আপনার সফলতা যদি আপনার হাতেই হয় তাহলে কেন ? বৃথা সময় নষ্ট করছেন কেনই বা হতাশা বাড়াচ্ছেন আর কেনই বা গলা টিপে হত্যা করছেন নিজের সুন্দর ভবিষ্যৎ ???

'সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে"

প্রিয় টেকটিউনস এবং প্রিয় বন্ধুরা

 

নিরাশা যখন ধ্বংসের দিকে নিয়ে যায় আশা ই তাকে নতুন সৃষ্টি করতে শেখায়

আপনার জীবন তাই সুন্দর করে সাজানর দায়িত্ত আপনারি কেউ আসবে না সাহায্যের হাত বাড়াতে

 

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ? আমি জানি গুটি কয়েক লোক বা ভাইয়া আপু রা ভালো আছেন আর সবাই কোন না কোন কষ্টে আছেন। আর সেটা যদি হয় টাকার কষ্ট তাহলে সমাধান সুধু টাকাই দিতে পারে। শুকনা কথায় যেমন চিরা ভেজে না তেমনি টাকার কথা মুখে সাড়া যায় না। অনেক দেখেছি অনেক সিখাছি জীবন নামের পাঠশালা থেকে। আর ওই সব থেকে যা সিখাছি তা হোল আপনি সফল তাহলে আপনার অনেক বন্ধু। আপনি অনেক টাকার মালিক সবাই আপনার মাথায় তেল দেবে। আপনি ভালো আছেন সবাই আপনার খবর নেবে। কিন্তু আপনি সফল না অনেকেই বলবে আপনাকে দিয়ে কিচ্ছু ই হবে না। আপনার পকেটে টাকা নেই সবার কমন কথা কিছু একটা করো এমন করে কতদিন। আপনি কষ্টে আছেন আপনার কষ্টের আগুনে কেউ পানি ঢালতে আসবে না।

তাই নিজের ঢাক নিজেকেই পেটাতে হবে

আমি আজকে টিউন করছি ওই সব ভাই বোনদের কে উদ্দেশ্য করে যারা হতাশা, দুশ্চিন্তা, নিরাশা, এর কারনে সব কিছু শেষ মনে করছেন। অনেকে আবার এইসব থেকে মুক্তি পেতে বিভিন্ন সিধান্ত নিচ্ছেন যা নেয়া উচিত না করা উচিত না। কিন্তু সময় এবং পরিস্থিতি বাধ্য করছে এমন কিছু করতে যা কেউ ই চায় না।

এর পেছনে অন্যতম কারন হোল আপনি আপনার দাদা, বাবা, চাচা এদের দেখানো পথে হাঁটছেন, বাবা চাকরি করতেন আমাকেও চাকরি ই করতে হবে না হলে সমাজে মাথা তুলে দারান যাবে না। আরে ভাই এমন টা না সমাজ এবং সমাজের মানুষ দেখে সফলতা কি করে সফল হলেন সেটাই মূল বিষয় চাকরি না ব্যাবসা না অন্য কিছু। তাই এমন কোন ভাই বা বোন যদি আমার টিউন পরে থাকেন অনুরধ করবো একজন ভাই বা একজন বন্ধু হয়ে, ঘুরে দারান এবং গতানুগতিক ওই পথ থেকে আসুন বর্তমানের গতিতে পা রেখে একটু সামনে আগানর চেষ্টা করি।

 

চাকরির পেছনে আর কত দউরাবেন বলেন একটু থেমে চিন্তা করেন আপনি কি অন্য এমন কিছু করতে পারেন যা ৯-৫ এর গণ্ডি তে ফেলবে না যেখানে বছের ধমক আর প্রতিনিয়ত চাকরি যাবার চিন্তা আপনাকে তারা করে বেরাবে না। এমন কিছু কি করতে পারেন না পরিবারের সাথেই সময় দিয়েও ইনকাম করছেন ? হ্যা অবশ্যই হয় আর তেমন পেশা ই হচ্ছে অনলাইন আরনিং এর পেশা।

