সালাম সকলকে, কেমন আছেন, আশাকরি সকলে ভাল আছেন। এবার বলব আমাদের দেশের ডমিয়েন ক্রয় করার নিয়মাবলী। এটা সত্তি একটি যুগউপযুগি কার্যক্রম, এর আগে আমাদের বিটিসিএল অফিসে ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ আর অফিসিয়ালি জুট-জামেলা বলা লাগেনা। আর বিভিন্ন হষ্টিং কম্পানিগুলিতে অর্ডার করলে রেট বেশী, কেউ কেউ স্কেন কপি গ্রহণ করে না, কোরিয়ার করে পাঠাতে হয় আরো অনেক সমস্যা। অনলাইনে আপনার কয়েকটা কাগজের মাধ্যমে আপনি সেই কাজ সারতে পারবেন। কোন জামেলা ছাড়া। তাহলে চলুন দেখি কিভাবে করতে হয়।
আমি প্রযুক্তি প্রেমী-রয়েল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
অনেক ধন্যবাদ প্রযুক্তি প্রেমী-রয়েল ভাইয়া,
আমি ডোমেইন কিনলেই কি ওয়েব সাইট চালু হবে?
অনেকে বলে হোস্ট করতে হয়, সি এম এস দিতে হয়, ওইগুলো কিভাবে করব?
প্লিজ একটু জানাবেন?