অনেক দিন পর টেকটিউনস এ আসা কাজের ব্যাস্ততার জন্য আশা হয় না। টেকটিউনস থেকে জীবনে অনেক কিছু পেয়েছি ইভেন আমার বাইক টার পেছনে ও টেকটিউনস এর কিছুটা হলে ও অবদান আছে সে গল্প পরে একদিন বলব। যাই হোক কাজের কথায় আসি বাইক কেনার পর ৩ ভাবে বাইক রেজিস্টেসন করা যায়।
এর ভেতর সবথেকে সুবিধা ১ এবং ৩ কিন্তু অসুবিধা ১ টাই এই দুই ভাবে করতে টাকা অনেক বেশী লাগে। তো বাকি থাকল নিজে নিজে করা, নিজে করলে ও বিষয়টা যে খুব ইজি সেটা হয়ত নিজে না করলে বুঝতাম না, যদিও একটু হয়রানির শিকার হয়েছি। তো আমি কিভাবে কি করেছি ভিডিও এর মাধ্যমে বুঝনোর চেস্টা করেছি।
আমি Allex sarker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।