প্রথমেই আমার অতি প্রিয় একটি সাইটের ব্যাপারে বলতে চাই। আধুনিক এ যুগে সময় বাঁচানোর জন্য কতই না প্রচেষ্টা চলছে হরদম ! আর সব মানুষই চায় প্রতিদিন নতুন কোন জিনিসের স্বাদ নিতে। তা সেটা হোক নতুন গান, নতুন গেমস কিংবা নতুন খাবার। আজ আপাতত খাবার নিয়েই আলোচনা করা যাক।
যে সাইটটির কথা বলছি সেইটা অনেক উপকারি একটা সাইট, কারন এইখানে গিয়ে আপনাকে শুধু বলতে হবে আপনার কাছে কি কি উপকরণ আছে – ব্যাস ! তারপরেই সেটি আপনাকে বিস্তারিতভাবে বলে দিবে সেই উপকরণ দ্বারা আপনি কি কি প্রণালি তৈরি করতে পারবেন। এ ছাড়াও রয়েছে রেসিপি পছন্দ করার জন্য অসংখ্য সুন্দর সুন্দর ফিল্টারস। তাহলে ঝটপট তৈরি করে ফেলুন নতুন কোন রেসিপি !
জীবনে অন্তত একবার হলেও টিভিতে আপনার প্রিয় চরিত্রের (হোক সেটা সুপারহিরো/হিরোইন কিংবা ভিলেইন) পোশাক দেখে ভেবেছেন – “ ইশ ! যদি ঐ পোশাকটা কিনতে পারতাম ! ’’ ঠিক কি না ? আজ আমি সেই চিন্তার অবসান ঘটাবো। প্রথমে চলে যান WornOnTV -এ , তারপরে ব্রাউস অথবা সার্চ করুন আপনার প্রিয় শো আর পেয়ে যান প্রতিটি পর্বে পরিহিত জামা কাপড়ের সমাহার।
আমার ফেভারিট Agents of Shield এর Brett Dalton, আপনার ফেভারিট কে ?
মাথা ব্যাথা করছে ? চা-কফি-গাওয়া সবই চেষ্টা করেছেন কিন্তু তাও মাথা ব্যাথা কমেনি ? তাহলে চলে যান http://www.rainymood.com -এ আর ভিজে আসুন বৃষ্টিতে ! শুধু বৃষ্টিপ্রেমিকদের জন্য নয় – যারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না কিংবা যারা কাজের চাপে অতিষ্ঠ হয়ে গেছেন – তাদের জন্য এই ওয়েবসাইটটি অত্যন্ত উপকারী। মজার ব্যাপার হল আপনি বৃষ্টির তালে তালে আপনার পছন্দের গানটিও শুনতে পারবেন, আর তা হলে আপনাকে এপ্সটি ডাউনলোড করতে হবে। তো আর দেরি কিসের – যান হারিয়ে যান ঝুম বৃষ্টিতে!
* (সতর্কতা – এপ্সটি দুর্বল চিত্তের মানুষের জন্য নয়, কারন মাঝে মাঝে ঠাডা পড়ে)
অনেকসময় পরিবার ও বন্ধু-বান্ধবের মাঝে বাস করলেও মাঝে মাঝে নিজেকে একটু একা মনে হতে পারে। কিংবা অনেক ব্যক্তিগত অথবা মানসিক সমস্যা রয়েই যায়। হোক সেটা ব্যাবসায়িক সমস্যা, পারিবারিক সমস্যা কিংবা যেকোনো সমস্যা। সত্যি কথা বলতে এরকম হাজারো সমস্যার সমাধান প্রতিদিন-ই করছে এই ওয়েবসাইটটি। তাও আবার বিনামূল্যে ! আপনাকে যা করতে হবে তা হল http://www.blahtherapy.com -এ গিয়ে চ্যাটে ক্লিক করতে হবে তারপরে “I agree,proceed to chat-এ ক্লিক করতে হবে”। শেষমেশ আপনি আপনার সমস্যার কথা বলতে চাইলে “Ventor”-এ ক্লিক করুন অথবা অন্যের সমস্যার সমাধান করতে চাইলে “Listener”-এ ক্লিক করুন। মিনিট দুয়েকের মধ্যে কানেকশন হয়ে গেলে চ্যাটিং শুরু করতে পারবেন। চাইলে আপনি আপনার টাকা ব্যয় করে প্রফেশনাল থেরাপিস্টদের সাথেও যোগাযোগ করতে পারবেন। আশা করছি ওয়েবসাইটটি আপনাদের একটু হলেও উপকারে আসবে।
কে না খেলেছে Nintendo এর গেমস ? যখন কম্পিউটার সবার দ্বারে দ্বারে পৌছাতে পারেনি – তখন তো এই জাপানি কোম্পানি Nintendo-ই সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল।Super Mario Bros., Donkey Kong কিংবা Tetris তখন সবারি মন মাতিয়েছিল। নিশ্চয়ই স্মৃতি মনে পড়ে গিয়েছে ? আর অপেক্ষা নয় - http://www.snesfun.com -এ গিয়ে খেলে আসুন সব মজার মজার Nintendo গেমসগুলো ! হাঁ, রেজিস্টার করে আপনার গেম সেভ করতে ভুলবেন না কিন্তু !
তাহলে আজ এখানেই শেষ করছি। টিউনটি কেমন হলো জানাবেন কিন্তু !
ভাল থাকবেন। মন্দ এড়িয়ে চলবেন।
{আমাদের ইউটিউব চ্যানেলের “বাবা” নিয়ে একটি দারুণ আবেগপূর্ণ ভিডিও
(যদিও আমি নেই ভিডিওটিতে) : https://youtu.be/uEFVJCBjySw
Please do comment,subscribe and share if you like it . Thank You .
আমি Al-Mehedi Faisal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
awesome tune.. where do u get those idea boss ? and many thanks