আপনি ই হবেন আপনার বছ আপনি নির্ধারণ করবেন আপনার সফলতা আপনি টার্গেট করবেন আপনার ইনকাম ১- বা ২ বছর অপেক্ষা করতে হবে না বেতন বাড়ার। আপনার কাজ ই আপনাকে বেসি ইনকাম এনে দেবে আপনিও দুশ্চিন্তা মুক্ত সুন্দর একটা জীবন জাপন করতে পারেন।

কি ভাবে তাই ত এতক্ষণ যা বললাম সবাই জানেন কিসের সম্পর্কে বললাম হ্যা ফ্রিলাঞ্চিং বা আউটসরচিং

আমি কি করবো ?

আপনি যদি দ্রুত শিখে ইনকাম করতে চান তাহলে  ইউটিউব। টিস্প্রিং। সিপিএ। এর বিকল্প কিছু নেই এর মধ্যে আবার প্রথম ২ টা বেষ্ট

আর যদি অনেক দিন ধরে কাজ শিখে কাজ করতে চান তাহলে

গ্রাফিক্স ডিজাইন। ওয়েব ডিজাইন। এস ই ও। ৩ডী অ্যানিমেশন। অটোক্যাড ২ডি ৩ডি। ইত্যাদি কোর্স করে কাজ শিখে এর পর বিভিন্ন মার্কেট প্লেস এ কাজের জন্য বিড করতে পারেন। ভালো কাজ জানলে কাজ পাবেন ১০০% আজকে না হোক কাল তবে কাজে অবশ্যই ভালো হতে হবে। হ্যা তত টা ভালো যতটা ভালো হলে আরও ১০ জনের মাঝেও বায়ার আপনাকে কাজ দেবে।

 

তাই জীবন আপনার জীবন গুছানোর দায়িত্ত আপনারি নিতে হবে। তাই বসে না থেকে নেমে পরুন নতুন জার্নি তে কে জানে আজকের হতাশ আপনি কালকে অনেকেই আলোর পথ দেখাতে পারেন। কে জানে জিবনের লাইন থেকে বিচ্যুত হউয়া আপনি কালকে অন্যকে টেনে তুলতে পারেন।

তাই জাগুন নতুন গতিতে সুরু করুন কাজ সফল আপনি হবেন ই। কাজ শিখতে পারলে আমি বলছি আজকে পরিবারের বোঝা হলেও কালকে আপনি হবেন পরিবারের সম্পদ।

অনেক অনেক কথা লিখলাম ভুল ভ্রান্তি এর জন্য ক্ষমা চাই এবং টিউন এ কোথাও কোন ভুল হলে ও ক্ষমা চেয়ে নিচ্চি আসলে অনেকেই দেখলাম জিবনের অনেক কষ্টের সময় পার করছে তাই এই লিখা।

 

সবার অনেক অনেক সুন্দর একটা দিনের আসায় আজকের মত এখানেই ইতি টানছি

 

কারো কোন প্রশ্ন থাকলে বা কিছু জানার থাকলে টিউমেন্টস করতে পারেন অথবা আমাকে পাবেন

স্কাইপি তে :- dhrubo.taraa

ফেসবুক এ

Level 2

আমি মোঃ ছাইদুর রাহমান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুবী সাধারণ একজন মানুষ তেমন কিছু জানি না তবে ইচ্ছা যতটুকু জানি সেটা না জানার মাঝে ছড়িয়ে দিতে এবং সবার সাথে শেয়ার করতে আমি দুই টা কথা ভীষণ ভাবে মানি প্রথম ঃ- বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র দ্বিতীয় ঃ- সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে আর...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য। আশা করি অনেকে উপকৃত হবেন।

