সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে গুরুত্বপূর্ণ ইমেজ ফরমেটগুলোর প্রয়োজন অনুসারে সঠিক ব্যবহার সম্পর্কিত এবং টেকটিউনস পরিবারে আমার ১৫০ তম টিউনটি শুরু করছি।
➡ একই জিনিস একেক জনের দৃষ্টি ভঙ্গিতে একেক রকম হয়ে থাকে। যেমন সাধারন ব্যবহারকারীদের কাছে যেকোন ইমেজ ফরমেট একই রকম। এগুলোর মাঝে তারা মৌলিক কোন পার্থক্য খুঁজে পান না। কিন্তু একটু এডভান্স দিক থেকে চিন্তা করলে সবগুলো ইমেজ ফরমেট কিন্তু একই রকম না। তাদের ভেতর রয়েছে মৌলিক কিছু পার্থক্য। যার ফলে যেকোন ক্ষেত্রে ইচ্ছে মতো ইমেজ ফরমেট ব্যবহার করা যায় না। যারা ওয়েব এবং গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন তারা নিশ্চয় ইমেজ ফরমেটগুলো বিষয়ে যথেষ্ট পরিচিত আছেন। কিন্তু যারা সাধারন কম্পিউটার ব্যবহারকারী, যাদের বিচরন ফেসবুক কিংবা ব্লগে দু’একটি লেখার মধ্যে সীমাবদ্ধ তাদের অবগতির জন্য আজকের টিউনের অবতারনা। আজ আমরা পরিপূর্ণ ভাবে পরিচিত ইমেজ ফরমেটগুলো (JPEG, PNG, GIF ইত্যাদি) সম্পর্কে জানার চেষ্টা করবো। যার ফলে আজকের টিউনের পর থেকে সব ইমেজ আপনার কাছে একই রকম মনে হবে না। আপনি খুব সহজেই ইমেজগুলোর ফরমেট দেখে তাদের বৈশিষ্ট্য বলে দিতে পারবেন এবং আপনার নির্দিষ্ট প্রয়োজনে সুনির্দিষ্ট ইমেজ ব্যবহার করতে পারবেন। আমি এর আগে ইমেজ ফরমেটগুলোর মতোই বিভিন্ন মিডিয়া ফাইল ফরমেট সম্পর্কে একটি মেগাটিউন করেছিলাম। আপনারা আগ্রহী হলে আমার সেই টিউনটিও এক নজরে দেখে নিতে পারেন।
ডিজিটাল ইমেজের সবচেয়ে পরিচিত এবং বহুল ব্যবহৃত ইমেজ ফরমেট হলো JPEG বা JPG ফরমেট যা উচ্চারিত হয় জে-পেগ নামে। ১৯৮৬ সালে এই ফরমেটটি তৈরী হওয়ার পর থেকেই ফটোগ্রাফি এবং ওয়েব এর জন্য সর্বাধিক পরিমাণে ব্যবহৃত হয়ে আসছে। অধিকাংশ ডিজিটাল ক্যামেরাতে ডিফল্ট ফটো ফরমেট হিসাবে JPEG/ JPG ফরমেট দেওয়া থাকে। আপনাদের মোবাইল ফোন বা ডিজিটাল ক্যামেরাতে তোলা ছবিগুলোর নিশ্চয় ফরমেট চেক করে দেখেছেন? যাহোক, চলুন তাহলে এই ফরমেটটির কিছু বৈশিষ্ট্য এবং এর ব্যবহার সমূহ জেনে নেই।
তবে JPEG/ JPG ফরমেট এর ইমেজকে লাইন আর্ট এর ক্ষেত্রে ব্যবহার করা অনুচিত। এছাড়াও যে সমস্ত ইমেজে শার্পনেস অনেক বেশি গুরুত্বপূর্ণ সেখানে JPEG ফরমেট খুবই বাজে পারফরমেন্স দেয়। এ সমস্ত ব্যাপারে GIF অথবা PNG ফরমেট ব্যবহার করা যেতে পারে।
১৯৮৭ সালে স্লো ইন্টারনেট কানেকশনে দ্রুত ইমেজ ট্রান্সফারের জন্য Wilhite নামে এক ব্যক্তি এই ইমেজ ফরমেট তৈরী করেন। তবে এর নামের উচ্চারণ নিয়ে একটু বিতর্ক আছে। কারন অনেক ইংরেজি টিউটরিয়ালে ডিজাইনারদের কাউকে জিফ আবার কাউকে গিফ উচ্চারণ করতে শুনেছি। যদিও ইংরেজি বর্ণ G এর উচ্চারণ নিয়ে অনেকেই মাঝে মাঝে সমস্যায় পড়ে এর উচ্চারণ ‘জ’ হবে নাকি ‘গ’ হবে এটা নিয়ে। ইদানিং ফেসবুকে এই শব্দটির বিকৃত উচ্চারণ অনেকেই ইচ্ছেকৃত ভাবে করে আসছে। এই ধরনের উচ্চারণের অপব্যবহার ভবিষ্যতে ভাষার জন্য খুবই খারাপ প্রভাব ফেলবে। এটার সঠিক উচ্চারণ বলার আগে আপনাদের আমার ব্যক্তিগত একটি বিষয় শেয়ার করি। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় আমি G এর উচ্চারণ নিয়ে ব্যাপক বিভ্রান্ত হয়ে পড়ি। কখন এর উচ্চারণ ‘জ’ হবে আবার কখন ‘গ’ হবে এটা নিয়ে আমার চিন্তার অন্ত ছিলো না। অবশেষে পুরো ডিকশনারীতে G এর উচ্চারণ দেখে আমি নিশ্চিত হই যে G এর পরে E, I অথবা Y থাকলে কেবল G এর উচ্চারণ ‘জ’ হয় এবং বাকি সবগুলোতে ‘গ’ হয়। এখনকার জন্য বিষয়টা হাস্যকর হলেও ১৫ বছর আগে গ্রামের প্রাইমারি পড়ুয়া একটা ছেলের জন্য বিষয়টা অন্যরকমই ছিলো। যাহোক, এবার নিশ্চয় বুঝতে পারছেন ফরমেটটির উচ্চারণ কি হবে? চলুন তাহলে এবার এই ফরমেটটির বৈশিষ্ট্যগুলো দেখে নেই।
একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডিজাইনারের একটা ভিডিও টিউটরিয়ালে তাকে বলতে শুনছিলাম যে, “আমি জানি এর সঠিক উচ্চারণ হলো জিফ কিন্তু আমি এটাকে গিফ বলেই বেশি মজা পাই”। জানার পরেও ভুল উচ্চারনের প্রতি এই ধরনের আগ্রহ আমাকে অনেক বেশি উৎসাহিত করেছিলো। এখানে মোরালটা হলো, আমার নিজের যেটা ভালোলাগে আমি সেটাই করবো। ভুল হলো না শুদ্ধ হলো সেটা যায় আসে না!
১৯৯০ সালের মাঝামাঝি সময়ে GIF এবং JPEG এর সুবিধাগুলো সমন্বয় করে PNG ফাইল ফরমেট তৈরী করা হয় যাকে পিং কিংবা পিএনজি হিসাবে উচ্চারণ করা হয়। যদিও এখনো পর্যন্ত এই ফরমেটটি মাইক্রোসফট এর ইন্টারনেট এক্সপ্লোরার থেকে শুরু করে অনেক পুরাতন ব্রাউজারে পুরোপুরি সাপোর্ট করে না তবুও ফরমেটটি ট্রানপারেন্সি এবং ফাইলের কালার কম্বিনেশন এর কারনে ব্যবহারকারীদের কাছে শক্ত অবস্থান তৈরী করে ফেলেছে। তো চলুন তাহলে এই ইমেজ ফরমেট সম্পর্কে সংক্ষেপে একটু ধারনা নিয়ে নেই।
ফাইল ফরমেটগুলো সম্পর্কে তাত্ত্বিক আলোচনা আজকের মতো শেষ হয়েছে। এবার তাহলে সিদ্ধান্ত নেওয়ার পালা আপনি কোন ফরমেটটি কোথায় ব্যবহার করবেন। নিচের চিত্রে সংক্ষেপে সবগুলো ফরমেট এর সর্বোত্তম ব্যবহার দেখানো হয়েছে। এখান থেকেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনার কোন প্রয়োজনের জন্য কোন ফরমেট ব্যবহার করা উচিত।
তবে এই ইমেজ ফরমেটগুলোর বাস্তব উদাহরণ এবং তুলনামূলক পার্থক্য বুঝার জন্য নিচের সারণীটি আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারবে বলে মনে হয়। তো ইমেজগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করুন এবং তাদের মাঝের মৌলিক পার্থক্যগুলো নিজে নিজে নিরূপন করার চেষ্টা করুন। এটাই তাহলে আপনাদের জন্য হোমওয়ার্ক।
ইমেজ ফরমেট | ইমেজ সাইজ | ইমেজ নিদর্শন |
JPG - হাই কোয়ালিটি ইমেজ | 319KB | ছবি দেখতে এখানে ক্লিক করুন |
JPG - মধ্যম কোয়ালিটি ইমেজ | 188KB | ছবি দেখতে এখানে ক্লিক করুন |
JPG - ওয়েব কোয়ালিটি | 105KB | ছবি দেখতে এখানে ক্লিক করুন |
JPG - লো কোয়ালিটি / সংকোচিত | 50KB | ছবি দেখতে এখানে ক্লিক করুন |
JPG - অত্যধিক সংকোচিত | 18KB | ছবি দেখতে এখানে ক্লিক করুন |
PNG - সংকোচন ছাড়া | 741KB | ছবি দেখতে এখানে ক্লিক করুন |
GIF - মাত্র ২৫৬ কালার | 286KB | ছবি দেখতে এখানে ক্লিক করুন |
ইমেজ এবং মিডিয়া ফাইলের পরিচিত সবগুলো ফরমেট সম্পর্কে আপনাদের সামান্য করে হলেও আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ধারনা দিতে চেষ্টা করলাম। জানিনা কতোটুকু বুঝতে পারছেন, তবে আমার টিউনটি যদি আপনাদের জ্ঞানের দুয়ারে সামান্য ইন্ধন যোগাতে পারে তাহলেই আমার সকল পরিশ্রম স্বার্থক হবে। আপনাদের জ্ঞান ভান্ডারে আর কী কী অভাব অনুভব করছেন সেটা আমাকে জানাতে ভুলবেন না যেন। টেকটিউনস পরিবারের সকলের সেবাই পরিবারের সদস্য হিসাবে আমার অন্যতম ব্রত।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর টিউনটিকে মৌলিক মনে হলে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন দিতে ভুলে যাবে না যেন। সর্বশেষ যে কথাটি বলবো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ
➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
ধন্যবাদ ভাই ৷ভালো ভালো টিউন উপহার দেয়ার জন্য ৷ শুভ রাত্রি