সবাই কেমন আছেন ?আমি জানিনা এই টিউনটি কেউ পরবে কিনা ।কারন এই টিউনটি কোন তথ্য ও প্রযুক্তি বিষয়ক নয় এই টিউনটি হল জনগনের আপনার আমার সচেতননাতার জণ্য।যাই হোক সকালে ঘুম থেকে ওঠার আগে একজন আমাকে বলল এক টাকার লাল কয়েন টা আছে কিনা ।আমি বললাম কেন ? সে বলল এক টাকার কয়েন দিলে সে আমাকে ৪০ টাকা দিবে ।এই কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ।তাহলেবিবেক কে প্রশ্ন করুন আমরা এখন কোথায় বাস করছি ।আর আমার এই টিউনটি করার কারন এই হল এই সাইটে প্রতিদিন হাজার হাজার মেধাবি ভিজিটর আসে সবাইকে জানিয়ে দেয়া ।কারন আপনি যদি এই বিষয়টি শুনে থাকেন তাহলে যদি একজনকে আপনি বুঝিয়ে বলেন তাহলে একজনের মধ্যে যদি সচেতনতা আসে তাহলে আমার এই কষ্ট সার্থক হবে ।আরো শুনলাম এই লাল কয়েন নাকি ইন্ডিয়া পাঠানো হবে ।তাহলে এমন তো হতে পারে এই কয়েন স্বর্নের মধ্যে দিয়ে ভেজাল জিনিস বানানো হবে ।আমরা প্রতিদিন একটা একটা করে ভেজাল পন্য গ্রহন করি বা কোন খাদ্য খাই তাহলে একদিন আমাদের অবস্থা কোথায় দারাবে ।আজকে কয়েন আগামী দিন হবে আরো অনেক কিছু ।তাই সবাই সচেতন হউন এবং এই সমস্ত লোক পেলে আইনের কাছে ধরিয়ে দিন ।সবাই ভালো থাকবেন ।; ভালো লাগলে কমেন্ট করবেন।
আমি Alamger। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক একটি সাইট তৈরি করেছি আপনাদের সবাইকে আমন্ত্রন ।এই সাইটে লেকা জমা দিন www.ojanabd.com
লাভ নাই ভাই ছাড়া পেয়ে আবার শুরু করবে, লেখার জন্য ধন্যবাদ,কোন সরকার ই চায়না দেশ ভেজাল মুক্ত হোক আমি আপনি চাইলে কিচ্ছু হবে না
long live bangladesh