@এম কে সাহা

প্রথমে অনেক অনেক ধন্যবাদ আপনার কমেন্টস এর জন্য

আসলে আমি এমন কিছুই করছি যাতে স্বপ্ন ভাঙ্গা লোক দের স্বপ্ন গুলা আক সাথে জুরে পুরন করতে পারি

টি স্প্রিং সম্পর্কে একটু বিস্তারিত বললে,ভালো হত।ধন্যবাদ

    ভাইয়া এইটা একটা আমিরিকান টি-শার্ট কোম্পানি তাদের সব টি-শার্ট ডিজাইন হয় অনলাইন এ এবং সেল ও হয় অনলাইন এর মাধ্যমে এবং সাড়া পৃথিবী এর অনেক অনেক ডিজাইনার তাদের ডেজাইন করে এইখানে দেয় এর পর মার্কেটিং করে যদি সেল আসে তাহলে প্রতিটা টি-শার্ট এ একটা প্রফিট পেতে থাকে । এই ত ভাই

ফালতু কথা বাদ দেন! প্রফেশনাল স্কিল গুলো আপনি অনেক সময় নিয়ে শিখবেন এবং এইটা আপনার সারা জীবনেই কাজে লাগবে, নো ইনভেস্ট আপনার মেধা আর ধৈয্য কাজে লাগবে, নতুন জিনিষ শিখতে পারবেন আর আপনি যদি ভাল স্কিলড হতে পারেন অনলাইনে না অফলাইনে আপনাকে কাজের জন্য লোকাল পার্রসন হায়ার করবে।
আর যে ইউটিউব আর টি-স্প্রিং এর কথা বলছেন, তাতে আজকে খুব ইনকাম হবে বাট এর ভবিষ্যত কি ????
তখন হতাশা আপনার মধ্যে আরো বাসা বাধঁবে কিনা বলুন????

@Munna Haque

ভীষণ রকম মেজাজ খারাপ হই যখন কেউ না বুঝে কিছু বলে , আমার পোস্ট আ ফালতু কথা কি ছিল একটু বলবেন , আর আমি সব বিষয় সম্পর্কে বলেছি , আর প্রশ্ন করলেন ইউটিউব আর টি-স্প্রিং এর ভবিষ্যৎ কি এতে বোঝা গেলো আপনি কিছু একটা সিখেছেন বা শিখছেন ওইটার বাইরে আর কিছু জানা বা শেখা হয় নি । ইউটিউব এর ভবিষ্যৎ কি বল্লেন আপনি জানেন পৃথিবী এর অনেক বড় বড় কম্পানি এখন অন্য অ্যাড এর সাথে সাথে ৩০-৪০% ইনভেস্ট করছে ইউটিউব এ ??? এবং টিস্প্রিং আমিরিকার অনেক বড় একটা ট-শার্ট কম্পানি যেটা এখন আমিরিকা এবং ইউরোপ ২ টা বড় মহাদেশে তাদের প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছে । আর এইগুলা কোন এম এল এম কোম্পানি না । তাই কথা বল্লেই বড় হউয়া যায় না আগে একটা বিষয় জানেন বুঝেন এর পর না হয় কমেন্টস করেন

@Munna Haque

আপনি আমার পোস্ট সম্পূর্ণ না পরেই চলে আসছেন এইখানে লিখতে নিচের লাইন একটু পরবেন আশা করি বুঝতে পারেন

আর যদি অনেক দিন ধরে কাজ শিখে কাজ করতে চান তাহলে

গ্রাফিক্স ডিজাইন। ওয়েব ডিজাইন। এস ই ও। ৩ডী অ্যানিমেশন। অটোক্যাড ২ডি ৩ডি। ইত্যাদি কোর্স করে কাজ শিখে এর পর বিভিন্ন মার্কেট প্লেস এ কাজের জন্য বিড করতে পারেন। ভালো কাজ জানলে কাজ পাবেন ১০০% আজকে না হোক কাল তবে কাজে অবশ্যই ভালো হতে হবে। হ্যা তত টা ভালো যতটা ভালো হলে আরও ১০ জনের মাঝেও বায়ার আপনাকে কাজ দেবে।

