মোবাইলের মাধ্যমে প্রতারনা বাড়ায় বাংলাদেশ সরকার গ্রাহকদের সীম রেজিষ্ট্রেশন এ গুরুত্ব আরোপ করেছে।
তাই সীম এর তথ্য হালনাগাদ এর কাজ শুরু করেছে… যদি এর মাঝে গ্রাহক রা তাদের সীম হালনাগাদ না করে উপযুক্ত তথ্য দিয়ে তবে নির্দিষ্ট সময় পর সে সীম বাতিল বলেও গন্য হতে হবে।
সকলেই যেন সহজেই সীম এর তথ্য হালনাগাদ করতে পারে এইজন্য বাসায় বসে তথ্য হালনাগাদ করার ব্যবস্থা করা হয়েছে।
যেভাবে সীম বাসায় বসে রেজিষ্ট্রেশন করবেনঃ
এস এম এস পাঠানোর মাধ্যমে রেজিষ্ট্রেশনঃ
এয়ারটেল,বাংলালিংক,গ্রামীনফো এবং টেলিটক গ্রাহক রা ফোন থেকে এস এম এস পাঠানোর মাধ্যমে ঘরে বসেই সীম রেজিষ্ট্রেশন করতে পারেন এবং এতে কোন টাকা কাটবে না সীম থেকে।
একটা আইডি কার্ড দিয়ে সর্বোচ্চ ৫ টি সীম এভাবে রেজিষ্ট্রেশন করাতে পারবেন।
এস এম এস এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হলে নিচের মতো করে মেসেজ পাঠাতে হবে।
National ID Number, Birth Date[আইডি কার্ডে যেটা দেয়া আছে], Full Name [আইডি কার্ডে যেটা দেয়া আছে]
send to 1600
Example : XXXXXXXXXXXXX, 05 Sep 1985, Fajlur Rahman and send to 1600
[বিঃদ্রঃ কমা(,) এর পর একটা স্পেস দিতে হবে] সিটিসেল গ্রাহকদের জন্য রেজিষ্ট্রেশন সিষ্টেমঃ সিটিসেল গ্রাহক রা ও এস এম এস এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে পারবেন কিন্তু তাদের রেজিষ্ট্রেশন সিষ্টেম টা একটু ভিন্ন। সিটিসেল সীম রেজিষ্ট্রেশন এর জন্য নিচের মতো করে মেসেজ পাঠাতে হবে।
U National ID Number Birth Date[আইডি কার্ডে যেটা দেয়া আছে] Full Name [আইডি কার্ডে যেটা দেয়া আছে]
send to 1600
Example : U XXXXXXXXXXXXX 05 Sep 1985 Fajlur Rahman and send to 1600
আমি জুবায়ের আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।