয়েও আসতে পারেন। এর আগে শেয়ার করেছিলাম কিভাবে ইউরোপের টুরিস্ট ভিসা পাবেন। যদি সে ভিডিওটি না দেখে থাকেন, তবে এখান থেকে অবশ্যই দেখে নিবেন। কারন ইউরোপের সেনজেন ভূক্ত সব দেশের ভিসার জন্য আবেদনের প্রক্রিয়া একই রকম।
সো লেটস গেট স্টারটেড।
বাংলাদেশী নাগরিক হিসেবে, ইউরোপের সেনজেন ভূক্ত দেশের টুরিস্ট ভিসা পাওয়া খুবই কঠিন একটি কাজ। তবে ততটা কঠিন কাজ না। কারন আজকাল মানুষ অহরহ ইউরোপের টুরিস্ট ভিসা পাচ্ছে। তাই যদি আপনিও ভিসা পেতে চান, তবে কিছু টেকনিক ফলো করলে অবশ্যই ভিসা পেয়ে যাবেন।
তো প্রথম কথা হচ্ছে, বাংলাদেশী খালি পাসপোর্ট দিয়ে আপনি কখনোই সেনজেন ভিসা পাবেন না। সেজন্য আপনার পাসপোর্ট টা আগে ভারী করে নিতে হবে। কিন্তু কিভাবে ভারী করবেন? সেজন্য প্রথমে ৩-৪টা দেশ ভ্রমন করতে হবে। ভারত, পাকিস্তান, মালদ্বীপ, থাইল্যান্ড, সিঙ্গাপুর, চীন - এসব দেশের ৩-৪টি দেশ ভ্রমন করলেই চলবে। এতে করে আপনার পাসপোর্টে এসব দেশের ভিসা এবং সীল থাকবে। ফলে আপনার পাসপোর্টের ভ্যালু অনেক বেড়ে যাবে। তবে ২-৩ মাস পর পর প্রতিটা দেশ ভ্রমন করলে সবচেয়ে ভালো হয়। আর এসব দেশ ভ্রমণ বাবদ ২-৩ লাখ টাকা খরচ হবে।
এবারে চলুন জেনে নেই কিভাবে ভিসার জন্য আবেদন করবেন।
তাছাড়া আপনার অ্যাকাউন্টে বর্তমানে ১৫-২০ লাখ টাকা জমা রাখতে হবে। ফলে অ্যাম্বাসীর কর্মকর্তারা বুঝতে পারবে যে আপনার ভ্রমন খরচ চালানোর ক্ষমতা আছে।
অনেকে কি করে, ব্যাংক স্ট্যাটমেন্টস নকল দেয়। ফলে তারা ভিসা পায় না। তাই এই কাজ থেকে দূরে থাকবেন।
সব কাগজপত্র ঠিক থাকলে, আবেদন করার ১০-১৫ দিনের মধ্যেই ভিসা পেয়ে যাবেন। তবে অনেকে ৪-৫ দিনেও ভিসা পেয়ে যাবেন। আর ভিসা পেয়ে গেলে পর্তুগাল সহ ইউরোপের সবগুলো সেনজেনভূক্ত দেশে ভ্রমন করতে পারবেন।
তবে কোন ভাবেই ডুপ্লিকেট কাগজপত্র জমা দিবেন না।
তাহলে কিন্তু ভিসা আবেদন রিজেক্ট হয়ে যাবে।
এই নিয়ম গুলো ফলো করলে আপনি খুব সহজেই পর্তুগালের ভিজিট ভিসা পেয়ে যাবেন। আর সেক্ষেত্রে সর্বমোট ২-৩ লাখ টাকা খরচ হবে। অথচ যদি দালাল দিয়ে করেন, তবে তারা ১৫-২০ লাখ টাকা দাবী করবে। তাই সবসময় দালাল থেকে সাবধান। বরং এই নিয়ম গুলো ফলো করে নিজে নিজে আবেদন করলে ভিসা পেতে কোন সমস্যা হবে না।
ইউরোপ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ন তথ্য পেতে, আমার বিডি মায়া চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আর আপনার মতামত অবশ্যই জানাবেন।
আমি মাসুম রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইন্টারনেট আমার নেশা ❤️