.BD .EDU.BD অনলাইন বিডি ডমিয়েন এর অর্ডার A-Z ইমেজ টিউটরিয়াল

সালাম সকলকে, কেমন আছেন, আশাকরি সকলে ভাল আছেন। এবার বলব আমাদের দেশের ডমিয়েন ক্রয় করার নিয়মাবলী। এটা সত্তি একটি যুগউপযুগি কার্যক্রম, এর আগে আমাদের বিটিসিএল অফিসে ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ আর অফিসিয়ালি জুট-জামেলা বলা লাগেনা। আর বিভিন্ন হষ্টিং কম্পানিগুলিতে অর্ডার করলে রেট বেশী, কেউ কেউ স্কেন কপি গ্রহণ করে না, কোরিয়ার করে পাঠাতে হয় আরো অনেক সমস্যা। অনলাইনে আপনার কয়েকটা কাগজের মাধ্যমে আপনি সেই কাজ সারতে পারবেন। কোন জামেলা ছাড়া। তাহলে চলুন দেখি কিভাবে করতে হয়।

প্রথম পর্যায়ে

এই লিংকে ক্লিক করুণ    ক্লিক

এবার নিচের ছবির মত প্রসিড চাপুন

 

এবার ১ নাম্বারের ইনফরমেশান পুরণ করুন ছবিতে নির্দেশনা দেওয়া আছে...

এটাও ১ নাম্বারের ফরম পুরন করে Next চাপুন

নাম্বার বিলিং ইনফরমেশান পুরণ করুন অথবা প্রথম পাতার ব্যক্তি একই হলে Same as এ মার্ক করুন

নাম্বার এডমিনিষ্টিভ ইনফরমেশান পুরণ করুন অথবা প্রথম পাতা/বিলিং ব্যক্তি একই হলে Same as এ মার্ক করুন

নাম্বার টেকনিক্যাল ইনফরমেশান পুরণ করুন অথবা প্রথম পাতা/বিলিং ব্যক্তি/ এডমিনিষ্টিভ একই হলে Same as এ মার্ক করুন

এবার নিচে ছবিতে নির্দেশনা দেওয়া আছে নেম সার্ভার ইনফরমেশন দিন।

সাবমিট করার পর নিচের মত মেইল আসবে প্রথম পাতায় দেওয়া ইমেইলে

ইমেইলে ভেরিফাই করার পর অপেক্ষা করুণ পরবর্তী ইমেইল এর জন্য এটা সময় সঠিক বলতে পারছি না তবে ২৪ ঘন্টার মধ্যে আসবে। নিচের মত

টাকা পাঠান কাজ শেষ। আশা করি কাজে লাগবে। ভাল থাকবেন। কোন প্রকার সহযোগিতা প্রয়োজন হলে টিউমেন্ট করুন অথবা ইমেইল করুন [email protected]

আমার আগের টিউন গুলো দেখতে পারেন এখানে.

স্কুল/কলেজ এর ওয়েব সাইট ওয়ার্ডপ্রেস এ করেছেন? তাহলে কিছু প্রশ্ন ও পরামর্শ (Update)

একাত্তর স্কুল ম্যানেজম্যান্ট সিস্টেম প্রো ৩.৪ ইনষ্টল

 

Level 2

আমি প্রযুক্তি প্রেমী-রয়েল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ প্রযুক্তি প্রেমী-রয়েল ভাইয়া,
আমি ডোমেইন কিনলেই কি ওয়েব সাইট চালু হবে?
অনেকে বলে হোস্ট করতে হয়, সি এম এস দিতে হয়, ওইগুলো কিভাবে করব?
প্লিজ একটু জানাবেন?

    ধন্যবাদ, মনে হচ্ছে আপনি একদম নতুন, যাক সহজ ভাবে বলি ডমিয়েন হল নাম আপনার নামে একটি ডমিয়েন ক্রয় করলেন, এবার এখানে বাড়ী তৈরি করতে হবে মানে ওয়েব ডিজাইন, বাড়ী করার জন্য জায়গা লাগবে যে জায়গার উপর বাড়ী তৈরি করবেন, যার নাম হষ্টিং, আর ডমিয়েন হল আপনার বাড়ীর ঠিকানা। আশা করি মোটামোটি বুঝতে পেরেছেন।

      বুজতে পারছি, কিন্ত আমার প্রশ্ন ছিল যে, হষ্টিং ও ডিজাইন কোথা থেকে করব, কেমন খরচ হবে একটু বলুন। লিঙ্ক সহ দিলে উপকৃত হব।

      ধন্যবাদ ভাইয়া।

        ভাল হষ্টিং থেকে ক্রয় করতে হবে। বাংলাদেশে আমার জানামতে ইকরা ১ নাম্বারে আছে রেট একটু বেশী, আমি ঢাকাওয়েব হষ্ট থেকে ক্রয় করেছি। সার্ভার বিডি সহ আরো অনেক কম্পানি আছে দেখে শুনে বুজে নিন। না হলে টেকটিউনে এড দেওয়া গ্রীনহষ্টিং এর হষ্টিং নিয়ে উদাও হবে।

Level 0

আমার টাকা ঠিক ই কেটে নিছে কিন্তু এখনো active হইতেসে না । এ বিষয়ে জানলে কিছু বলেন ভাই

ই-মেইলে আসুন আমি বিডি ডমিয়েনে কাজ করে এমন একজনের নাম্বার দিচ্ছি আশা করি কাজ হবে। অপেন দিতে চাচ্ছি না।

আমার মেইল [email protected] এ নাম্বারটা দেন ৥ প্রযুক্তি প্রেমী-রয়েল ভাই