এনাদের দেখুন সবাই সাজ গোজ আর পোষাক নিয়ে ব্যাস্ত। নিজের জাতি সত্বা ভুলে হারিয়ে যাচ্ছে আধুনিকতা নামের উন্মত্ততায়। এক জনের প্রলুব্ধতায় নষ্ট হচ্ছে হাজার তরুন আর নষ্ট তরুন দের হাতেই প্রান দিতে হচ্ছে আজকের তনুদের।
অথছ যারা পৃথিবীকে করেছে সহজতম ও আধুনিক।
তারাই পোশাক আর দৈনন্দিন কাজ নিয়ে খুব একটা ভাবেন না। জ্বি, হ্যা তারা সব সময় একই পোষাক মানে একই ধাচের পোশাক পরেন।
এ তালিকায় বিজ্ঞানী, প্রধান নির্বাহী থেকে শুরু করে বাদ পড়েননি রাজনীতিবিদরাও। বিকামিং মিনিমাম আ লিস্ট ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মিত একই ধরনের পোশাক পরলে সিদ্ধান্ত নিতে হয় কম, সময় বাঁচে, চাপ কমে, শক্তি কম ব্যয় হয় এবং শান্তিতে থাকা যায়।
আলবার্ট আইনস্টাইন
অনেকে মনে করেন সব সময় একই রকমের স্যুট পরতেন আইনস্টাইনের। এমন দাবি ফোর্বস সাময়িকীরও। কিন্তু আইনস্টাইনকে নিয়ে গবেষণা করেছেন এমন বিশেষজ্ঞদের অনেকের মতে এই দাবি সত্য নয়।
বারাক ওবামা
হোয়াইট হাউসে হোক কিংবা ভিনদেশে, যেখানেই যাক না কেন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার নিত্যকার পোশাক হচ্ছে নীল বা ধূসর রঙের শার্ট। কখনো শার্টের ওপরে স্যুট। একই রকমের পোশাক পরা নিয়ে ওবামার বক্তব্য, ‘আমি কী খাচ্ছি বা কী পরছি এমন ছোটখাটো বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে চাই না। কারণ, আমার আরও অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। আপনার দরকার সিদ্ধান্ত গ্রহণে শক্তির ওপর জোর দেওয়া।’ তাঁর মতে নিজের জীবনকে ছকের মধ্যে বেঁধে ফেলার চেষ্টা করা উচিত। কোনো তুচ্ছ বিষয়ে ভেবে দিন নষ্ট করার প্রয়োজন নেই।
ক্যারি ডোনোভান
হারপারস বাজার, ভোগ এবং দ্য নিউইয়র্ক টাইমস ম্যাগাজিনের ফ্যাশন-বিষয়ক সাবেক সম্পাদক ক্যারি ডোনোভান। সব সময় কালো রঙের জামা, বৃহৎ চশমা ও মুক্তা পরার কারণে পরিচিতি পেয়েছিলেন তিনি।
কাজী সালাউদ্দিন
ফুটবল থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে জার্সি তুলে রেখে এক রঙা শার্টকে বেছে নিয়েছেন কাজী সালাউদ্দিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি যখন যেখানে যান সেখানে তাঁর পরনে দেখা যায় সাদা কিংবা কালো এক রঙা শার্ট।
স্টিভ জবস
অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের ‘সিগনেচার আউটফিট’ ছিল কালো রঙের গলাবন্ধ শার্ট, যার প্রচলিত নাম টার্টলনেক, নীল জিনস আর মানানসই স্নিকার। স্টিভ জবসের এ পোশাক পরিচিতি পেয়েছিল আইকনিক হিসেবে। একসময় এ ধরনের পোশাক অ্যাপল কর্মীদের জন্য ইউনিফর্ম ডিজাইন করার প্রস্তাব করেছিলেন জবস। তবে অ্যাপল কর্মীরা একরকম উড়িয়েই দিয়েছিলেন জবসের প্রস্তাব।
মার্ক জাকারবার্গ
মার্ক জাকারবার্গকে না চেনে এমন মানুষ এখন খুব কমই আছে। আর যাঁরা ফেসবুকের এ সহপ্রতিষ্ঠাতাকে চেনেন, তাঁরা সবাই জাকারবার্গকে দেখেন ধূসর রঙের টি-শার্ট ও হুডি পরিহিত অবস্থায়। সব সময় একই রকম পোশাক পরার বিষয়ে জাকারবার্গ জানান, অহেতুক কাজে সময় ব্যয় করলে তিনি অনুভব করেন কাজ করছেন না। প্রতিদিন কোন পোশাক পরবেন এই বিষয়ে চিন্তা করে নিজের সময় নষ্ট করার বদলে দিনের পুরোটা সময় গুরুত্বপূর্ণ কাজে খরচ করাই শ্রেয়।
Join First Discover based website. Hurry up!!
আমি আল মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।