Exclusive Tune :) আপনার বাসা,বাড়ি,অফিস নিরাপদ আছে তো ?

***Techtunes এর সকল ভাইদের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা রেখে,শুরু করছি আমার প্রথম Tune***


আজ আমি আপনাদের দিব "MOTION DETECTOR" + "ALARM" + "CLOSED CIRCUIT CAMERA"

একটু অন্য প্রসঙ্গ :আমি কিছুদিন আগে আমার নতুন বাড়িতে ওঠেছি । নতুন পরিবেশ ভালোই লাগল । প্রতিবেশীরাও খুব ভালো । ভাল-ভাবেই দিন কাটছিল । কিন্তু কিছুদিন পরেই খেয়াল করে দেখলাম , আমার বারান্দার শেলফ থেকে এক জোড়া নতুন জুতা উধাও হয়ে গেছে । মহা মুশকিলে পরে গেলাম । যাক আরেক জোড়া জুতা দিয়ে কাজ চালালাম । তার দুই দিন পর দেখি একই ঘটনা । প্রতিবেশীদের ঘটনাটা বললাম । তারা বলল এরকম নাকি প্রায়ই হয় । বুজলাম সাবধান হতে হবে । কিন্তু চোর কি তা আর মানে ? এক সপ্তাহ যেতে না যেতেই, দেখি আমার বাড়ির ছাদের পানির টেপ চুরি হয়ে গেছে । কি আর করবো ?
হঠাৎ আমার একটা কাজে কুমিল্লা যেতে হয় । তিন দিন পর এসে দেখি আমার রুমের তালা ভেঙ্গে বাসার সব কিছু নিয়ে গেছে । মাথা তখন আর কাজ করছে না । থানায় জিিড করলাম । পুলিশ যে আমাকে কততুকু সাহায্য করবে তা আমার ভাল করে জানা । চিন্তা করলাম নিজেকেই কিছু একটা করতে হবে ।
আমার একটা পুরনো WEBCAM ছিল । খুজতে লাগলাম, এমন কোন SOFTWARE যেটা
"MOTION DETECTOR" + "ALARM" + "CLOSED CIRCUIT CAMERA"
এই তিনটি কাজ একসাথে করবে ।
এতক্ষনে হয়ত বুজে গেছেন আমি কি ধরনের SOFTWARE এর কথা বলছি ।
তাছাড়া SOFTWARE ছাড়া করবইবা কি, বর্তমান বাজারে একটা CLOSED CIRCUIT CAMERA এর দাম সর্বনিম্ন ২,০০০৳
একটা MOTION DETECTOR এর সর্বনিম্ন দাম ৩,০০০৳
যদি একটা ওয়েবক্যাম আর এই ফ্রী SOFTWARE টা ব্যাবহার করে কাজ হয়  তাহলে আর এত কিছু দিয়ে কি হবে ?
যাই হোক, অনেক কষ্ট করে মনের মত একটা SOFTWARE পেয়েগেছি ।
তারপর আর কি, শুরু হয়ে গেল আমার পাজি চোরকে ধরার চেষ্টা । যদিও প্রথমে মনে করে ছিলাম চোরকে ধরতে পারবনা । যাই হোক, সব কিছু ঠিক-ঠাক, অনেক ভেবেচিন্তে CAMERA -টা বাড়ির এমন একটা জায়গায় SET করলাম, যেখান থেকে সম্পূর্ণ সিঁড়ি ভালোভাবে দেখা যায় ।
এখন শুধু অপেক্ষার পালা । রাত তখন নয়টা, হঠাৎ ALARM বেজে উঠল । তারপর ধরলাম হাতেনাতে সেই পাজি চোরটাকে ।


চিন্তা করলাম ছোট্ট এই Tricks  টা আমার অনেক বড় একটা সফলতা এনে দিয়েছে । দিয়েছে প্রতিবেশীদের ভালবাসা , নিরাপত্তা । হয়ত আপনারও কোন ভাল কাজে লাগতে পারে । যদি আপনাদের কাজে লাগে তাহলেই আমার স্বল্প পরিস্রম রূপ নিবে সার্থকতায় ।

