২য় অংশে সবাইকে স্বাগতম। প্রথম অংশের ভুলগুলো শুধে নেত্তয়ার চেষ্টা করবো এ পর্বে। একটু তাড়াতাড়ি করতে গিয়ে প্রথম পর্বের মান বজায় রাখে পারিনি। যাই হো ক আজ ২য় অংশ শুরু করছি।
দিয়ে অনেক সাইট সার্চ করলেত্ত সবসময় পুরোপুরি সম্পূর্ণ তথ্য পাত্তয়া যায় না। কেননা অনেকে ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা মোবাইল নম্বরসহ যে তথ্য ব্যবহার করে থাকে তা দিয়ে কোন কাজ করা সম্ভব হয় না।
যেমন>> HACKFORUMS.NET
সার্চ করে যে তথ্য পাত্তয়া যায় এতে এটি ব্যক্তিগত সাইট হিসেবে নিবন্ধন করা হয়েছে।এখানে যে তথ্য দেত্তয়া হয়েছে তা অধিকাংশই তেমন কোন কাজে আসবে না।
কেননা whois এ প্রাইভেট একটিভ থাকলে কোন সঠিক তথ্য খুজে পাত্তয়া যাবে না। তবে প্রাইভেট একটিভ থাকলে তা খুজে বের করা সমস্যা।আর নাম ঠিকানা ফোর নম্বর দিয়ে কিছুই করা যাবে না যদি সাইটের প্রোভাইডারকে খুজে বের না করা যায়। সাইটের সুরক্ষার জন্য প্রতিবছর ৭ ডলার ফি দিতে হয়। আর এজন্য কোম্পানি প্রাইভেট তথ্য গোপন করে রাখে। তো কী ভাবে তথ্য পাত্তয়া যাবে একটি ডোমেইন এর? এক্ষেত্রে কী করা যায়। কোন কোম্পানী খেকে ডোমেইন ক্রয় করা হয়েছে? এজন্য প্রথমে Command Prompt খুলে টাইপ করুন "ping Hackforums.net" এবং ফলাফল দেখুন।
এরপর আইপি http://iplocation.net/ এ পেস্ট করুন। কী কোন তথ্যের মিল আছে পূর্বের তথ্যের সাথে??এই তথ্য দিয়ে আমরা বুঝতে পারি এর প্রোভাইডার কে।
আর আইপি দিয়ে তথ্য খুজে বের করে সহজেই ডোমেইন প্রোভাইডারকে খুজে বের করা যায়। আর কোন ভাবে কোম্পানির সাইট দখল করে ফেলতে পারলে .com.bd মত দশা হবে সংশ্লিষ্ট সাইটের সবার। তো সাবধানতা অবলম্বন করা শ্রেয় কিছু ডলার দিয়ে নিজের সাইটি সুরক্ষা করুন অবাঞ্চিত কোন সমস্যার হাত থেকে মু্ক্তি পেতে। 🙂
কী চমকে গেলেন! চমকে যাত্তয়ার মতোই ব্যাপার আপনার নাম ব্যবহার করে অনেক তখ্যই খুজে বের করা সম্ভবপর। তাই সবসময় নাম ব্যবহারে সর্তক থাকুন। নিক নেম ব্যবহার করলে সহজে আপনার ব্যক্তিগত তথ্য কেউ খুজে বের করতে পারবে না। কেননা এর মাধ্যমে আপনার ইমেইল ঠিকানা থুজে বের করা যাবে চেষ্টা করলে। আর নাম ইমেইল দিয়ে আপনার ঠিকানা অর্থাৎ অবস্থান খুজে বের করা কোন ব্যাপার না আজকাল। গুগল আর্থ দিয়ে আইপি দেখা যায় কোন জায়গা থেকে তা ব্যবহার করা হচ্ছে। তাই আইপি হাইড ব্যবহার করে কোন কোন কাজ করে থাকলেত্ত আপনার গুরুত্ব পূর্ণ কাজে অবশ্যই একটি মেইল ব্যবহার করে থাকেন নিশ্চয়ই। তো এটি অধিকগুরুত্বপূর্ণ। তাই রিয়েল নাম ব্যবহার করবেন না সব সাইটে। বাস্তব জীবনে তা ব্যবহার করুন ভার্চুয়াল সাইটে নয়।
সাইটে গিয়ে আমি masudrana নামটি লিখে সার্চ দিয়েছি। কী অবস্থা!
এভাবেই সকল তখ্য যাবে সবার কাছে। তাই আপনার নামটির কী নিরাপত্তা প্রয়োজন নেই? এক এক করে সব তথ্যই বের করা যাবে ধীরে ধীরে। ইন্টারনেটে এই ধরনের সার্চ সাইটের অভাব নেই। আর প্রযুক্তি এসেছে মানুষের হাত ধরে তাই এটির অপব্যবহারকারী মানুষই। আর আমাদের পক্ষে সবই সম্ভব।
সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্বে আবার আরো কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করবো। আর কিছু ভুল হয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমিত্ত রক্তমাংসের একজন মানুষ।
আমি swordfish। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 2283 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুপার টিউন। বেশ ভালো টিউন। পরের অংশগুলোর অপেক্ষায় রইলাম!!