সবাইকে সালাম আশা করি ভালই আছেন। এই বছরের ২য় টিউন এ আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন এক বুকশেলফ দেখতে কাঠের শেলফের মতই কিন্তু সেখানে বই নাই, তাহলে আছে কি ? খাতা? কল্ম? পেনছিল? মোবাইল? নাকি আপনার কম্পিউটার?কোন্টাই না, কারন এই বুকশেলফ তো হাত দিয়ে ধরতেই পারবেন না।
এই শেলফ থাকবে আপনার কম্পিউটারের ভিতর। এই সেলফে থাকবে ডেস্কটপের আইকন গুলা।এতক্ষণে বুঝছেন নিশ্চয়? না বুঝলে নিচের ছবি দেখেন।
আইকন দেখতে একদম মোবাইল এর মত মানে শর্টকাট চিহ্ন নাই,যেহেতু বুকশেলফে রাখবেন তাই নামটাও বাদ দিতে হবে না হলে দেখতে খারাপ লাগবে।
এরকম ভাবে আইকন রাখতে চাইলে যে কাজ গুলা করতে হবে
১। একটা ওয়াল পেপার, নেট থেকে এরকম ডাউনলোড করে নিন।
২।আইকন এর সর্টকাট রিমুভ করতে হবে।
৩।আইকন এর নিচে নাম টা মুছে দিতে হবে।
৪।আইকন গুলা পছন্দ মত জায়গায় বসান।
১ নং এর কাজ সহজ,নেট কানেকশন থাকলে নামিয়ে ফেলুন আপনার পছন্দ মত বুকশেলফ ওয়াল্পেপার। যে শেলফে কোন বই নাই এমন।
২ নং এর কাজের জন্য একটা সফটওয়্যার লাগবে নাম হল Fxvisor32.এটা নামিয়ে ইন্সটল দিন।
তারপর ওপেন করে নিচের মত কাজ করুন।
৩ নং এর কাজ কোন সফটওয়্যার ছারাই করতে পারবেন, আপনার পিসির start অপশন এ গিয়ে
search বক্স এ গিয়ে লিখুন character map. নিচে ছবি ফলো করুন।
ছবিতে copy ক্লিক করার পর আর অন্ন কিছু copy করবেন না।
এখন যে যে আইকন এর নাম মুছবেন সেই আইকন এ গিয়ে নাম rename করুন।নামের ঘর খালি করার পর ctrl+v চাপুন একবার। তারপর enter দিলেই নাম আর দেখা যাবে না।
এখন অন্য আরেকটা আইকন এর জন্য আপনি যদি একবার ctrl+v চেপে enter দেন তাহলে হবে না, কারন
একবার ctrl+v চাপলে character map থেকে জেটা copy করলেন ওটা একবার পেস্ট হবে,একটা ইনভিসিবল বর্ণ বুজাচ্ছে, আপনি জতবার ctrl+v চাপবেন ততটা ইনভিসিবল বর্ণ হবে, আমরা যেমন কোন ফোল্ডার এর নাম যদি A দেই, তাহলে আরেকটা ফোল্ডার এর নাম শুধু A দিলে কি ফোল্ডার তৈরি হবে?
আপনাকে AA অথবা AAA দিলে তখন হবে, যেহেতু ctrl+v মানে একটা ইনভিসিবল বর্ণ তাই অন্য আইকন এর নাম লেখতে দুইবার অথবা তিনবার অথবা একবার ctrl+v দিলেন তারপর স্পেস আবার ctrl+v মানে বিভিন্ন কম্বিনেশনে এই ইনভিসিবল বর্ণ লেখে enter দিলেই নামটা আর দেখা যাবে না।
তাহলে এখন সুধু আইকন দেখতে পারছেন। এখন
৪ নং কাজের জন্য মাউস এর রাইট ক্লিক করে ছবির মত কাজ করুন।
এখন আইকন গুলা টেনে টেনে যেখানে চান বসিয়ে দিন। হয়ে গেল আপনার আইকন শেলফ, দেখতে আইফনের মত। কেমন লাগ্ল টিউমেন্ট করুন, শেয়ার করুন। আজ এখানেই শেষ।
ধন্যবাদ সবাইকে।
আমি শিবলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
khub sundor post