প্রথমে দেখুন কি ভাবে Alertpay অ্যাকাউন্ট করবেন ।
আমার আগের পোস্ট ...।।>>>>> Alertpay Account Creation
এখন অনেক দিন ধরে আমাকে প্রায় ১০০ বার এর মত এই প্রস্ন টা জিজ্ঞেস করা হয়েছে - কি ভাবে Alertpay অ্যাকাউন্ট ভেরিফাই করা যায় ? কিন্তু আমি প্রতিবার প্রস্নটাকে এরিয়ে গেছি আমি এর উত্তর জানি না বলে । কিন্তু এবার আর পারলাম না । কারন আমার নিজের ই প্রয়োজন পরল । তাই আমি অনুসন্ধান করতে লাগলাম কি ভাবে কোন খরচ না করে সহজে Alertpay অ্যাকাউন্ট ভেরিফাই করা যায় ।
Alertpay সম্পর্কে জানেন না এমন কেউ আশা করি নেই । তারপর ও কেউ যদি থেকে থাকেন তার জন্য বলছি Alertpay হচ্ছে Paypal এর মত একটি অনলাইন পেমেন্ট পধাতি । যে কারনে Alertpay এত প্রসার তা হছে P.T.C সাইট গুলো পেপাল সাপোর্ট করে । আমার মনে হয় সাইট গুলো Alertpay ভালবাসে । এখন আমি নিয়ম টা বলব কি ভাবে Alertpay অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে এবং Alertpay থেকে টাকা তুলতে হবে । আমি যখন তাদের সাইট এ রেজিস্টার করি তখন আমি মেসেজ পাই যে আমার Alertpay অ্যাকাউন্ট ভেরিফাইড নয় ।
যদি আপনার কোন অনলাইন পেমেন্ট পধতি থাকে তাহলে তা কিছু কারনে ভেরিফাই থাকা ভাল । কারন তাদের প্রথমে জানতে হয় আপনি একজন আসল ইউসার এবং আপনার একটি পরিচয় আছে । তারপর প্রয়োজন একটি ব্যাংক অ্যাকাউন্ট আথবা ক্রেডিট কার্ড যা আপনি অনলাইনে টাকা লেনদেন এর জন্য ব্যাবহার করতে পারবেন । অথবা যা আপনার অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে ব্যাবহারিত হবে ।
Alertypay একটি ভাল উপায় কারন এটি বাংলাদেশে সাপোর্ট করে । ভাল পেপাল এর থেকে কারন পেপাল বাংলাদেশে সাপোর্ট করে না। তাই যখন আমি আমার অ্যাকাউন্ট ভেরিফাই করার চেষ্টা করি তখন আমি বেশ কিছু উপায় দেখতে পাই । আমি ক্রেডিট কার্ড ভেরিফিকেশন সিলেক্ট করি । আমার চেষ্টা ছিল আমি আমার Payoneer Card ব্যাবহার করে আমার অ্যাকাউন্ট ভেরিফাই করব যা আমি ওডেস্ক থেকে পেয়েছি ।
তাই ভেরিফাই করার জন্য আমি Add a credit card সিলেক্ট করি ।
কার্ড এড করার পর আপনাকে তা ভেরিফাই করতে হবে । তাই আমি ভেরিফাই করার জন্য ভেরিফিকেশন এর মেনু তে যাই এবং কার্ড ভেরিফাই করার অপশান সিলেক্ট করি ।
তার পর বাকি ইনফরমেশন গুলো দিয়ে পুরন করতে হবে ।
তারপর নেক্সট এ ক্লিক করার পর আমি এই মেসেজ দেখতে পাই ।
এটা বলেছে আমি একটা স্পেশাল কোড পাব আমার অ্যাকাউন্ট এ যা আমাকে পরের কাজ করার জন্য প্রয়োজন হবে । তারপর আমাকে ২-৩ দিন কর্মদিন অপেক্ষা করতে বলা হয় । আমি তিন দিন অপেক্ষা করার পর আমি আমার Payoneer অ্যাকাউন্ট এ লগিন করি এবং Alertpay আমাকে কোড পাঠিইয়েছে কিনা তা দেখি । এবং দেখি Alertpay আমাকে ৪ শব্দের একটি কোড পাঠিইয়েছে ।
তারপর আমি কোডটা দেখি এবং Alerpay অ্যাকাউন্ট এ লগিন করি । তারপর ভেরিফেকেশন এ গিয়ে কোড টা সঠিক ভাবে সঠিক স্থানে বসাই
ইয়াহুউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউ...আমার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেসে । হাহাআহহাহহাহাআহাহহাহহাহাহাহাহা..............................................।।..।
এখান আমি যখন আমার অ্যাকাউন্ট ভেরিফাই করেছি আমার যখন দরকার হবে আমি টাকা উঠাতে পারব । এখন Alerpay থেকে টাকা উঠানোর বেশ কিছু পধতি রয়েছে ।
আর alertpay অ্যাকাউন্ট এর সঙ্গে আপনার DBBL এর ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে চাইলে
DBBL account joining পোস্ট টা দেখুন ।
সবাই ভাল আছেন , ভাল থাকবেন , এই কামনা করি , খোদা হাফেয সামনে হয়ত কন এক সময় আবার কোন টিউন নিয়ে হাযির হব । ধন্ন্যবাদ ।
আমি সিনবাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 594 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ভালবাসি ইন্টারনেট , আমার ল্যাপটপ , আর আমার পরিবারকে ।
ভাই আমার পেউনার কার্ডে টাকা নেই আমি কিভাবে ভেরিফাই করবো? পেউনার কর্ডে ডলার কিনতে পাওয়া যাই?