আপনি কি একজন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার [EEE] background এর স্টুডেন্ট ? তাহলে জেনে নিন আপনার প্রয়োজনীয় বই গুলো সহজে খুঁজে পাওয়ার উপায়।

আসসালামু আলাইকুম। অনেক দিন পড়ে আসলাম টেকটিউন এ। যাই হোক আজকের বিষয়টা একটু ভিন্ন। যদিও ভিন্ন তবে অনেকের কাজে লাগবে বলে আমার বিশ্বাস। বর্তমানে বাংলাদেশে প্রায় ৮২ + প্রাইভেট ইউনিভার্সিটি। এছাড়াও ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আছে BUET, KUET, DUET, RUET এর মত প্রতিষ্ঠান। সরকারি এই সকল ইউনিভার্সিটি ছাড়া আছে  অধিকাংশ প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেখানে এ EEE কোর্স আছে। একটি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হিসেবে নিঃসন্দেহে EEE একটি দারুন সাবজেক্ট। আমার জানা মতে BUET এ EEE subject টি পড়তে হলে merit list এ টপ স্কোরের দিকে থাকতে হয়। যাই হোক আজকের টিউনটি মূলত যারা EEE নিয়ে পড়ছেন তাদের জন্য। একজন EEE student হিসেবে আপনাকে অবশ্যই একটি কোর্স এর জন্য একাধিক বই স্টাডি করতে হবে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটি বইতে সব বিষয় নিয়ে ভালো মত লেখা থাকে না। এখন এখানে প্রশ্ন আসে দুটো

১। EEE এর বইগুলোর  মূল্য কেমন ?

২। EEE এর এতো বইগুলো একসাথে কোথায় পাবো ?

প্রথম প্রশ্নের উত্তর হল বই এর মূল্য গুলো বিভিন্ন হয়। অনেক বেশি পড়ানো হয় বা বাজারে পাওয়া যায় এই সব বই এর দাম মাঝারি পর্যায়ের। তবে কিছু কিছু বই এর  দাম অনেক বেশি বিশেষ করে জব রিলেটেড বই গুলো।

দ্বিতীয় প্রশ্নের উত্তর হল নীলক্ষেত এবং বাংলা বাজার। এই দুইটি  জায়গায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়া স্টুডেন্টদের জন্য স্বর্গ। এখানে আপনি অধিকাংশ বই পাবেন কেনার জন্য। তাই বলা যায় যে এই দুই জায়গা না থাকলে আর ইঞ্জিনিয়ারিং পড়া লাগতো না।

 

তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এতো বই যদি কেউ কিনতে চায় তার কত খরচ কত হবে। অবশ্যই অনেক বেশি। তবে এই সমস্যার সব চেয়ে বড় সমাধান বইগুলো নেট থেকে  কালেক্ট করা। এখন একজন স্টুডেন্ট  এর পক্ষে এই সব বইগুলো কালেক্ট করা কিছুটা কষ্টকরই বটে। কিন্তু যদি এইরকম হত যে আপনার কোন বই লাগবে এবং সেটার পিডিফ আপনি ফেসবুকে রিকুয়েস্ট করলে সেই বই টি আপনাকে খুঁজে দেয়া হবে তাহলে কিন্তু কষ্টটা অনেক ক্ষেত্রেই কমে আসতো।
এই রকম একটি আইডিয়া নিয়ে গত বছর একটি গ্রুপ তৈরি করা ফেসবুকে। এই গ্রুপটির কাজ হল যারা EEE তে পড়ছেন তাদেরকে বিভিন্ন
বই খুঁজে দিতে সাহায্য করা।
বিভিন্ন স্টাডি material share করা এবং এর পাশাপাশি জব রিলেটেড বইগুলো শেয়ার করা।
গ্রুপটি অনেক effective EEE student দের জন্য । তাই যারা EEE নিয়ে পড়াশোনা করছেন একবার ঢুঁ মেরে আসতে পারেন ফেসবুকে এই  গ্রুপটি থেকে।

গ্রুপটি হল    ই-বুক (Ebooks):-Electrical & Electronic Engineering

আশা করছি সবার কাজে আসবে। সবাই ভালো থাকুন বিদায়।

 

Level 2

আমি techpicho। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই দিলে তো ঠিক আছে কিন্তু এইরকম আশা করি নাই যে আশা নিয়া পোষ্ট টা দেখলাম প্ররাই ফাও. তাহলে টেক্টিউনে পোষ্ট করার মানে হয় না. এটা নিছকই গ্রুপের জনপ্রিয়তা বাড়ানোর উদ্দেশ্য.

এই গ্রুপটাতে আছি শুরু থেকেই…. অনেম প্রয়োজনীয় একটা গ্রুপ এবং অনেক কাজের।