একটু সচেতন হউন দেশকে ও দেশের অর্থনৈতিক অবস্থাকে সচল রাখুন

সবাই কেমন আছেন ?আমি জানিনা এই টিউনটি কেউ পরবে কিনা ।কারন এই টিউনটি কোন তথ্য ও প্রযুক্তি বিষয়ক নয় এই টিউনটি হল জনগনের আপনার আমার সচেতননাতার জণ্য।যাই হোক সকালে ঘুম থেকে ওঠার আগে একজন আমাকে বলল এক টাকার লাল কয়েন টা আছে কিনা ।আমি বললাম কেন ? সে বলল এক টাকার কয়েন দিলে সে আমাকে ৪০ টাকা দিবে ।এই কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ।তাহলেবিবেক কে প্রশ্ন করুন আমরা এখন কোথায় বাস করছি ।আর আমার এই টিউনটি করার কারন এই হল এই সাইটে প্রতিদিন হাজার হাজার মেধাবি ভিজিটর আসে সবাইকে জানিয়ে দেয়া ।কারন আপনি যদি এই বিষয়টি শুনে থাকেন তাহলে যদি একজনকে আপনি বুঝিয়ে বলেন তাহলে একজনের মধ্যে যদি সচেতনতা আসে তাহলে আমার এই কষ্ট সার্থক হবে ।আরো শুনলাম এই লাল কয়েন নাকি ইন্ডিয়া পাঠানো হবে ।তাহলে এমন তো হতে পারে এই কয়েন স্বর্নের মধ্যে দিয়ে ভেজাল জিনিস বানানো হবে ।আমরা প্রতিদিন একটা একটা করে ভেজাল পন্য গ্রহন করি বা কোন খাদ্য খাই তাহলে একদিন আমাদের অবস্থা কোথায় দারাবে ।আজকে কয়েন আগামী দিন হবে আরো অনেক কিছু ।তাই সবাই সচেতন হউন এবং এই সমস্ত লোক পেলে আইনের কাছে ধরিয়ে দিন ।সবাই ভালো থাকবেন ।; ভালো লাগলে কমেন্ট করবেন।

Level 0

আমি Alamger। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তথ্য ও প্রযুক্তি বিষয়ক একটি সাইট তৈরি করেছি আপনাদের সবাইকে আমন্ত্রন ।এই সাইটে লেকা জমা দিন www.ojanabd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লাভ নাই ভাই ছাড়া পেয়ে আবার শুরু করবে, লেখার জন্য ধন্যবাদ,কোন সরকার ই চায়না দেশ ভেজাল মুক্ত হোক আমি আপনি চাইলে কিচ্ছু হবে না

long live bangladesh

Level 0

সারা বাংলায় মাইট্টা ব্যাংক ভাঙ্গার ধুম পইড়া যাইবো…

I also heard the news from my village home Chandpur. Some people took this coin by worth of 40 to 70 tk. per coin. My brother asked me it’s “Majeja”.

Thanks for share.

আমিও শুনেছি। আমাকে অনেকে বলেছিলও। পাত্তা দেইনাই। চুরির টাকা চাইনা।

আমার কাছে প্রচুর আছে। আমি মানুষ থেকে উল্টা সংগ্রহ করি। আমি আবার কয়েন কালেক্টর কিনা। তবে পাচার করি না। হা হা হা

    Level 0

    আমার কাছে পাকিস্তান আমলের ১ পয়সার কয়েন আছে ৫শত এর উপরে।

আমি শোনার পর কিজন্য কয়েন কালেকশন হচ্ছে তা জানতে বেশ কৌতুহলি ছিলাম। এখন ব্যপারটা বুঝেছি। প্রথমে সর্ট টিউন দেখে খেপে গিয়েছিলাম। পরে পুরুটা পড়ার পর আপনাকে ধন্যবাদ জানাই এবিষয়ে সবাইকে জানানোর জন্য।

হাজার হাজার চাকুরির খোজ এখানে… http://www.chooseveterans.com

    Level 0

    এই যে- আপনি রুমানা আর চুমকি যাই হোন না কেন। দয়া করে আপনার ফটো চেঞ্জ করেন। বেশী কিছু বলব, না আশা করি আপনি বুঝতে পেরেছেন।

একটু আগে আমাদের এখানে (কক্সবাজার) একটা মুদ্রা ৫০ টাকা করে বিক্রি হল আমিত দেখে রিতিমত অবাক হয়ে গেছি। ক্রেতাকে বললাম আমার কাছে তিনটা আছে, সে সাথে সাথে বলল নগদ দেব দিয়া দেন, তখন কারণ খোজার অভিযানে আলমগীর ভাইয়ের টিউনটা পেয়ে অনেক কিছু জানতে পারলা। ধন্যবাদ। উপরের আপুকেও………….

Level 0

১ টাকার লাল কয়েন কাল্কশানের মুখোমুখি আমিও হয়েছি,
তাও ভার্সিটিতে 🙁
খারাপ এই জন্যেই লাগছে যে আমরা কত নৈতিকভাবে পিছিয়ে পড়েছি, এটা চিন্তা ও করিনা

আমি সকালের ভার্সিটিতে পরে ঘুমন্ত জাহাঙ্গীর ভাইয়ের কাছে পরে আরো বেশ কিছু জায়গায় শুনেছি,
কিন্তু আমরা কি একবারও চিন্তা করেছি যে কেন আমাকে আ টাকায় ১ ডলারের বা তার কাছাকাছি মূল্য দেওয়া হবে???
আমরা আসলেও শিক্ষিত হয়েও অশিক্ষিত রয়ে গেলাম 🙁 🙁

আমি কয়েন জিনিসটার পক্ষেই নাই এর থেকে কাগজের টাকা অনেক ভাল,
আর আমারতো মনে হয় এই সব পাচারের সাথে আমাদের সরকার গুলির মহাজনদের মহাজনরাই জরিত।
কারন সাধারন পাবলিক এত বড় কাজ করবেন্না।
তাছাড়া উনারা এই সব দুই নাম্বারি পথে টাকা আয় করবেন তারপর নির্বাচন আসলে সেই গুলু অবাধে বিলাবেন এবং জয়ি হয়ে আবারো সেই কাজ আর আমাদের মাথায় বসে ছড়ি ঘুড়াবেন।
তাই আমাদের নয় সবার আগে দরকার ঐ সব মহাজনদের ভাল হওয়া এবং উনাদের ব্যাপারে আমাদের সচেতন হওয়া।

১৳ = 1$ হুম………..বাংলাদেশের কি পরিমান উন্নতি হয়েছে!!!

ধন্যবাদ, এরকম একটি সচেতনতামূলক টিউন সঠিক সময়ে প্রকাশ করার জন্য।