***Techtunes এর সকল ভাইদের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা রেখে,শুরু করছি আমার প্রথম Tune***
আজ আমি আপনাদের দিব "MOTION DETECTOR" + "ALARM" + "CLOSED CIRCUIT CAMERA"
একটু অন্য প্রসঙ্গ :আমি কিছুদিন আগে আমার নতুন বাড়িতে ওঠেছি । নতুন পরিবেশ ভালোই লাগল । প্রতিবেশীরাও খুব ভালো । ভাল-ভাবেই দিন কাটছিল । কিন্তু কিছুদিন পরেই খেয়াল করে দেখলাম , আমার বারান্দার শেলফ থেকে এক জোড়া নতুন জুতা উধাও হয়ে গেছে । মহা মুশকিলে পরে গেলাম । যাক আরেক জোড়া জুতা দিয়ে কাজ চালালাম । তার দুই দিন পর দেখি একই ঘটনা । প্রতিবেশীদের ঘটনাটা বললাম । তারা বলল এরকম নাকি প্রায়ই হয় । বুজলাম সাবধান হতে হবে । কিন্তু চোর কি তা আর মানে ? এক সপ্তাহ যেতে না যেতেই, দেখি আমার বাড়ির ছাদের পানির টেপ চুরি হয়ে গেছে । কি আর করবো ?
হঠাৎ আমার একটা কাজে কুমিল্লা যেতে হয় । তিন দিন পর এসে দেখি আমার রুমের তালা ভেঙ্গে বাসার সব কিছু নিয়ে গেছে । মাথা তখন আর কাজ করছে না । থানায় জিিড করলাম । পুলিশ যে আমাকে কততুকু সাহায্য করবে তা আমার ভাল করে জানা । চিন্তা করলাম নিজেকেই কিছু একটা করতে হবে ।
আমার একটা পুরনো WEBCAM ছিল । খুজতে লাগলাম, এমন কোন SOFTWARE যেটা
"MOTION DETECTOR" + "ALARM" + "CLOSED CIRCUIT CAMERA"
এই তিনটি কাজ একসাথে করবে ।
এতক্ষনে হয়ত বুজে গেছেন আমি কি ধরনের SOFTWARE এর কথা বলছি ।
তাছাড়া SOFTWARE ছাড়া করবইবা কি, বর্তমান বাজারে একটা CLOSED CIRCUIT CAMERA এর দাম সর্বনিম্ন ২,০০০৳
একটা MOTION DETECTOR এর সর্বনিম্ন দাম ৩,০০০৳
যদি একটা ওয়েবক্যাম আর এই ফ্রী SOFTWARE টা ব্যাবহার করে কাজ হয় তাহলে আর এত কিছু দিয়ে কি হবে ?
যাই হোক, অনেক কষ্ট করে মনের মত একটা SOFTWARE পেয়েগেছি ।
তারপর আর কি, শুরু হয়ে গেল আমার পাজি চোরকে ধরার চেষ্টা । যদিও প্রথমে মনে করে ছিলাম চোরকে ধরতে পারবনা । যাই হোক, সব কিছু ঠিক-ঠাক, অনেক ভেবেচিন্তে CAMERA -টা বাড়ির এমন একটা জায়গায় SET করলাম, যেখান থেকে সম্পূর্ণ সিঁড়ি ভালোভাবে দেখা যায় ।
এখন শুধু অপেক্ষার পালা । রাত তখন নয়টা, হঠাৎ ALARM বেজে উঠল । তারপর ধরলাম হাতেনাতে সেই পাজি চোরটাকে ।
চিন্তা করলাম ছোট্ট এই Tricks টা আমার অনেক বড় একটা সফলতা এনে দিয়েছে । দিয়েছে প্রতিবেশীদের ভালবাসা , নিরাপত্তা । হয়ত আপনারও কোন ভাল কাজে লাগতে পারে । যদি আপনাদের কাজে লাগে তাহলেই আমার স্বল্প পরিস্রম রূপ নিবে সার্থকতায় ।
কাজের প্রসঙ্গ : যেই SOFTWARE টা নিয়ে এতক্ষন দুঃখের কাহিনী বললাম, সেই SOFTWARE টার নাম "Vitamin D Video"
নামটা যদিও একটু অন্য রকম, কিন্তু কাজের (বিঃদ্রঃ যাদের দরকার শুধু তাদের জন্য কাজের,অন্যদের কাজে নাও লাগতে পারে)
**যাদের কাজে না লাগবে তাদের কাছে আমি ক্ষমা চাইছি, মুল্যবান সময় নষ্ট কারার জন্য**
System requirements : Windows XP SP2+, Vista, Windows 7
1GB RAM or higher; 2GB minimum for Vista and Windows 7
2.0GHz Pentium 4 processor or higher
25GB of free disk space is recommended
1024 x 768 screen resolution
বিবরণী : "Vitamin D Video" মোটামুটি সব ধরণের ওয়েব কেম সাপোর্ট করে । "Vitamin D Video" ইন্সটল করার আগে আপনি যেই ক্যামেরাটি ব্যাবহার করবেন তার Driver ভালভাবে ইন্সটল করে নিন ।
**Download করুন Vitamin D Video**
কিভাবে ইন্সটল করবেন : ইন্সটল এর প্রক্রিয়া নিচে Step by Step screen shot এ দেওয়া হল ।
আশা করছি ভালভাবেই ইন্সটল করতে পেরেছেন ।
কিভাবে ব্যাবহার করবেন : All programs এ গিয়ে "Vitamin D Video" ওপেন করুন । তারপর নিচের step গুলো Follow করুন ।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন ।
**এই Tune টা আমার প্রথম Tune**
**আমার এই সামান্য Tune টা যদি আপনাদের ভাল লাগে , অথবা যদি ভাল নাও লাগে অবশ্যই Comment করবেন **
কারন আপনাদের Comment আমাকে দিবে নতুন কিছু করার অনুপ্রেরণা, দিবে ভুল শোধরানোর সহায়তা ।
তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ দয়া করে আপনারা আপনাদের মুল্যবান Comment আমাকে জানাবেন ।
সবার সুস্থতা কামনা করি.....
আমি Says। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
New Tuner :)
টেকটিউনসে আপনাকে স্বাগতম। টিউনটি আসলেই এক্সক্লুসিভ। আশাকরি আপনার এই এক্সক্লুসিভনেস বজায় রাখবেন। ধন্যবাদ।