আসসালামু আলাইকুম আমার প্রিয় iLoveYouBD.com বন্ধুরা!
কেমন আছেন সবাই আশাকরি ভালোই আছেন, , , !
অনেক ব্যস্ততার মাঝ থেকেও আপনাদের কাছে ফিরে আশি ভালো কিছু উপহার দেবার জন্য, , !
আজকে যে টিপস টা নিয়ে আসলাম আমি আপনাদের মাঝে শেয়ার করতে জাচ্ছি, , !
আপনার ফেসবুক এর ইমেইল, পাসওয়ার্ড, যদি কাওকে দিয়েও দেন তাহলেও সে আপনার ফেসবুক লগিন করতে পারবে না, , !
এবং কি কেও আপনার ফেসবুক হ্যাক করতে পারবে না, , !
এমন একজন মানুষ পাওয়া যাবে না জার ফেসবুক অ্যাকাউন্ট নাই, , সবারি ফেসবুক আছে, !
আর এই ফেসবুক এর মাঝে কতই না কতো কিছু আমরা লেন দেন করি, , !
যেমন গার্লফ্রেন্ড এর সাথে কথা বলা!
ছবি লেন দেন করা, , নানান কিছু করে থাকি আমরা, ,
মুল কথা হচ্ছে, , কিভাবে নিজের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং থেকে রক্ষা করবো, , ।
খুব সহজ উপায় সবাই পারবেন, , , এটা করতে, , ফেসবুক এর ভিতরেই কিছু কাজ করে নিতে হবে আমাদের, !
, , চলুন হ্যাকারদের হাত থেকে আমাদের ফেসবুক রক্ষা করি, , ,
পস্ট করার মতো সময় হয়না আর screen shot দিয়ে বুঝানোর মতো সময় আমার হয় এ জন্য সরি মাফ করবেন, , তবে নিচে ভিডিও দিয়ে দিলাম ভিডিও টা দেখুন খুভ ভালো ভাবে বুঝতে পারবেন, , , !
নতুন কিছু সেখার জন্য এবং শেখানোর জন্য iLoveYouBD.com এর সাথেই থাকুন.!
আমি হ্যাকারদের শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।