উইকিপিডিয়া নিয়ে যে সমস্যা টা সবচাইতে বেশি ইন্টারনেট এ সাবমিট হয় তা মনে হয় তথ্যসূত্র বা রেফারেন্স। আজকে তাই তথ্যসূত্র নিয়ে বেশ কিছু বিষয় আলোচনা করবো।
প্রথম কথা হলো উইকিপিডিয়া কে কোন প্রেজেন্টেশান বা কোন রিসার্চ পেপার এ এলাও করা হয় না। আসলেই এই কথাটা সঠিক এবং এটাই হওয়া উচিৎ। উইকিপিডিয়া ৩য় পক্ষের একটা রেফারেন্স। উইকিপিডিয়া নিজে কখনো একটা তথ্যসূত্র হিসেবে ব্যবহার হতে পারবে না। উইকিপিডিয়ার প্রতিটি তথ্যই আসলে নির্ভরযোগ্য তথ্যসূত্র হতে নেয়া এবং সেই তথ্য এর সূত্র নিবন্ধ এর নিচের অনুচ্ছেদ এ দেয়া থাকে।
This file is licensed under the Creative Commons Attribution-Share Alike 3.0 Unported license. |
উকিপিডিয়া নিবন্ধে তথ্যসূত্র যুক্ত করার ক্ষেত্রে সব লাইনে লাইনে তথ্যসূত্র দেয়া সম্ভব না। এবং উইকিপিডিয়ার নিয়ম অনুসারে তা দেয়ার কথাও বলা নাই। একটা উদাহরন বললে হয়তো বিষয় টা আরো পরিস্কার হবে। আমি যদি লিখি হাতির ৪ টি পা আছে তাহলে সেখানে তথ্যসূত্র দেয়ার প্রয়োজন নাই। কিন্তু যদি বলি অমুক চিড়িয়াখানায় ৬ পা বিশিষ্ট একটি হাতি দেখা গেছে তাহলে সেক্ষেত্রে উল্লেখযোগ্য তথ্যসূত্র যোগ করতে হবে।
This file is licensed under the Creative Commons Attribution-Share Alike 3.0 Unported license. |
উইকিপিডিয়া তে তথ্যসূত্র আছে মানেই যে তথ্যটি সঠিক এরকম কখনো ভাবা যাবে না। উইকিপিডিয়া যেহেতু আপনার মতো কারোর দ্বারা লিখা তাই অনেক সময় উইকিপিডিয়ার সেনসিটিভ তথ্যসমূহ ক্রস চেকিং করে নেওয়া ভালো। আর কোন লাইন বা অনুচ্ছেদ এর ক্ষেত্রে তথ্যে বিভ্রাট ঘটেছে মনে হলে আপনি অতিরিক্ত তথ্যসূত্র এর জন্য নিজেও আবেদন করতে পারবেন। এর জন্য লাইন এর শেষে দ্বিতীয় বন্ধনী CN দ্বিতীয় বন্ধনী মানে Citation Needed টেম্প্লেট টা যুক্ত করতে পারেন। এতে করে নিবন্ধ এর প্রনেতা বা যারা এই নিবন্ধ অনুসরন করছে তারা নিবন্ধের সে অংশে তথ্যসূত্র যোগ করতে পারবে। আর না পারলে সেই অংশ আলোচনা সাপেক্ষে মুছে ফেলা হবে।
This file is licensed under the Creative Commons Attribution 2.5 Generic license. |
আমি নাহিদ হোসেন। Graphics Designer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 266 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
A stupid learner
ধন্যবাদ শেয়ার করার জন্য। আশা করি অনেকে উপকৃত হবেন।