Alertpay অ্যাকাউন্ট যে ভাবে ভেরিফাই করবেন ………………।।সকলের জানার আবেদনের প্রেক্ষিতে……।

প্রথমে দেখুন কি ভাবে Alertpay অ্যাকাউন্ট করবেন ।

আমার  আগের পোস্ট ...।।>>>>> Alertpay Account Creation

এখন অনেক দিন ধরে আমাকে প্রায় ১০০ বার এর মত  এই প্রস্ন টা জিজ্ঞেস করা হয়েছে - কি ভাবে Alertpay অ্যাকাউন্ট ভেরিফাই করা যায় ? কিন্তু আমি প্রতিবার প্রস্নটাকে এরিয়ে গেছি  আমি এর উত্তর জানি না বলে । কিন্তু এবার আর পারলাম না । কারন আমার নিজের ই প্রয়োজন পরল । তাই আমি অনুসন্ধান করতে লাগলাম কি ভাবে কোন খরচ না করে সহজে Alertpay অ্যাকাউন্ট ভেরিফাই করা যায় ।

Alertpay সম্পর্কে জানেন না এমন কেউ আশা করি নেই ।    তারপর ও কেউ যদি থেকে থাকেন তার জন্য বলছি Alertpay হচ্ছে Paypal এর মত একটি অনলাইন পেমেন্ট পধাতি । যে কারনে Alertpay এত প্রসার তা হছে P.T.C সাইট গুলো পেপাল সাপোর্ট করে  । আমার মনে হয় সাইট গুলো Alertpay ভালবাসে । এখন আমি নিয়ম টা  বলব কি ভাবে Alertpay অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে এবং Alertpay থেকে  টাকা তুলতে হবে । আমি যখন তাদের সাইট এ রেজিস্টার করি তখন আমি মেসেজ পাই যে আমার Alertpay অ্যাকাউন্ট ভেরিফাইড নয় ।

যদি আপনার কোন অনলাইন পেমেন্ট পধতি থাকে তাহলে তা  কিছু কারনে ভেরিফাই থাকা ভাল । কারন তাদের প্রথমে জানতে হয় আপনি একজন আসল ইউসার  এবং আপনার একটি পরিচয় আছে । তারপর প্রয়োজন একটি ব্যাংক অ্যাকাউন্ট আথবা ক্রেডিট কার্ড যা আপনি অনলাইনে  টাকা লেনদেন  এর জন্য ব্যাবহার করতে পারবেন  । অথবা যা আপনার অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে ব্যাবহারিত হবে ।

Alertypay একটি ভাল উপায় কারন এটি বাংলাদেশে সাপোর্ট করে । ভাল পেপাল এর থেকে কারন পেপাল বাংলাদেশে সাপোর্ট করে না। তাই যখন আমি আমার অ্যাকাউন্ট  ভেরিফাই  করার চেষ্টা করি তখন আমি বেশ কিছু উপায় দেখতে পাই । আমি ক্রেডিট কার্ড ভেরিফিকেশন সিলেক্ট করি । আমার চেষ্টা ছিল আমি আমার Payoneer Card  ব্যাবহার করে আমার অ্যাকাউন্ট ভেরিফাই করব যা আমি ওডেস্ক থেকে পেয়েছি ।

তাই ভেরিফাই করার জন্য আমি Add a credit card  সিলেক্ট করি ।

কার্ড এড করার পর আপনাকে তা ভেরিফাই করতে হবে । তাই আমি ভেরিফাই করার জন্য ভেরিফিকেশন এর মেনু তে যাই  এবং কার্ড ভেরিফাই করার অপশান সিলেক্ট করি ।

তার পর বাকি ইনফরমেশন গুলো দিয়ে পুরন করতে হবে ।

তারপর নেক্সট এ ক্লিক করার পর আমি এই মেসেজ দেখতে পাই ।

এটা বলেছে আমি একটা স্পেশাল কোড পাব আমার অ্যাকাউন্ট এ যা আমাকে পরের কাজ করার জন্য প্রয়োজন হবে । তারপর আমাকে ২-৩ দিন কর্মদিন অপেক্ষা করতে বলা হয় । আমি তিন দিন অপেক্ষা  করার পর আমি আমার Payoneer অ্যাকাউন্ট এ লগিন করি এবং Alertpay আমাকে কোড পাঠিইয়েছে কিনা তা দেখি ।   এবং দেখি Alertpay আমাকে ৪ শব্দের একটি কোড পাঠিইয়েছে ।

তারপর আমি কোডটা দেখি এবং Alerpay অ্যাকাউন্ট এ লগিন করি । তারপর ভেরিফেকেশন এ গিয়ে কোড টা সঠিক ভাবে সঠিক স্থানে  বসাই

ইয়াহুউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউ...আমার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেসে । হাহাআহহাহহাহাআহাহহাহহাহাহাহাহা..............................................।।..।

এখান আমি যখন আমার অ্যাকাউন্ট ভেরিফাই করেছি আমার যখন দরকার হবে আমি টাকা উঠাতে পারব ।  এখন Alerpay থেকে টাকা উঠানোর  বেশ কিছু পধতি রয়েছে ।

আর alertpay অ্যাকাউন্ট এর সঙ্গে আপনার DBBL এর ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে চাইলে

DBBL account joining পোস্ট টা দেখুন ।

সবাই ভাল আছেন , ভাল থাকবেন , এই কামনা করি , খোদা হাফেয সামনে হয়ত কন এক সময় আবার কোন   টিউন নিয়ে হাযির হব । ধন্ন্যবাদ ।

Level New

আমি সিনবাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 594 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ভালবাসি ইন্টারনেট , আমার ল্যাপটপ , আর আমার পরিবারকে ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমার পেউনার কার্ডে টাকা নেই আমি কিভাবে ভেরিফাই করবো? পেউনার কর্ডে ডলার কিনতে পাওয়া যাই?

    না । পেয়নিয়ার কার্ডে ডলার কিনতে পারা যায় না আমি যতটুকু জানি । তবে আপনি এককাজ করতে পারেন আপনি আপনার কোন বন্ধু থেকে আপনার অ্যাকাউন্ট থেকে ডলার পাঠিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট একটিভেট করতে পারেন …।। আর আপনার এক্তিবেশন এর পধতি আমি আমার পরের পোস্টে বিস্তারিত লিখব ।

    ভাই আমি যদি আপনাকে অগ্রিম টাকা দেই আপনি আমাকে ভেরিফাই করার মতো ডলার দিতে পারবেন?

    আমার অ্যাকাউন্ট এ এই মুহুরতে ডলার নেই । আমি দুখিত । তবে অন্ন্য কারও সাথে যোগাযোগ করে চেষ্টা করেন ।

    Level 2

    টিউনার Boss দের কাছে আবেদন আমার কিছু Liberty Reserve এর ডলার চাই । যদি আপনাদের কারও কাছে Liberty Reserve এর ডলার থাকে তা হলে আমার নিকট বিক্রয় করতে পারেন । প্রতি ডলারের দাম দিব ৮০/- টাকা করে ।
    যোগাযোগ করুনঃ- 01712843837

এ্যাড করেছি কিন্তু ভেরিফাই করতে পারছি না হেল্প মি…….

    আপানার কি সমস্যা হচ্ছে আমাকে এখানে বলেন দেখি আমি কি উপকার করতে পারি …

আর হেল্প লাগবেনা ভাই আমার এ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। ধন্যবাদ

Level New

ভাই নিয়মিত টিউন করবেন তো। অসম্ভব সুন্দর হয়েছে।

    নিয়মিত করব । এতদিন সুধু প্রতিবেদন করতাম । সেটা নাকি টেকটিউন্সের নিয়মের বাইরে তাই সেটা বাদ দিয়ে দিলাম । আর আমি চেয়েছিলাম বাংলাদেশ ও বিশ্বকে সবার সামনে চিত্রের মাধ্যমে তুলে ধরতে । যাই হোক সবাইকে জানাচ্ছি আমার প্রকৃতির খেলা এবং বাংলাদেশের বৈচিত্র আর প্রকাশ হবে না । আর যদি এডমিন রা বলেন তাহলে হয়ত আবার শুরু হতে পারে । সবাই ভাল থাকবেন । ধন্ন্যবাদ ।

vai zodi dbbl er account add kori tobe ki varification lagbe ? lagle kivabe ta korbo.

