কিভাবে দালাল ছাড়া আপনার শখের বাইকটি রেজিস্টেসন করবেন

অনেক দিন পর টেকটিউনস এ আসা কাজের ব্যাস্ততার জন্য আশা হয় না। টেকটিউনস থেকে জীবনে অনেক কিছু পেয়েছি ইভেন আমার বাইক টার পেছনে ও টেকটিউনস এর কিছুটা হলে ও অবদান আছে সে গল্প পরে একদিন বলব। যাই হোক কাজের কথায় আসি বাইক কেনার পর ৩ ভাবে বাইক রেজিস্টেসন করা যায়।

  • ১। শোরুম থেকে
  • ২। নিজে নিজে
  • ৩। দলাল এর মাধ্যমে

এর ভেতর সবথেকে সুবিধা ১ এবং ৩ কিন্তু অসুবিধা ১ টাই এই দুই ভাবে করতে টাকা অনেক বেশী লাগে। তো বাকি থাকল নিজে নিজে করা, নিজে করলে ও বিষয়টা যে খুব ইজি সেটা হয়ত নিজে না করলে বুঝতাম না, যদিও একটু হয়রানির শিকার হয়েছি। তো আমি কিভাবে কি করেছি ভিডিও এর মাধ্যমে বুঝনোর চেস্টা করেছি।

Level 3

আমি Allex sarker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস