আসসালামু আলাইকুম। অনেক দিন পড়ে আসলাম টেকটিউন এ। যাই হোক আজকের বিষয়টা একটু ভিন্ন। যদিও ভিন্ন তবে অনেকের কাজে লাগবে বলে আমার বিশ্বাস। বর্তমানে বাংলাদেশে প্রায় ৮২ + প্রাইভেট ইউনিভার্সিটি। এছাড়াও ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আছে BUET, KUET, DUET, RUET এর মত প্রতিষ্ঠান। সরকারি এই সকল ইউনিভার্সিটি ছাড়া আছে অধিকাংশ প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেখানে এ EEE কোর্স আছে। একটি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হিসেবে নিঃসন্দেহে EEE একটি দারুন সাবজেক্ট। আমার জানা মতে BUET এ EEE subject টি পড়তে হলে merit list এ টপ স্কোরের দিকে থাকতে হয়। যাই হোক আজকের টিউনটি মূলত যারা EEE নিয়ে পড়ছেন তাদের জন্য। একজন EEE student হিসেবে আপনাকে অবশ্যই একটি কোর্স এর জন্য একাধিক বই স্টাডি করতে হবে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটি বইতে সব বিষয় নিয়ে ভালো মত লেখা থাকে না। এখন এখানে প্রশ্ন আসে দুটো
আশা করছি সবার কাজে আসবে। সবাই ভালো থাকুন বিদায়।
আমি techpicho। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই দিলে তো ঠিক আছে কিন্তু এইরকম আশা করি নাই যে আশা নিয়া পোষ্ট টা দেখলাম প্ররাই ফাও. তাহলে টেক্টিউনে পোষ্ট করার মানে হয় না. এটা নিছকই গ্রুপের জনপ্রিয়তা বাড়ানোর উদ্দেশ্য.