QR Code: মোবাইলীয় যুগে ঝটপট তথ্য আদান প্রদান

ফাস্ট ফুডের এই যুগে সবাই সবকিছুই চায় দ্রুত । খাওয়া-দাওয়া, তথ্য আদান প্রদান সবকিছুতেই গতির সমারোহ । ছোটখাটো তথ্য এক পলকে আদান প্রদান করার অপূর্ব এক পদ্ধতি হচ্ছে QR Code ।

আসলে এটি কি ?

QR Code এর পূর্ণ রূপ হচ্ছে Quick Response code । এটি হচ্ছে এটি দুই মাত্রিক (2D) ম্যাট্রিক্স বারকোড । সহজে বলতে গেলে আমাদের বহু পরিচিত বারকোডের এটি উন্নত সংস্করণ । QR কোডে মেসেজ, নম্বর বা অক্ষর দিয়ে তৈরী ডাটা, সাইটের ইউ-আর-এল(URL), ফোন নম্বর ইত্যাদি ছবির আকারে এনকোড করে রাখা হয় ।

কিভাবে ব্যবহৃত হয় QR Code ?

QR Code ব্যবহারে একমাত্র কারণ এর দ্রুততা । এটি ব্যবহার হয় অনেকটা এভাবে, কোন সাইটে বা পণ্যর উপর বা যেকোন জায়গায় QR কোড দেয়া থাকে । যার দরকার সে ফোনের ক্যামেরা দিয়ে দ্রুত এর ছবি তুলে নেয় । তারপর ফোনে থাকা এপলিকেশন সেই কোডটি মূহূর্তেই ডিকোড করে অর্থবহ কিছুতে রুপান্তর করে । ফলে কষ্ট করে মনে রাখা বা সময় লাগিয়ে পড়ার কাজটা বেচে যায় ।

একটি QR Code এ কতটুকু ডাটা থাকে ?

একটি QR Code এ সর্বোচ্চ ৭,০৮৯টি নম্বর অথবা সর্বোচ্চ ৪,২৯৬টি ইংরেজি হরফ , বা ২,৯৩৫ বাইট বাইনারি তথ্য রাখা যায় । এই তথ্যের পরিমান নেহায়েত কম নয় । যেখানে একটি SMS এ সর্ব্বোচ্চ ১৬০টি অক্ষর লেখা যায়, একটি টুইটে ১৪০ অক্ষর লেখা যায়, একটি ফসবুক স্ট্যাটাসে ৪২০ অক্ষর লেখা যায় সেখানে একটি QR Code এ ৪,২৯৬টি অক্ষর লেখা যায় !

বর্তমান ও ভবিষ্যত

বর্তমানে QR Code মোবাইল ডিভাইসগুলোতে বহুল ব্যবহৃত হচ্ছে । প্রচলিত বারকোড শুধু সনাক্তকরণেই আটকে ছিল কিন্তু QR কোড সবাল হাতে হাতে পৌছে যাচ্ছে । আধুনিক ফোনগুলোতে সাইটের বা ব্লগ পোষ্টের লিংকগুলো মেমরীতে রাখতে QR Code বহুল ব্যবহৃত হচ্ছে । ব্যাক্তিগত ভিজিটিং কার্ডের কাজেও ব্যবহার হয় এই কোড । গুগলের এনড্রয়েড ওএসে QR বোঝর ক্ষমা নেটিভলি (বা বিল্টইন) দেয়া আছে । ভবিষ্যতেও এর ব্যবহার আরো ব্যাপক হবে তা সহজেই অনুমেয় ।

কিভাবে ব্যবহার করবেন ?

যেহেতু সব QR এ একই স্ট্যান্ডার মেইনটেন করা হয় তাই যেকোন টুল দিয়ে তৈরী করা QR যেকোন টুল দিয়ে অবিকৃতভাবে পড়া যাবে । সাধারণত মোবাইল ডিভাসগুলোতে QR কোড পড়তে ক্যামেরা দিয়ে ছবি তুলে তা এপ্লিকেশন দিয়ে পড়ে নেয়া হয় (বেশ কিছু ধরণের হ্যান্ডসেটের জন্য রিডার পাবেন এখানে)। এছাড়াও ডেক্সটপে ইন্টারনেট ব্যবহার করে QR Code বানাতে (লিংক) ও পড়তে (লিংক) পারবেন ।

উপরের কোডটিতে একটি মেসেজ লুকানো আছে । ছবিটি পিসিতে সেভ করে এই সাইটে আপলোড করে জেনে নিন এর ব্যবহার আর চেখে নিন QR Code এর বাস্তব উদাহরণ !

মূল ফিচার @ ব্লগদেশ স্পেশাল

Level 0

আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকে…….আমার জানা ছিল না

নতুন তথ্য জানলাম। 🙂

অনেক কিছু জানতে পেলাম যা আমার কাছে নতুন…

thanks for your information 😀

জটিল তো! হা হা। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

nice.top screet rakha jabe

votar ID card er niche jeita code ta thake..oita may be QR code !

ভালো। তবে আরও বিস্তারিত লিখতে পারতেন।

এটা বারকোডের উন্নত সংস্করণ এতটুকুই জানতাম……..বাকী সবকিছুই ছিল অজানা – অনেক অনেক ধন্যবাদ নতুন এই বিষয়টি জানানোর জন্য, আর আরো ধন্যবাদ আপলোডার ও ডিকোডারের জন্য।

Level 0

অনেক অনেক ধন্যবাদ । অনেক কিছুই নতুন করে জানলাম ।

ধন্যবাদ শেয়ার করার জন্য আর নতুন কিছু জানানোর জন্য।

Thanks,
Notun kichhu janlam.

এইটা আগে শুধু দেখেই যেতাম বুজতাম না। আজ বুঝলাম

Level 2

There are some softwares available to generate all these codes !! Here is one for you all with cr@ck file !!

[img]http://i19.fastpic.ru/big/2011/0406/a5/dcf1f729c73465515a79ff39d18d86a5.jpg[/img]

TechnoRiverStudio Professional 6.75.1653

Download
http://www.filesonic.com/file/517561051
or
http://www.fileserve.com/file/uMfNahk

Daron to

আমার iPhone তো বলে: You have successfully decode this message ! Thanks for Reading..
http://blogdesh.com

😛

Level 0

দারুন জিনিস… 🙂

Level 0

বাহ, নতুন জিনিস জানলাম, ধন্যবাদ।

Level 0

ওয়াও,জেনারেটরে কোড বানালাম আবার ডিক্রিপ্টোর দিয়ে ডিক্রিপ্ট করলাম,successful!!!!

আপনাকে ধন্যবাদ……
আমার জানা ছিল, QR Code বানানো পর্যন্ত। কিন্তু পড়তে পারতামনা।

ভাই,
আপনি বলেছেন- "সেখানে একটি QR Code এ ৪,২৯৬টি অক্ষর লেখা যায় !"
কিন্তু সেখানে তো "265" অক্ষর লেখা যায় তার পরে আর লেখতে পারছিনা।
আবার, অনেক সময় দেখাজায় Copy Paste করে "-265" অক্ষর বা তার বেসি লেখা যায়।
এর কারন কি ?
এবং একটি QR Code এ ৪,২৯৬টি অক্ষর কিভাবে লেখা যায় ?

Level 0

দারুন!
Dekheo chinte pari nai age.Ai post porar por janlam QR code er details.Tarpor nijeo net e ghataghati korlam ektu.Amar mob theke(n78) QR code 2ta read korlam using BeeTagg.Thanksssss!