পৃথিবীর সেরা ক্যামেরা কোনগুলো জানেন কি? যেগুলো হলিউড বা বলিউড কাঁপানো সিনেমাগুলো তৈরি হয় [পর্ব-০১]

আশা করি ভালো আছেন সবাই। টপিক- প্রফেশনাল ভিডিও ক্যামেরা নিয়ে। হলিউড বা বলিউড কাঁপানো সিনেমাগুলো কি ক্যামেরা দিয়ে ধারণ করা হয় জানেন কি? পৃথিবীর সেরা ক্যামেরা কোনগুলো জানেন কি? ১ম পর্বের এই লেখায় আপনাদের জানানোর চেষ্টার করব এই সকল ক্যামেরাগুলো সম্পর্কে। ফটোগ্রাফি ও সিনেম্যাটোগ্রাফি নিয়ে বিশেষ আগ্রহ থাকায় এসব নিয়ে আমার একটু দূর্বলতা রয়েছে। তাই সুযোগ পেলেই ঘাটাঘাটি করি।

ব্ল্যাকম্যাজিক ডিজাইন আরসা মিনি প্রোঃ

এই ক্যামেরাটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে হালকা ৩৫মিলিমিটারের পোর্টেবল প্রফেশনাল ক্যামেরা। এটি মূলত উন্নত বিশ্বে কম বাজেটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, সিনেমা, নাটক বা বিজ্ঞাপন তৈরীর কাজে ব্যবহার করা হয়। ভিএফএক্স অর্থাৎ স্পেশাল এফেক্টের জন্য এটি উপযুক্ত ক্যামেরা। ক্যামেরাটির বিশেষ সুবিধা হলো এটি ক্ষমতা অনুযায়ী আকারে অনেক ছোট। আন্তর্জাতিক মানের সর্বোচ্চ মানসম্পন্ন চলচ্চিত্র বা বিজ্ঞাপন তৈরী করার জন্য এই ক্যামেরাটি খুব আকর্ষনীয় কারণ অত্যাধিক দামী সব ক্যামেরার তুলনায় বেশ অনেকটা কম বাজেটের এই ক্যামেরাটির ভিডিও র ফরম্যাটে আউটপুট দেয় এবং ৪.৬ কে কোয়ালিটি ভিডিও রেকর্ড করতে পারে তাও একই সঙ্গে ২টি মেমোরী কার্ডে।

বাজারে চলমান অনেক ধরণের লেন্স সমর্থন ছাড়াও এর বডির ভিতরে রয়েছে ছয়টি ধাপের এনডি ফিল্টার, তাই এটি যেকোন পরিবেশে ঝকঝকে ভিডিও রেকর্ড করতে পারে। এই ক্যামেরাটিতে রয়েছে তিনটি ডিসপ্লে, বাহিরের ডিসপ্লেটিতে ক্যামেরা চালানো অবস্থায় কমন ও রেগুলার সেটিংস দেখায়, সাইডে থাকা টাচসহ ডিসপ্লেটিতে ক্যামেরার যাবতীয় কন্ট্রোল সেটাপ করে নেয়া যায় এবং ভিউ ফাইন্ডারে থাকা ডিজিটাল ডিসপ্লেটি মান সম্মত ভিডিও রেকর্ডে সহায়তা করে। আরসা মিনি প্রো ক্যামেরাটির বডি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি কাধে ব্যবহার করা খুব সহজ এবং ব্যালেন্সড। পূর্বের মডেলের ক্যামেরাগুলোর থেকে এই মডেলটি অনেক উন্নত করা হয়েছে, এর কন্ট্রোল ও বাটন, নতুন এক্সেসরিজ ব্যবহারে এবং অডিও ও ভিডিও কোয়ালিটিতে। ক্যামেরাটির বডির দাম প্রায় ৪ লক্ষ পনের হাজার টাকার মতো।

 

ক্যানন ইওএস সি৩০০ মার্ক-২ঃ

ক্যাননের আগের মডেলের ভিডিও ক্যামেরাগুলোর মধ্যে এই ক্যামেরাটিতে আরো উন্নত ইমেজ সেন্সর যুক্ত করা হয়েছে। উচ্চতর মানের কালার এবং নতুন সুপার ৩৫মিমি সেন্সর স্বচ্ছ ভিডিও ধারণের জন্য প্রফেশনালদের বিশেষ পছন্দ। তাইতো আয়রনম্যান ৩ এর মতো বিখ্যাত সিনেমাতে ব্যবহার করা হয়েছে ক্যাননেন সি৩০০ মার্ক ২ ক্যামেরাটি। এই ক্যামেরাটি সিনেমা ২৪পি মানের ৪কে ভিডিও ভিডিও ধারণ করে। ভারী ও মজবুত এই ক্যামেরাটি বড় ধরণের সিনে লেন্সগুলো ব্যবহার করার জন্য বিশেষায়িত।

এটি মূলত প্রফেশনাল সিনেমা, নাটক বা বিজ্ঞাপন তৈরীর কাজে ব্যবহার করা হয়। আরো উন্নত টার্গেট ডিটেকশন অটোফোকাস, সুপার মুভি কোয়ালিটি, স্লো ও ফাস্ট মোশনসহ বিভিন্ন এক্সেসরিজ যুক্ত করার সুবিধা এবং ডাবল সি ফাস্ট মেমোরী কার্ড সমর্থনসহ র কোয়ালিটির ভিডিও ধারণে সক্ষম এই ক্যামেরাটি ক্যাননের শত মডেলের ক্যামেরার মধ্যে সিনেমা জগতে অন্যতম স্থান করে নিয়েছে ইওএস সি৩০০ মার্ক ২। এর দাম বাংলাদেশী টাকায় প্রায় ৮ লক্ষ বিশ হাজার টাকার মতো।

 

সনি পিএক্সডব্লিউ-এফএস৫ ৪কে এক্সডিক্যামঃ

সনির এই ক্যামেরাটি প্রফেশনাল ও সিনেমেটিক শট নেওয়ার জন্য বিশেষভাবে তৈরী। ইএফ মাউন্ট সম্বলিত এই ক্যামেরাটি ৪কে ভিডিও সমর্থিত এবং ২কে মুডেও এটি র ভিডিও আউটপুট দিতে পারে। ডাবল মেমোরী কার্ড সাপোর্টেড সনির এই ক্যামেরাটি দিয়ে স্লো মোশন ও সুপার স্লো মোশন অর্থাৎ সেকেন্ডে সর্বোচ্চ ৯৬০ ফ্রেম রেকর্ড করা যায়।

৩৫মিমি সুপার সিমোস সেন্সর সম্বলিত এই ক্যামেরাতে রয়েছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল এনডি ফিল্টার যার কারণে যেকোন লাইটে বা উজ্জল আলোতেও শ্যালো ডেপথ অফ ফিল্ড এফেক্স পাওয়া যায়। এছাড়াও য়েছে নানা ধরণের এক্সেসরিজ সংযোজন সুবিধা। সনির এই ক্যামেরাটির বডির দাম বাংলাদেশী টাকায় ৪ লক্ষ টাকার কাছাকাছি।

 

ক্যামেরাগুলো

২য় পর্বে থাকবে সর্বোচ্চ মানের আরো ২টি ক্যামেরার রিভিউ। ভালো থাকবেন সবাই।

Level 0

আমি Sam Thesyst। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় স্যামথীসিস্ট ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।