kindly janaben … thanks again

    তাই নাকি………………।হাহাহাহা …

    হুম ভেরিফিকেশন লাগবে । আপনি আপনার আদ্দ্রেসস এ ডলার পাথান তারপর ডলার ভাঙ্গিয়ে কেশ করে নিন। তারপর আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে ।

bhai amar to "address field contains invalid characters" message dekhay plz help

    ভাই বুঝলাম না । আপনি মনে হয় আদ্দ্রেসস দিতে কথাও ভুল করেছেন অথবা কোন দারি কমা অন্ন্য কিছু ব্যাব হার করেছেন ।

ভাই আমি এলাটর পে একটি একাউন্ট খুলছি কিন্তু এলাটৃ পে ওপেন করতে পারছিনা দয়া করে সমাধান করে দিলে উপকৃত হইব। আমি অনেক বার ফরগেট পাসৃ ওয়াড দেওয়ার পরেও নতুন পাস ওয়াড দিলে কোন কাজ হয় না। নতুন করে একাউন্ট ও খুলতে পারছি না। আমাকে একটা ভালো সাইটের ঠিকানা দেন যেন সহজে এলাট পে অথবা ব্যাংক একাউন্ট এর মাধ্যমে সহজে টাকা উত্তোলন করা যায়।

ধন্যবাদান্তে
আনোয়ার হোসেন
০১৭৩৬৩০৬৩৯৩

    সেক্ষেত্রে আপনি ওদের সাপোর্ট এ যোগাযোগ করেন । আশা করি আপনার সমস্যা সমাধান হবে ।

    ভাইয়া সাপোট বলতে কি বুঝি নাই, আমার কাজটা অনেক বার ট্রাই করছি কিন্তু কাজ হচ্চে না। আমি প্রথমে আমার ইয়াহো থেকে রেজিস্টার করি পরে ব্যাংক কোড সংগ্র হ করতে গেলে এলাট পে আর ওপেন হয় না। ব্যাংক কোড, সইফট কোড, ব্যাংকের নাম, ব্যাংকের ফোন, একাউন্ট নং- আমি ব্যাংক এর সাথে যোগাযোগ করে সব কোড পাইছি কিন্তু ব্যাংক কোড পাই নাই, পরে আবার জিমেইল থেকে রেজিস্টার করি এবং ব্যাংক এড করি আমার একাউন্ট সাকসেস হয়েছে পরবতী দু-একদিন পর আর ওপেন করতে পারছি না।

    বিঃদ্রঃ ব্যাংক কোড ছিলনা ব্রাঞ্চ কোড দিয়েছিলাম কাজ হয়েছিল। কিন্তু এখন আমি আর ওপেন করতে পারছি না, একাউন্ট ভেরিফাইও করি নাই আমার কাছে মাস্টার কাড নাই। কিভাবে ভেরিফাই করি জানাবেন।

    উপরোক্ত সমস্যাবলী সমাধা করে দিলে আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব।

    আমি এখন্ব আপনার কথা ঠিক ভাবে বুঝি নাই । তবে আরেক্তু বিস্তারিত বলেন আমি চেষ্টা করব আপনার অ্যাকাউন্ট ঠিক করে দেওয়ার । সাপোর্ট বলতে বুঝিয়েছি ওদের সাথে ইমেইল এর মাধ্যমে যোগাযোগ করুন । ধন্যবাদ ।

