জেনে নিন কিভাবে চায়না এলইডি বাল্ব তৈরী করবেন ঘরে বসে!!

আস্ সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্।

প্রিয় পাঠক কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। দোয়া করি সবাই ভালো থাকেন। মূল বিষয়ে আসি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে অল্প খরচে চায়না এলইডি বাল্ব (বিভিন্ন ওয়াটের) তৈরী করবেন। তো প্রথমে আমরা জেনে নিব প্রয়োজনীয় মালামাল কি কি লাগবে- সবই দোকানে কিনতে পাওয়া যায়।

  • ১। এসএমডি (বিভিন্ন ওয়াটের)
  • ২। এলইডি বাল্বের বডি (স্টীল বা প্লাষ্টিক)
  • ৩। সার্কিট ‍এসি টু ডিসি 12 ভোল্ট।
  • ৪। আনুসঙ্গিক যন্ত্রপাতি বা টুলস।

এখন শুধু ফিটিং করা বাকী।  প্রথমে আমরা হোল্ডার টি থেকে সার্কিটের দুই তার পয়েন্ট আকারে বের করবো। এরপর সেটা বডির সাথে ফিট (প্যাচ) দিয়ে শেষ দুই প্রান্তে এসএমডি জয়েন্ট করলে আপনার কাজ শেষ। কিছু না বুঝলে নিচের ভিডিও দেখেন-

ভিডিও দেখতে ক্লিক এখানে

ধন্যবাদ সবাইকে

আজ এ পর্যন্তই। পরবর্তিতে আবার দেখা হবে নতুন কোন টিউন নিয়ে। এখন থেকে নিয়মিত টিউন করার ইচ্ছা আছে। ফেভারিট এ যোগ করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন।আর হ্যা টেকটিউনস এর সাথেই থাকবেন।

Level 2

আমি হারুনুর রশিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কব াবিকক াবকািব কিাবকবকাি ািদকদিাকদকিদা


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks..for your Video but you should clear it…Again Thanks…

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।

Level 2

Hello