কাজের প্রসঙ্গ :  যেই SOFTWARE টা নিয়ে এতক্ষন দুঃখের কাহিনী বললাম, সেই SOFTWARE টার নাম "Vitamin D Video"
নামটা যদিও একটু অন্য রকম, কিন্তু কাজের (বিঃদ্রঃ যাদের দরকার শুধু তাদের জন্য কাজের,অন্যদের কাজে নাও লাগতে পারে)
**যাদের কাজে না লাগবে তাদের কাছে আমি ক্ষমা চাইছি, মুল্যবান সময় নষ্ট কারার জন্য**
System requirements : Windows XP SP2+, Vista, Windows 7
1GB RAM or higher; 2GB minimum for Vista and Windows 7
2.0GHz Pentium 4 processor or higher
25GB of free disk space is recommended
1024 x 768 screen resolution
বিবরণী :  "Vitamin D Video" মোটামুটি সব ধরণের ওয়েব কেম সাপোর্ট করে । "Vitamin D Video" ইন্সটল করার আগে আপনি যেই ক্যামেরাটি ব্যাবহার করবেন তার Driver ভালভাবে ইন্সটল করে নিন ।

**Download করুন Vitamin D Video**


কিভাবে ইন্সটল করবেন
: ইন্সটল এর প্রক্রিয়া নিচে Step by Step screen shot এ দেওয়া হল ।

আশা করছি ভালভাবেই ইন্সটল করতে পেরেছেন ।
কিভাবে ব্যাবহার করবেন : All programs এ গিয়ে "Vitamin D Video" ওপেন করুন । তারপর নিচের step গুলো Follow করুন ।

আশা করি আপনারা বুঝতে পেরেছেন ।
**এই Tune টা আমার প্রথম Tune**
**আমার এই সামান্য Tune টা যদি আপনাদের ভাল লাগে , অথবা যদি ভাল নাও লাগে অবশ্যই Comment করবেন **

কারন আপনাদের Comment  আমাকে দিবে নতুন কিছু করার অনুপ্রেরণা, দিবে ভুল শোধরানোর সহায়তা ।
তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ দয়া করে আপনারা আপনাদের মুল্যবান Comment আমাকে জানাবেন ।
সবার সুস্থতা কামনা করি.....

Level 0

আমি Says। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

New Tuner :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনসে আপনাকে স্বাগতম। টিউনটি আসলেই এক্সক্লুসিভ। আশাকরি আপনার এই এক্সক্লুসিভনেস বজায় রাখবেন। ধন্যবাদ।

    Level 0

    অসংখ্য ধন্যবাদ, আপনার কমেন্টের জন্য

আসলেই এক্সক্লুসিভ টিউন।টিটি পরিবারে স্বাগতম।

    Level 0

    নাইম ভাই আপনাদের সহায়তা পেলেই হবে Exclusive

    Level 0

    ধন্যবাদ,দোয়া করবেন

অসাধারন।আশা করছি নিয়মিত লিখবেন।

    Level 0

    ভাইয়া আপনাদের দোয়া থাকলে নিয়মিত টিউন করা কোন ব্যাপারই না

যাক ! চোরটাকে ধরতে পেরেছেন শুনে এত ভাল লেগেছে যে বোঝাতে পারব না।
আর টিউন অনেক সুন্দর করে লিখেছেন। ভাল লেগেছে।
ধন্যবাদ। আশা করি নিয়মিত লিখবেন।

    Level 0

    ধন্যবাদ সাইফুল ভাই

Level 0

Josh hoyese.

