Canon প্রিন্টার নিয়ে সমস্যা ভুগছেন (লাল বাতি জ্বলে আর নিভে কিছুতে কাজ হচ্ছে না নিয়ে নিন সমাধান)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

হঠ্যাত কাজের ফাকে একটি মেসেজ দিচ্ছে SB00 কিছুতেই সমস্যা সমাধান করতে পারছি না, এভাবে কেটে গেল একদিন, মনে মনে ভাবলাম আজ না পারলে সার্ভিস সেন্টারে নিয়ে যাব কিন্তু সার্ভিস সেন্টারে নিলে তো দিতে হবে টাকা, তাই নিজেই নিজেই চেষ্টা করলাম পেয়ে গেলাম সমাধান তাও আবার গুগল মামার সাহায্যো নিয়ে Youtube এর কয়েকটি ভিডিও দেখে। জেনে রাখুন হয়ত আপনিও আমার মত Canon Printer ব্যবহার কারী হয়ে থাকেন তাহলে সমস্যা সমস্যা সমাধান পেয়ে যাবেন।

প্রথমে জেনে রাখুন আপনার এই সমস্যা হচ্ছে নাকি।

যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে এই পদ্ধতি অনুসরন করুন।

প্রথমে এখান থেকে Service tool v3400 ডাউনলোড করে নিন,

তারপর চালু করুন। নিচের মত দেখানো গুলোতে ক্লিক করুন, তার আগে এই Video টি একবার দেখে ভাল করে বুঝে কাজ করুন।

টিউন থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে যে কথা গুলো না বললে নয়ঃ

আমার কষ্টের টিউন যদি আপনাদের মনে একটু ভাল লেগে থাকে, আর বুঝতে কোন প্রকার অসুবিধা হলে, নিচে টিউমেন্টের মাধ্যেমে আপনার মতামত জানাতে ভুলবেন না। কারন আপনার টিউমেন্ট এর দ্বারা আমি বুঝতে পারব, আমার টিউনটি করা সার্থক হয়েছে কিনা। আর আপনি অনেক কিছু শিখে যাবেন একটি মতামত জানাতে পারবেন না এটা কেমন কথা, টিউমেন্টে টিউনারদের উৎসাহিত করবেন। এখানে শিখতে এসেছেন কিছু শিখার চেষ্টা করুন, অযথা স্প্যাম করবেন না, কারন আপনার দেখাদেখি অন্যারা স্প্যাম করতে শিখবে, অযথা টেকটিউনস এর মনোরম পরিবেশ নষ্ট করবেন না। আর টিউনটি যদি ভাল লেগে থাকে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন করতে পারেন। সর্বশেষ যে কথাটি বলবো- সবাই মিলে করবো মোরা টেকটিউনস কে মনোরম পরিবেশ, আজ এখানেই আমার টিউনটি শেষ। ইনশাআল্লাহ দেখা হবে আগামী টিউনে। সে পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

ফেইসবুকে আমি

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

(Y)

ভাই যদি কাজ হয় তাহলে আপনার অনেক ধন্যবাদ. মাঝে মাঝে আমি সাভিস সেন্টারে যায় শুধু এই সমস্যার জন্য।

Level 0

AMI EI PROCESS AGEO USE KORTAM. BUT RECENTLY PROBLEM HOCCE. RESET BUTTON 5 TIMES PRESS KORAR POR SUDHU ORANGE LIGHT JOLE THAKE. EITAR KONO SOLUTION KI JANA ACE

খুব সুন্দর পোস্ট, ভাই ছবি ভাল করার জন্য ভাল সফটওয়্যার আছে কি?

Level 0

APNAR POST MANEI KAJER JINIS. ONEK ASTHA APNAR PROTI AMAR. THANKS.

Level 0

certise not recognise dekhay somathan ki?