আমাদের ফেসবুকে কিংবা ইন্টারনেট ঘাটতে ঘাটতে অনেক সময় আলিএক্সপ্রেস এড সামনে আসে কিন্তু ডলার বা মাস্টারকার্ড না থাকার কারণে সেই প্রোডাক্ট আমরা নিতে পারিনা। আবার সেই প্রোডাক্টটা সত্যি আমার কাছে পৌঁছাবে কিনা এই সংশয় তো আছেই। এইসব কিছুর একটা সহজ সমাধান নিয়ে এসেছে Alifrombd তাদের সাইট এ অনেক প্রোডাক্ট এ সাজানো আছে যা মূলত আলিএক্সপ্রেস এর প্রোডাক্ট। এর মধ্যে যদি আপনার পছন্দের প্রোডাক্ট না পান সেক্কেত্রে তাদের লাইভ চ্যাটিং অপশন এ আলিএক্সপ্রেস এর লিংকটি দিয়ে দিলেই তারা ২ মিনিটের মধ্যে সেই প্রোডাক্ট তাদের সাইটে দিয়ে দিবে এবং সেই প্রোডাক্ট সম্পর্কে সকল তথ্য আপনাকে জানাবে। বিকাশ, রকেট, ইন্টারনেট ব্যাংকিং পেমেন্ট সুবিধা আছে।
এই সাইটে বাড়তি কোন ডেলিভারি চার্জ নেই। সরাসরি আপনার ঠিকানায় প্রোডাক্ট যাবে। আলিফর্মবিডির মাধ্যমে পাবেন ট্রাকিং সুবিধা। আপনার পণ্যটি কোথায় আছে সেই ইনফো জানতে পারবেন।
ডলার রেট ১-৫ ডলারে পণ্যের জন্য ৯৪ টাকা। ৫-২০ ডলার এর পণ্য ৮৮ এবং ২০ ডলারের উপরে ৮৬ টাকা। যা এ যাবৎ কালের সবচেয়ে সার্চয়ী। তাদের কাস্টমার সার্ভিস এ নিয়ে যা রিভিউ দেখেছি সবগুলাই ভালো ছিল।
আমি রেজবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
wordpress web developer