    Level 0

    ধন্যবাদ তুরাগ ভাই

ভাই চোরটা কে তারপর কি করলেন? অই একই চোর কি আগের চুরি গুলোও করেছিলো? হারানো জিনিসগুলো ফেরত পেয়েছেন? সফটওয়ারটা দারুন। আমার সফটওয়ার সংগ্রহশালা আরো বৃদ্ধি পেলো। আপনাকে ধন্যবাদ।

    Level 0

    চোরটাকে পুলিশের হাতে তুলে দিলাম,যদিও পাবলিক মারতে চেয়েছিল কিন্তু মারতে দিই নি,চোরটা খুবই আসহায় পরিস্থিতির সিকার । চোরটা স্বীকার করেছে সবগুলো চুরি নিজেই করেছে ।সত্য বলল তাই মারতে ইছছে করল না । জিনিস গুলো কয়েকটা পেয়েছি । ধন্যবাদ নিবিড় ভাই ।

জটিল…

    Level 0

    ধন্যবাদ সাকিব ভাই

ভাই কি দিলেন এইটা? খুজতে খুজতে তো হয়রান হইয়া গেছিলাম। যাক কি খাইবেন কন?……… অসংখ্য ধন্যবাদ সফ্যটওয়ারটির জন্য!!!

    Level 0

    ধন্যবাদ সাগর ভাই । আপনাদের কাজে লাগছে, তাতেই খুব খুশি । 🙂

many many Thanks.
Amar 2 to proshno:
1. Ami jodi Live delhte chai, ta hole ki korte hobe?
2. Alarm ta kokhon bajbe? mane je keu camerar samne aslei alarm bajbe ?

    Level 0

    আপনি যখন Protection অন করবেন,তখন live দেখতে পারবেন । তার পাশাপাশি Record ও হবে । যখন একজন মানুষকে নরতে দেখবে তখন Alarm বাজবে । তাছাড়া সন্দেহ জনক কোন বস্তুকে নড়তে দেখলেও Alarm বাজবে । ধন্যবাদ বিপাশা ।

ধন্যবাদ আপনাকে এবং স্বাগতম টেকটিউনস এ। কিন্তু খারাপ লাগলেও একটা অপ্রিয় সত্য কথা না বলে পারছিনা, এটি নিয়ে আরো একবার টিউন হয়েছে এবং আগের টিউনে এবং এই টিউনে যে সফটওয়ার নিয়ে আলোচনা করা হলো তা মাত্র একটি ওয়েবক্যাম সাপোর্ট করে কারন এটি লাইসেন্স করা না। তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি পারেন কেউ এর ক্রাক অথবা প্যাচ ফাইলটার সন্ধানও দিন। তবে একটা ব্যাপার অস্বিকার করতে পারবোনা সেটা হলো আগের টিউনের চেয়ে এই টিউনে উপস্থাপন সাবলিল এবং সুন্দর। ধন্যবাদ।

    Level 0

    ভাই আমাকে মাফ করবেন, আমি আসলে জানতাম না যে আগেও এটা নিয়ে Tune হয়েছে । ভাইয়া আমি যখন এই Software টা খুজছিলাম Techtune এ, তখন আমি পাইনি । আর আমি আপনাদের কথা দিচ্ছি, Crack পাইলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব । ধন্যবাদ আপনাকে ।

Level New

সুন্দর ধন্যবাদ।

    Level 0

    ধন্যবাদ আপনাকে ।

আপনার টিউন টি অনেক ভাল হয়েছে । নিয়মিত টিউন করুন । স্বাগতম টেকটিউনস এ । ধন্যবাদ ।

    Level 0

    দোয়া করবেন ভাইয়া ।

খুব ভাল ………।

    Level 0

    ধন্যবাদ ভাইয়া

আরে দারুন টিউন করেছেন, প্রথম টিউনেই বাজিমাত… আশা করছি আপনার কাছ এরকম আরো অনেক টিউন পাবো আমরা…

    Level 0

    আরিফ ভাই, আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই এ রকম আরো Tune করতে পারব । ধন্যবাদ ।

Level 0

যাক চোরের উপর বাটপারি । অসাধারন টিউন ।কি বলে যে ধন্যবাদ দিই আপ্নাকে।

    Level 0

    সামিম ভাই হাসালেন 🙂 আপনাদের কাজে লাগছে তাতেই আমি প্রচুর খুশি । আপনারা বিশ্বাস করবেন না আপনাদের একটা কমেন্ট আমাকে কতটুকু অনুপ্রানিত করছে । ধন্যবাদ সামিম ভাই ।

