আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে কি নিয়ে লিখবো আশা করি নাম দেখে বুঝে গেছেন। যদি কেউ এই টিপসটি জেনে থাকেন তাহলে দয়া করে কোন খারাপ টিউমেন্ট করবেন না। এই টিউনটি যারা জানেন না তাদের জন্য।
আজ কের এই টিউনে আপনাদেরকে বলবো কিভাবে ১৯৯ টাকার ভেতর ভালো একটা কলার মাইক বা কলার মাইক্রোফন বানাবেন।অনেকই হয় তোহ ভাবছেন ১৯৯ টাকার মাইক্রো ফন ভাল হবে তোহ? ভাবা টাই স্বাভাবিক।
বাজারে আমরা বিভিন্নদামের মাইক্রোফোন দেখতে পাই যেগুলো বেশির ভাগের দামই ১০০০ টাকার উপর। কম দামে বাংলা দেশে ভাল মাইক্রো ফোন বেশি একটা পাওয়া যায় না। এম্যাজন এ যে মাইক্রোফোন এর দাম দেখি ৪ ডলার বাংলা দেশে তার দাম শুনে হয়ে যায় হতভম্ভ। আরও অবাক হয় শুনে যে মাত্র ১ডলার এর স্পিলিটার বা কনভারটার ৫০০টাকা। তোহ যাই হোক কাজের কথাই আসি।
আগে ভাগে বলে নিচ্ছি এই মাইক্রোফোন সব এন্ড্রোইড ফোনে সাপোর্ট নাও করতে পারে। কেননা এর জ্যাক হচ্ছে TRRS তাইযেসব মোবাইলে সাপোর্ট করবেনা তারা TRRS to TRS স্পিলিটার বা কনভার্টআর কিনে নিবেন।
কনভার্টআর এর সাহায্য আপনি এই মাইক্রোফোন DSLR ও PC তেও ব্যবহার করতে পারবেন।
তহলে চলেন শুরু করি। কিভাবে বানাবেন সেটার প্রক্রিয়াটি আমি ভিডিও আকারে বেশ ভালভাবে বানানো দেখিয়েছি আপনারা নিচের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কিভাবে বানাবেন।
সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও দেখার জনয
বুঝতে সমস্যা হলে টিউমেন্টে জানান। ভালো লাগলে উৎসাহিত করবেন এই আশা রইল।
আজ এ পর্যন্তই। দেখা হবে। অন্য কোনো দিন। ভিন্ন কোনো টিউনে। সে পর্যন্ত খোদা হাফেজ।
আমি সিয়াম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।