Level 2

ধন্যবাদ ,আশা করি অনেকে উপকৃত হবেন।

    @motaleb52

    ধন্যবাদ বোঝার জন্য এবং ধন্যবাদ কমেন্টস এর জন্য

    আসলে ভাই আমে ২ নাম্বারি করতে বা কাউকে ভুল পথ দেখাতে চাই নি কোন দিন আল্লাহ জেনো তেমন টা না করায়
    চাই ওই সব মানুষের জন্য কিছু করতে যারা আসলেই কিছু করতে চায় সঠিক পথ পাচ্ছে না ।

boss,jotil likhese,truly speeking it will be helpful for people and make confident

    @আই টি লাভার

    ধন্যবাদ ভাইয়া কমেন্টস এর জন্য

    আসলে অনেক প্ল্যান আছে কিন্তু একা একা সম্ভব হয়ে উঠে না আশা করি একদিন হবেই ১০ টা হতাশ মানুষ কে আশার আলো দেখাতে পারা মানে জিবনের বড় অর্জন দোয়া করবেন জেনো এই কাজে সফল হই

আসলে কষ্ট লাগে তখন ,যখন দেখি কেউ একজন না জেনে কোন তথ্য না জেনে আজে বাজে কথা বলে দেয় । উপরে এক ভাই লিখল ফালতু কথা বাদ দেন এবং এর পরে যা লিখল আমি সবই কিন্তু উল্লেখ করেছি । না পরে এসে একটা কমেন্টস করে দিল । আরে ভাই মানুষের পিছনে না লেগে পারলে ২ একজন কে সাহায্য করেন কাজে দেবে ।

আমি গর্বের সাথে বলতে পারি যে আমার দেখানো বিভিন্ন কাজ করে আজকে মহান আল্লাহ্‌ এর রহমতে অনেকেই ভালো ইনকাম করছেন । এখন ইউটিউব এও কয়কজন ইনকাম করেছে এবং ২জন টাকা তুলেছে । ত এমন কিছু করে দেখান আর যদি আমি কোন ধোঁকা বাজি করছি এমন প্রমান কেউ দিতে পারে বা কেউ বলতে পারে কারো কোন ক্ষতি করেছি আমি সাড়া জিবনের জন্য কাজ ছেরে দেবো । টাকা পইসা দিয়ে সাহায্য না করতে পারলেও অন্তত কাজ সিখাতে ত পারছি এটাই করে দেখান না যারা অন্নের পেছনে লেগে আছেন ।

আমি জানি অনেক ভাই ও বোনেরা অনেক বেসি আগ্রহ নিয়ে বসে আছে কিন্তু সঠিক পথ দেখানোর মানুষ না থাকাতে এমনি এমনি চলে যাচ্ছে সময় । যদি বিশ্বাসের একটা সার্টিফিকেট থাকতো সবাইকে কে বুক চাপরে বলতাম আমি কাউকে ধোঁকা দিতে আসি নি , আমি কারো ক্ষতি করতে বা কারো স্বপ্ন ভাঙতে আসি নি

তবে ধন্যবাদ ওই সব ভাই এবং আপু দের যারা আমাকে বিশ্বাস করে কাজ সিখছে ।

ঢাকার বাইরে যারা আছেন যারা অনলাইন আরনিং শিখতে চান কিন্তু কারো সাহায্য পাচ্ছেন না এবং সঠিক পথ পাচ্ছেন না কোন পথে আগাবেন তাদের জন্য শুখবর । আমি আপনাদের আগ্রহ পেলে নেমে পরবো কাজে তাই যারা যারা আমার এই কমেন্টস দেখবেন এর মধ্যে কেউ ঢাকার বাইরে থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ।

ধন্যবাদ