আপনি কি জানেন 4K HD এবং  Full HD মানে আসলে কি?

আজকাল নামি দামী মনিটর, টিভির গায়ে আমরা দেখতে পাই 4K, HD এবং  Full HD লিখা থাকে এদের মধ্যে আসলে ঠিক কি রকম পার্থক্য থাকে তা অনেকেই আমরা জানি না। আজকে আমি চেষ্টা করব ঠিক কি কি পার্থক্য এদের মধ্যে বিদ্যমান তা তুলে ধরার। Image Quality টাই একটি টিভি বা মনিটর কিনার ক্ষেত্রে প্রধান হয়ে দাঁড়ায়। আর Image Quality নির্ভর করে resolution এর উপর। যার resolution বেশী তার Image Quality অনেক বেশী এবং ভাল।

HD

সারা বিশ্বে HD resolution হতে হলে সর্বনিম্ন 720p হতে হবে। 720p যে মনিটর বা টিভিতে থাকবে মূলত এর Resolution: 1280 x 720  যার  1280 pixel  হচ্ছে প্রস্থ এবং 720 pixel উচ্চতা কিন্তু 720p লিখা থাকে। একটা সময় ছিল যখন 720p থাকা মানে ছিল অনেক বড় কিছু কিন্তু এখন তা ধরা হয় সর্বনিম্ন মানের HD হিসেবে। আমাদের বেশীর ভাগ মানুষের ঘরেই HD থাকে।

Full HD

Resolution: 1920×1080 px যার  1920 pixel  হচ্ছে প্রস্থ এবং 1080 pixel উচ্চতা। Full HD এর ব্যবহার এখন সবচাইতে বেশী। টিভি ব্রডকাস্ট মিডিয়া ছাড়াও ব্লু রে, ডিস্ক, স্মার্ট ফোন, ইন্টারনেটে যেমন youtube ভিডিও, Netflix Tv shows গুলোতে Full HD দেখানো হয়।

Full HD এর আরো কিছু ভার্সন রয়েছেঃ

StandardResolution
1080p HD Widescreen1920×1080
1080p SD1440×1080
FullHD+2160×1080

Ultra HD or 4K

এর রেজুলেশনটা একটু বেশী। একটু বেশী বললে ভুল হবে বেশী বেশী। যারা খুবুই গরিব তারাই এখন কিনে থাকে Ultra HD or 4K। যার দরুন এর দামো প্রায় হাতের নাগালে :P। এটি 1080 p এর চার গুন বেশী resolution দিয়ে থাকে এবং পিকচার কোয়ালিটিও অনেক উন্নত। Ultra HD or 4K এর resolution হচ্ছে 3840 x 2160 px। মেনুফ্রেকচার রা এখনো এর দাম হাতের নাগালে আনতে পারিনি। মজার ব্যাপার হচ্ছে এত resolution এর জিনিসে ঐ ভাবে এত Content তৈরী হয়নি তবে হচ্ছে। আপনাকে এই টিভিতে কোন ভিডিও দেখতে হলে ভিডিও ঠিক ঐ কোয়ালিটির হতে হবে, নচেত মজা পাবেন না শুধু পান চিবাইবেন।

Level 0

আমি তরিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

" ক্ষুধার্ত থেকো বোকা থেকো " স্টিভ জবস আমি বোকা মানুষ জ্ঞান আরোহণ করে বেড়াই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস