স্কুল/কলেজ ওয়েব সাইট ওয়ার্ডপ্রেস এ করেছেন? তাহলে কিছু প্রশ্ন ও পরামর্শ

শুভেচ্ছা সবাইকে আশা করি ভাল আছেন। আমি আজ স্কুল-কলেজ এর ওয়েব সাইট নিয়ে কিছু কথা বলতে টিউন করেছি। আমরা অনেকে ওয়ার্ডপ্রেস এ সাইট করছি, আমিও করেছি http://pjmp.edu.bd কিন্তু কথা হচ্ছে আমি সাইটি তৈরি করে এর ডিসপ্লেটা সুন্দর দেখাচ্ছে। এই সাইটে কাজকি আপনি/আমি করব? না, কে করবেন স্কুল কলেজের শিক্ষক, যার ওয়েব সাইট সর্ম্পকেই ধারণা খুবই কম তার উপর ওয়ার্ডপ্রেস কাজ বুঝতেই পারছেন (সব শিক্ষক কথা বলছি না যারা পারেন না) বেশির ভাগই। আমি যে প্রতিটা অপশন প্লাগিং দিয়ে তৈরি করলাম উনি কি পারবেন প্রতি কাজ মনে রাখতে ?  আপনার কি মনে হয়, আমার মনে হয় না। আমি খুবই কম জানি অনেক বড় ভাই আছেন যারা খুব ভাল বুঝেন তারা হয়ত খুবই সহজ ভাবে কাজটা করেছেন কিন্তু আমার মনে হয় ওয়ার্পপ্রেস এডমিন সবারটায় সমান। আমি এই অনুভুতি থেকে চিন্তা করতে থাকি কি করা যায় শেষে এক ভাই-এর সহযোগিতায় পেমেন্ট করে নিলাম পিইচপিতে করা একটি সাইট।  নতুন যে কেউ সাইটিতে তার তথ্যাদি সহজে আপলোড করতে পারবে। নিচে এর এডমিন প্যানেল এর কিছু ছবি দিলাম।

 

আমি খুবই দু:খিত ছবিগুলি সরিয়ে নিতে হল  ডেভেলপার ভাই এর নিষেধ এর কারণে, ওনি চাননা এটি বানিজিক ভাবে প্রকাশ পাক(বড় ভাই আমাকে নিজের ছোট ভাই এর মত দেখেন তাই আমাকে দিয়েছেন)। আমি শুধু আপনাদের বিষয়টি বুঝার জন্য লেখাগুলি রাখরাম। এটি প্রকাশ করার জন্য ডেভেলপার ভাই এর কাছে উন্মোক্ত ক্ষমা প্রার্থী। 

 

ই-মেইল- [email protected]  স্কাইপি- royalnoman

আমার করা সাইট - http://arban.org.bd/school

এটি আমি যে ভাবে সেটাপ করেছি- ভিডিও টিউটরিয়াল দেখতে পারেন-  https://youtu.be/lGKz1s6BmLs

ওয়ার্ডপ্রেসে তৈরি করলে প্রতিটা স্কুলের স্যারদের বুঝাতে বুঝাতে শেষে পাগল হয়ে যেতে হবে।

আমার পূবে করা টিউন - দেখুন এখানে /

Level 2

আমি প্রযুক্তি প্রেমী-রয়েল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই থিম টা আমি কিনবো খিমটা আমার বেশ ভালো লেগেছে আমার সাথে যোগাযোগ করুন : [email protected]

    আপনার ইমেইল এ বিস্তারিত জানানো হয়েছে। আমাকে যিনি সাইটি করে দিয়েছেন তার সাথে যোগাযোগ এর বিস্তারিত দিয়েছি। ওনি সহযোগিতা করবেন।

    থিমটা ফ্রি পাওয়া যায়। Frontier Theme.

