প্রিয় টেকটিউনস এবং প্রিয় বন্ধুরা
আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ? আমি জানি গুটি কয়েক লোক বা ভাইয়া আপু রা ভালো আছেন আর সবাই কোন না কোন কষ্টে আছেন। আর সেটা যদি হয় টাকার কষ্ট তাহলে সমাধান সুধু টাকাই দিতে পারে। শুকনা কথায় যেমন চিরা ভেজে না তেমনি টাকার কথা মুখে সাড়া যায় না। অনেক দেখেছি অনেক সিখাছি জীবন নামের পাঠশালা থেকে। আর ওই সব থেকে যা সিখাছি তা হোল আপনি সফল তাহলে আপনার অনেক বন্ধু। আপনি অনেক টাকার মালিক সবাই আপনার মাথায় তেল দেবে। আপনি ভালো আছেন সবাই আপনার খবর নেবে। কিন্তু আপনি সফল না অনেকেই বলবে আপনাকে দিয়ে কিচ্ছু ই হবে না। আপনার পকেটে টাকা নেই সবার কমন কথা কিছু একটা করো এমন করে কতদিন। আপনি কষ্টে আছেন আপনার কষ্টের আগুনে কেউ পানি ঢালতে আসবে না।
তাই নিজের ঢাক নিজেকেই পেটাতে হবে
আমি আজকে টিউন করছি ওই সব ভাই বোনদের কে উদ্দেশ্য করে যারা হতাশা, দুশ্চিন্তা, নিরাশা, এর কারনে সব কিছু শেষ মনে করছেন। অনেকে আবার এইসব থেকে মুক্তি পেতে বিভিন্ন সিধান্ত নিচ্ছেন যা নেয়া উচিত না করা উচিত না। কিন্তু সময় এবং পরিস্থিতি বাধ্য করছে এমন কিছু করতে যা কেউ ই চায় না।
এর পেছনে অন্যতম কারন হোল আপনি আপনার দাদা, বাবা, চাচা এদের দেখানো পথে হাঁটছেন, বাবা চাকরি করতেন আমাকেও চাকরি ই করতে হবে না হলে সমাজে মাথা তুলে দারান যাবে না। আরে ভাই এমন টা না সমাজ এবং সমাজের মানুষ দেখে সফলতা কি করে সফল হলেন সেটাই মূল বিষয় চাকরি না ব্যাবসা না অন্য কিছু। তাই এমন কোন ভাই বা বোন যদি আমার টিউন পরে থাকেন অনুরধ করবো একজন ভাই বা একজন বন্ধু হয়ে, ঘুরে দারান এবং গতানুগতিক ওই পথ থেকে আসুন বর্তমানের গতিতে পা রেখে একটু সামনে আগানর চেষ্টা করি।
চাকরির পেছনে আর কত দউরাবেন বলেন একটু থেমে চিন্তা করেন আপনি কি অন্য এমন কিছু করতে পারেন যা ৯-৫ এর গণ্ডি তে ফেলবে না যেখানে বছের ধমক আর প্রতিনিয়ত চাকরি যাবার চিন্তা আপনাকে তারা করে বেরাবে না। এমন কিছু কি করতে পারেন না পরিবারের সাথেই সময় দিয়েও ইনকাম করছেন ? হ্যা অবশ্যই হয় আর তেমন পেশা ই হচ্ছে অনলাইন আরনিং এর পেশা।
আপনি ই হবেন আপনার বছ আপনি নির্ধারণ করবেন আপনার সফলতা আপনি টার্গেট করবেন আপনার ইনকাম ১- বা ২ বছর অপেক্ষা করতে হবে না বেতন বাড়ার। আপনার কাজ ই আপনাকে বেসি ইনকাম এনে দেবে আপনিও দুশ্চিন্তা মুক্ত সুন্দর একটা জীবন জাপন করতে পারেন।
কি ভাবে তাই ত এতক্ষণ যা বললাম সবাই জানেন কিসের সম্পর্কে বললাম হ্যা ফ্রিলাঞ্চিং বা আউটসরচিং
আমি কি করবো ?
আপনি যদি দ্রুত শিখে ইনকাম করতে চান তাহলে ইউটিউব। টিস্প্রিং। সিপিএ। এর বিকল্প কিছু নেই এর মধ্যে আবার প্রথম ২ টা বেষ্ট
আর যদি অনেক দিন ধরে কাজ শিখে কাজ করতে চান তাহলে
গ্রাফিক্স ডিজাইন। ওয়েব ডিজাইন। এস ই ও। ৩ডী অ্যানিমেশন। অটোক্যাড ২ডি ৩ডি। ইত্যাদি কোর্স করে কাজ শিখে এর পর বিভিন্ন মার্কেট প্লেস এ কাজের জন্য বিড করতে পারেন। ভালো কাজ জানলে কাজ পাবেন ১০০% আজকে না হোক কাল তবে কাজে অবশ্যই ভালো হতে হবে। হ্যা তত টা ভালো যতটা ভালো হলে আরও ১০ জনের মাঝেও বায়ার আপনাকে কাজ দেবে।
তাই জীবন আপনার জীবন গুছানোর দায়িত্ত আপনারি নিতে হবে। তাই বসে না থেকে নেমে পরুন নতুন জার্নি তে কে জানে আজকের হতাশ আপনি কালকে অনেকেই আলোর পথ দেখাতে পারেন। কে জানে জিবনের লাইন থেকে বিচ্যুত হউয়া আপনি কালকে অন্যকে টেনে তুলতে পারেন।
তাই জাগুন নতুন গতিতে সুরু করুন কাজ সফল আপনি হবেন ই। কাজ শিখতে পারলে আমি বলছি আজকে পরিবারের বোঝা হলেও কালকে আপনি হবেন পরিবারের সম্পদ।
অনেক অনেক কথা লিখলাম ভুল ভ্রান্তি এর জন্য ক্ষমা চাই এবং টিউন এ কোথাও কোন ভুল হলে ও ক্ষমা চেয়ে নিচ্চি আসলে অনেকেই দেখলাম জিবনের অনেক কষ্টের সময় পার করছে তাই এই লিখা।
সবার অনেক অনেক সুন্দর একটা দিনের আসায় আজকের মত এখানেই ইতি টানছি
কারো কোন প্রশ্ন থাকলে বা কিছু জানার থাকলে টিউমেন্টস করতে পারেন অথবা আমাকে পাবেন
স্কাইপি তে :- dhrubo.taraa
আমি মোঃ ছাইদুর রাহমান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুবী সাধারণ একজন মানুষ তেমন কিছু জানি না তবে ইচ্ছা যতটুকু জানি সেটা না জানার মাঝে ছড়িয়ে দিতে এবং সবার সাথে শেয়ার করতে আমি দুই টা কথা ভীষণ ভাবে মানি প্রথম ঃ- বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র দ্বিতীয় ঃ- সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে আর...
ধন্যবাদ শেয়ার করার জন্য। আশা করি অনেকে উপকৃত হবেন।