ফাস্ট ফুডের এই যুগে সবাই সবকিছুই চায় দ্রুত । খাওয়া-দাওয়া, তথ্য আদান প্রদান সবকিছুতেই গতির সমারোহ । ছোটখাটো তথ্য এক পলকে আদান প্রদান করার অপূর্ব এক পদ্ধতি হচ্ছে QR Code ।
QR Code এর পূর্ণ রূপ হচ্ছে Quick Response code । এটি হচ্ছে এটি দুই মাত্রিক (2D) ম্যাট্রিক্স বারকোড । সহজে বলতে গেলে আমাদের বহু পরিচিত বারকোডের এটি উন্নত সংস্করণ । QR কোডে মেসেজ, নম্বর বা অক্ষর দিয়ে তৈরী ডাটা, সাইটের ইউ-আর-এল(URL), ফোন নম্বর ইত্যাদি ছবির আকারে এনকোড করে রাখা হয় ।
QR Code ব্যবহারে একমাত্র কারণ এর দ্রুততা । এটি ব্যবহার হয় অনেকটা এভাবে, কোন সাইটে বা পণ্যর উপর বা যেকোন জায়গায় QR কোড দেয়া থাকে । যার দরকার সে ফোনের ক্যামেরা দিয়ে দ্রুত এর ছবি তুলে নেয় । তারপর ফোনে থাকা এপলিকেশন সেই কোডটি মূহূর্তেই ডিকোড করে অর্থবহ কিছুতে রুপান্তর করে । ফলে কষ্ট করে মনে রাখা বা সময় লাগিয়ে পড়ার কাজটা বেচে যায় ।
একটি QR Code এ সর্বোচ্চ ৭,০৮৯টি নম্বর অথবা সর্বোচ্চ ৪,২৯৬টি ইংরেজি হরফ , বা ২,৯৩৫ বাইট বাইনারি তথ্য রাখা যায় । এই তথ্যের পরিমান নেহায়েত কম নয় । যেখানে একটি SMS এ সর্ব্বোচ্চ ১৬০টি অক্ষর লেখা যায়, একটি টুইটে ১৪০ অক্ষর লেখা যায়, একটি ফসবুক স্ট্যাটাসে ৪২০ অক্ষর লেখা যায় সেখানে একটি QR Code এ ৪,২৯৬টি অক্ষর লেখা যায় !
বর্তমানে QR Code মোবাইল ডিভাইসগুলোতে বহুল ব্যবহৃত হচ্ছে । প্রচলিত বারকোড শুধু সনাক্তকরণেই আটকে ছিল কিন্তু QR কোড সবাল হাতে হাতে পৌছে যাচ্ছে । আধুনিক ফোনগুলোতে সাইটের বা ব্লগ পোষ্টের লিংকগুলো মেমরীতে রাখতে QR Code বহুল ব্যবহৃত হচ্ছে । ব্যাক্তিগত ভিজিটিং কার্ডের কাজেও ব্যবহার হয় এই কোড । গুগলের এনড্রয়েড ওএসে QR বোঝর ক্ষমা নেটিভলি (বা বিল্টইন) দেয়া আছে । ভবিষ্যতেও এর ব্যবহার আরো ব্যাপক হবে তা সহজেই অনুমেয় ।
যেহেতু সব QR এ একই স্ট্যান্ডার মেইনটেন করা হয় তাই যেকোন টুল দিয়ে তৈরী করা QR যেকোন টুল দিয়ে অবিকৃতভাবে পড়া যাবে । সাধারণত মোবাইল ডিভাসগুলোতে QR কোড পড়তে ক্যামেরা দিয়ে ছবি তুলে তা এপ্লিকেশন দিয়ে পড়ে নেয়া হয় (বেশ কিছু ধরণের হ্যান্ডসেটের জন্য রিডার পাবেন এখানে)। এছাড়াও ডেক্সটপে ইন্টারনেট ব্যবহার করে QR Code বানাতে (লিংক) ও পড়তে (লিংক) পারবেন ।
উপরের কোডটিতে একটি মেসেজ লুকানো আছে । ছবিটি পিসিতে সেভ করে এই সাইটে আপলোড করে জেনে নিন এর ব্যবহার আর চেখে নিন QR Code এর বাস্তব উদাহরণ !
আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ আপনাকে…….আমার জানা ছিল না