আপনার টিউনটি ভয়ংকর মৃত্যুর মতই সুন্দর হয়েছে। অসাধারন। ধন্যবাদ।

    ভয়ঙ্কর মৃতু ভাই আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত।

Level 3

যাদের ক্রেদিড কার্ড নাই তারা কী করবে?
তাদের জন্য আছে মোবাইল ফোন ভেরিফিকেশন অপশন।এটা আরো ইজি আন্ড ইউজার ফ্রেন্ডলী।

    হুম ভাইয়া যা বলেছেন তা ঠিকাসে আপনি মোবাইল ভেরিফাই করেন । তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট এ কিছু ডলার পাথান এবং টাকা উথিইয়ে নেন । আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে।

ভয়ঙ্কর মৃত্যু ভাই আপনি হোলেন আমাদের আলারট পের help line + admin ha ha ha

thanks a lot again

first 4 digit of a swift code is bank code , so you can easily find out bank code. in case of BRAC bank first 4 number of your account number is bank code.

i hope you can easily add account . i was successful, so i may also help you.

ভাই আগের টা ডেলেট কোরে দেন

first 4 digit of a swift code is bank code , so you can easily find out bank code. in case of BRAC bank first 4 number of your account number is branch code.

i hope you can easily add account . i was successful, so i may also help you.

Level 0

`ভয়ঙ্কর মৃত্যু k anel anel thanks ato shundor kore tune korar jonno shathe amar tune ti link debar jonno

    না কোন সমস্যা না । আপনার তা ভাল হয়েছে তাই দিয়েছি । ধন্যবাদ ।

ভাই আমার তো ক্রেডিট কার্ড নাই।আমার একাউন্ট ডাচ বাংলা ব্যাংকে। আমি সাইন আপ করার পর ব্যাংক এড করি। একাউন্ট ভেরিফাই করতে আমাকে আর কি করতে হবে জানালে খুব উপকার হবে। সব শেষে ধন্যবাদ জানাই সুন্দর টিউনের জন্য।

    আপনাকে আপনার আদ্দ্রেসস এ চেক পাঠিয়ে তা ভাঙ্গাতে হবে । তারপর অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে

ভাই জানাবেন কিন্তু

মোবাইল নাম্বার দিয়ে করলে হবে না?

মোবাইল নাম্বার দিয়া করা সহজ। একটা তিন ডিজিট কোড পাঠায়। ওটা দিলেই হল।

ভাইয়া, এলাট পে রেজিস্টার এন্ড ব্যাংক এড করেছি এখন আমি এলাট পে লগইন করতে পারছি না। ফরগেট পাসওয়াড দিয়েছি কিন্তু কাজ হয় না। নতুন করেও রেজিস্টার করতে পারছি না। নতুন করে রেজিস্টার করতে গেলে ব্যাংক একাউন্ট নতুন করে করতে হবে। তাহলে আমি অন্য কোন উপায় এলাট পে লগইন করতে পারব? প্লিজ টিউনস এর অপেক্ষায় আছি।

Thank you for adding your credit card to your AlertPay profile.

Credit Card Details

Card Type: MasterCard
Card Number: XXXX-XXXX-XXXX-2324
Monthly Limit: €360.00 EUR
Thanks for choosing AlertPay,
The AlertPay Team
ami voypaise and amar account close kore disi amar account theke abar kono taka kete nibena to ??

বন্ধ করে ফেলা অ্যাকাউন্ট কি করে ফেরত আনতে হয়ই জানাবেন

ভাইয়া অনেক আগের টিউন এটা তখন টিউন করতাম এখন সময় পাই না তাই আপনি কস্ট করে ওদের সাপোর্ট এ যোগাযোগ করেন । ধন্যবাদ ।

Yuu can buy payza vcc from me
Payza vcc only 6$ visit http://www.cheapvcc.biz

আমার মালেশিয়ার মাস্টার কার্ড আছে এটা দিয়া কি বাংলাদেশের পাইজা একাউন্ট ভেরিফাই করা যাবে? নাকি মালেশিয়ার ঠিকানায় পাইজা একাউন্ট করে ভেরিফাই করতে হবে? কারো জানা থাকলে জানাবেন দয়াকরে..

সজাগ হন ।