জেনে নিন mbps আর MBPS এর মধ্যে পার্থক্য।

আসসালামুয়ালাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের মাঝে নিয়মিত টিউন দিতে চাই কিন্তু টিউন দেওয়ার বিষয় খুজে পাইনা। আজ অনেকদিনপর একটা টিউন নিয়ে এসেছি  mbps
আর  MBPS এর মধ্যে পার্থক্য নিয়ে। তো আপনারা অনেকেই প্রায় ক্ষেত্রেই ভুল করেন বিষয়টি নিয়ে। সে জন্যই আজ আপনাদের সেটা পরিষ্কার করে দেওয়ার জন্য লিখছি।
যাই হোক,  mbps মানে  mega bit per second। যেহেতু ৮ বিটে ১ বাইট আর ১০২৪ বাইটে ১ কিলোবাইট সেহেতু 1 mbps মানে 1024/8= 128 কিলোবাইট।
আর MBPS মানে 1 Mega Byte Per Second। খুব কম সময়-ই আমাদের দেশে 1 MBPS স্পিড পাওয়া যায়। আমি একবার এয়ারটেলে 1.1 MBPS পেয়েছিলাম
অর্থাৎ 8.8 mbps speed পেয়েছিলাম।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। না বুঝলে টিউমেন্ট করতে পারেন।
কম্পিউটারের বিভিন্ন সমস্যার সমাধানের চেস্টা করি। তাই কোনো সমস্যায় পরলে আমাকে ফেসবুকে জানাতে পারেন।
আমার ফেসবুক আইডি-  https://m.facebook.com/musfiqurrahman.rumman.9
আমার ফেসবুকে ফ্যান পেজ- https://m.facebook.com/Official.rumman
আমার ফেসবুকে একটি সায়েন্স বিষয়ক পেজ আছে - রসায়ন জীববিজ্ঞান পদার্থ - ৯ম-১০ম -  https://m.facebook.com/bookcbp
আমার ফেসবুকে একটি সাধারণ জ্ঞান ভিত্তিক একটি পেজ আছে- বর্তমান বাংলাদেশ ও বিশ্ব এবং আমরা- https://m.facebook.com/bangladeshoamra
আমার ওইয়েবসাইট-  http://www.it-tunes24.tk

আমার পুর্বের কিছু টিউন- আপনার কম্পিউটারের সব তথ্য জানার জন্য একটা ছোট্ট সফটওয়্যার ডাউনলোড করে নিন।

Windows 10 এর ফন্ট সমস্যার সহজেই সমাধান নিন।

ফেসবুকে ফ্রেন্ডসদের কাছে ট্যাগ হতে হতে বিরক্ত? নিয়ে নিন সমাধান

শর্টকাট ভাইরাস থেকে মুক্তির উপায় (কোনো সফটওইয়্যার ছাড়া!!

Level 0

আমি মো. মুসফিকুর রহমান রুম্মান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Mbps means megabits per second
MBps stands for megabytes per second

vai apnar Email Address plz den

Level 0

kbps = kilo bits per second ( small )
KBPS = Kilo Bytes Per Second ( large )