      ধন্যবাদ আমি থীম এর বিষয়ে পোষ্ট করেনি। আমি পোষ্ট করেছি ওয়ার্ডপ্রেস এ স্কুল সাইট করলে এর বিরম্ভনার কথা। আর আমার ওয়ার্ডপ্রেস করা সাইটি ফ্রিতে থীম পাওয়া যায় আমিও ফ্রিথীম নিয়ে করেছি।

হুম তথ্য বহুল টিউন, শেয়ার করার জন্য ধন্যবাদ। যাইহোক আসলে আইটিতে আমাদের অনেকেরই অভিজ্ঞতার অভাব রয়েছে, সেখানে স্কুলের শিক্ষকদের হযবরল হওয়াটাই স্বাভাবিক। বর্তমানে স্কুলের ওয়েব সাইটকে বিভিন্ন প্লাটফর্মে করা যাচ্ছে যেমন ওয়ার্ডপ্রেস, ডাটাবেইজ, জুমলাতে। তবে অনেকেই আবার করছেন গুগলের ব্লগস্পট সাইটে, সেখানে ডোমেইনটি রিডাইরেক্ট করছেন। যদি স্কুল কর্তৃপক্ষ কোন সফটওয়্যার অপারেট করতে চাই সেই হিসাবে ৫০০ এমবি হোস্ট এর সাথে সাব ডোমেইন করা হচ্ছে। তবে এই বিষয়টিও ভাল। কারন, ব্লগস্পট সাইটে হয়ত সাইটটি আজীবন থাকবে, হোস্টিং এর বাড়তি খরচ লাগছেনা, ব্লগে এইচটিএমএল কোড এডিট করে অনেক সুন্দর সাইট বানানো যায় তথাপি স্কুলের স্যারেদের একটু দেখিয়ে দিলে নিজেই কাজটি করতে পারবে, তেমন কোন ঝামেলা নাই। অপরদিকে হয়ত শিক্ষা মন্ত্রনালয় বলেছে ডাইনামিক ওয়েব সাইট বানাতে, এটা থাকবে … ওটা থাকবে ইত্যাদি। আসল কথা হল এই রকম ফরম্যালিটি বজায় রাখার জন্য অনেকেই এই কথা বলবে। কিন্তু এর মানে এই নই যে, ওয়ার্ডপ্রেস, ওয়েবলি, ব্লগস্পটে রিডাইরেক্ট হিসাবে সাইট বানানো যাবে না??? তবে এক দিক হতে সুবিধা হচ্ছে হোস্টিং প্রভাইডরদের কারন কিছুটা হলে বিজনেস পলিসি হচ্ছে!! কিন্তু অরজিনাল কথা কেউ ব্লগস্পট নিয়ে বলছেনা। কারন, দেখা যাবে যে, হোস্ট বাদ দিয়ে সব ব্লগস্পট সাইটে ডোমেইন রিডাইরেক্ট করে সাইট ডেভেলপ করছে।

ভাই, আরেক জনের বানানো সপ্টওয়ার দিয়ে নিজে ব্যবসা করা বন্ধ করেন, বিক্রি করার হলে আপনার ডেভেলপারে আইডি দেন, ওয়েব এড্রেস দিন, এত ভাল সাইট সপ্টয়ার বানায় আর তার বুঝি নিজের সাইট নাই, আপনার মাধ্যমেই যোগাযোগ করতে হবে? ভন্ডামি বন্ধ করেন, উপকার করতে চাইলে সপ্টয়ার এর নাম বলেন, ডেভেলপার এর এড্রেস দিন,

আপনি ইমেইল এ ৬০০০ টাকা চাইলেন, আপনার কি অধিকার আছে এই সপ্টয়ার বিক্রি করার, যদি করতেই হয় ডেভেলপার করবে, প্রতিষ্ঠান করবে, তাদের অফিসিয়া এড্রেস দিবেন, অথবা অন্তত ফেইসবুক আইডি।।।।

[email protected] এই ইমেল থেকে টাকা চাওয়া হইছে, ৬০০০ টাকা, পিএইচপি স্ক্রিপ্ট (ekattor নয়) এর জন্য। আপনি কোন ডেভেলোপার না, আপনার এটি বিক্রির কোন অধিকার নাই, যদি পারেন ডেভেলপারের এড্রেসস দিন।।।।