অনেক সুন্দর করে বিস্তারিত বলেছেন। আমিও এটা নিয়ে টিউন করেছিলাম কিন্তু এত বিস্তারিত ছিল না।
আমার টিউনেও আপনার টিউনের লিঙ্ক এড করে দিচ্ছি। 😀
https://www.techtunes.io/download/tune-id/47734/

    হ্যা আমি ১৫ জানুয়ারীর আপনার পোস্ট দেখেছিলাম। অনেক ঘাটাঘাটি করেও কোন ক্র্যাক বা সিরিয়াল পেলাম না। 🙁

    Level 0

    হাসান ভাই আমি আসলে জানতাম না যে এই Tunne টা আগেও হয়েছিল।মাফ করবেন ভাইয়া । ধন্যবাদ হাসান ভাই ।

    Level 0

    রহস্যময় ভাই আপনাকেও ধন্যবাদ । Crack ফাইলটা পাইলে অবশ্যই share করব ।

Fatafati tune

    Level 0

    নুরমহাম্মদ ভাই, আপনাকে ধন্যবাদ ।

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ ।

    Level 0

    Dream ভাই আপনাকেও অনেক ধন্যবাদ।

এই পরিবারে আপনাকে স্বাগতম। জটিল টিউন করলেন।

    Level 0

    তাপস ভাই,আপনাদের পরিবারে আমাকে স্থান দেয়া এবং কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ ।

অসাধারণ টিউন। আশা করছি এরকম আরো অনেক টিউন পাবো আমরা……………. পরের টিউনের ….প্রতীক্ষায় থাকলাম….

    Level 0

    সাহিদ ভাই অনেক ধন্যবাদ, আশা করছি এ রকম আরো Tune আপনাদেরকে উপহার দিতে পারব ।

Level 2

vai amar tai to sound all time cholse

    Level 0

    আপনার Sound file টা মনে হয় বড়, Alarm sound সব সময় ছোট ব্যাবহার করবেন । তিন চার সেকেন্ডের sound file ব্যাবহার করুন, দেখবেন আর সমস্যা হচ্ছে না । ধন্যবাদ আপনাকে ।

এক কথায় অসাধারণ ভাই । চালিয়য়ে যান । পাশে আছি।

    Level 0

    শফিকুল ভাই অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য ।

প্রথম টিউনেই বাজিমাৎ! প্রিয়তে…

    Level 0

    অদৃশ্য ভাই অনেক ধন্যবাদ ।

দারুন সুন্দর টিউন…চালিয়ে যান 🙂

    Level 0

    ইশতিয়াক ভাই দোয়া করবেন ।

Dhonnobad.
Apnar uposthapon kowsol khuv sundor. Sadamata tuner uposthapon sundor hole tune porte khuv moja lage & sohoje bojha jay. Ek kothay osadharon hoyeche.

    Level 0

    আপনার এই মন্তব্য আমাকে দিবে নতুন চিন্তা-ধারা,দিবে নতুন কিছু ভাবার অনুপ্রেরণা। অসংখ্য ধন্যবাদ ফিরোজ ভাই।

Level 0

সুন্দর টিউন

    Level 0

    রাজ ভাই আপনাকে ধন্যবাদ, আপনার মূল্যবান কমেন্টের জন্য।

Level 0

অনেক সুন্দর একটি টিউন হয়েছ … ধন্যবাদ ।

    Level 0

    ধন্যবাদ আপনাকেও 🙂

সুন্দর টিউন

    Level 0

    দোয়া করবেন জেন আরও সুন্দর tune করতে পারি । ধন্যবাদ

আপনার টিউনটি খুবই ভাল লেগেছে । আশাকরি আরো নতুন কিছু লিখবেন।

    Level 0

    দোয়া করবেন । নতুন কিছু পেলেই আপনাদের সাথে শেয়ার করব । ধন্যবাদ আপনাকে ।

Crack ফাইলটা

Level 0

vai apnar ei software kaj dekha khub balo laglo….. porobotti tune er opekkai thakbo.