গুগল ক্রোম ব্রাউজারের সেরা ১২ টি এক্সটেনশন যা ইউজ করলে অবাক হবেন!

Level 0
শিক্ষার্থী, সিলিকন ইন্সষ্টিটিউট অব টেকনোলজি, কক্সবাজার

গুগল ক্রোম ব্রাউজারের সেরা ১২ টি এক্সটেনশন যা ইউজ করলে অবাক হবেন!
Amazing Useful 12 tools of Google chrome browser
কিভাবে ১২ টি টূলস ইউজ করতে হয় তা নিচের ভিডিওতে দেখানো হলো।

যারা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করেন তাদের প্রায় সবাই গুগল ক্রোম ব্যবহার করেন। অন্যান্য ব্রাউজার যেমন মজিলা ফায়ারফক্স ভাল। তবে গুগল ক্রোম এর গতি অন্যান্য ওয়েব ব্রাউজারের তুলনায় অনেক বেশি। আমি নিজে তাই গুগল ক্রোম ব্যবহার করি। আবার অনেক দিক দিয়ে গুগল ক্রোমে অনেক সুযোগ-সুবিধা পাওয়া যায় যা অন্যান্য ব্রাউজারে পাওয়া যায় না। আবার অনেকে গুগল ক্রোমের ইন্টারফেস বেশি পছন্দ করেন। এছাড়াও বিভিন্ন কারণে আমরা গুগল ক্রোম ব্যবহার করে থাকি।
তবে আমরা চাইলে আমাদের গুগল ক্রোমকে আরো ভালভাবে ব্যবহার করতে পারি। গুগল ক্রোম দিয়ে অনেক কাজ সহজে করতে পারি। যেমন আমরা যদি গুগল ক্রোমের বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করি তাহলে আমরা গুগল ক্রোমে অনেক নতুন ফিচার যোগ করতে পারব। সাথে সাথে আমরা নতুন অনেক সুবিধা পাব। এরকম ১২ টা এক্সটেনশন নিয়ে আজকের এই টিউন। এই টিউনে আমি যে ১২টি গুগল ক্রোম এক্সটেনশনের কথা বলব সেগুলো ব্যবহার করে আপনি আপনার জীবনটাকে আরেকটু সহজ করতে পারেন।

1. এভারনোট ওয়েব ক্লিপার(Evernote Web Clipper)
2. পকেট(Pocket)
3. টার্ন অফ দা লাইটস(Turn off the lights)
4. ডা গ্রেট সাসপেন্ডার(The great Suspender)
5. হানি(Honey)
6. অ্যাডব্লক প্লাস(Adblock Plus)
7. উব্লক(uBlock)
8. টিউববাডি(TubeBuddy)
9. টুলকিট ফর ফেইসবুক (Toolkit for fb)
10. 360 Total Security
11. Listen To All Bangla Radio Live
12. Office Editing for Docs, Sheets & Slides

Level 0

আমি সিলিকন আইটি। শিক্ষার্থী, সিলিকন ইন্সষ্টিটিউট অব টেকনোলজি, কক্সবাজার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস