টেকটিউনস এ কোন টিউন ? ২৯৯ টাকায় ৫০ জিবি ইন্টারনেট

আসসালামুয়ালাইকুম, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমি আমি কোন টিউন প্রকাশ করছি না, বড়ং একে এন্টি টিউন বলতে পারেন।

প্রথমেই tt এর মডারেটোর ভাই দের কাছে ক্ষমা চাইছি, আর যদি আপনাদের নীতিমালা ভংগ হয় আমায় ক্ষমা করবেন।

আমি এরেক টা কথা বলতে চাই যে আমি কারও বিরুদ্ধে নই বা কারও স্বার্থে আঘাত করতে চাই না।

এবার মুল বিসয়ে আসি

গত পরসু দিন থেকে আমি একটা টিউন লক্ষ্য করছি যে ২৯৯ টাকায় ৫০ জিবি ইন্টারনেট। আমরা বাংলাদেশ এর মানুষ এরা এই বেপারে খুব সেন্সেটিভ। কারন আমাদের দেশে মোবাইল অপারেটর দের কোন আনলিমিটেড প্যাক নাই। যদি মাসে ১০০০০ টাকাও খরচ করা হয় তাও আনলিমিটেড নাই। সেকারনেই আমরা এইরকম ফ্রি বার তার কাছাকাছি দেখলেই আমরা সেখানে যাই এবং সেই অফার পেতে চাই। আমিও তাই টিউন টা পরলাম। টিউন টা হয়তবা কাজ করে হয় তোবা করে না, সেই বেপারে আমি কিছু বলতে পারছি না। কিন্তু আমরা যারা এখান কার পাঠক তারা এটা ভালভাবেই যানি যে tt  যা লেখা হয় সঠিক এবং ১০০% কাজ করে।

 

এখন আমি সেই টিউন টি দেখে চেস্টা করলাম তার মত করার কিন্তু হল না। আমার ই ভুল, আমি পারিনি।। একবার সিম এর অই অংশ টার সিল্ভার পার্ট তুলে ফেললাম, সিম নস্ট হল, আরেকবার অনেক ঘসেও পোর্ট পেলাম না। ২ টা সিম নস্টের পর কএয় টা প্রশ্ন করে টিউমেন্ট করলাম, অনেকের টিউমেন্ট পরলাম, বুঝলাম অনেকেই এই সমস্যায় পড়েছে। তবে এক্ষেত্রে লেখকের ক দোষ, সে তো ভালোর জন্যই টিউন করেছে। কিন্তু আমরা এই নিয়ে কোন প্রশ্ন করলে তার উত্তর এই পেলাম যে সেটা তার টিউন না, মুল যার টিউন তার কন্টাক নাম্বার দেয়া আছে তার সাথে যোগা্যগ করতে, আর লেখক কিছু যানে না।

এখানে আমার ২ টা প্রশ্ন

  1. tt কি এর অনুমতি দেয় কেউ অন্যের টিউন লিখতে, যদি দেয় ও তাহলে ক তার সব কি যেনে দেয়া কি উচিত নয়?
  2. যদি এই পদ্ধতি সে অবলম্বন করে থাকে তাহলে নিশ্চই তার সব কিছুই জানা থাকার কথা। তাহলে আমাদের আরেকজন কে কেন প্রশ্ন করতে হবে?

এই তো গেল সেদিনের কথা। কোন উত্তর পেলাম না। ভাবলাম সবাই যে কাজ করতে পারল  আমি পেলাম না, দুর্ভাগ্য। লেখকের আর কি দোষ। না যেনেই টিউন ট দিয়ে দিছে

 

কিন্তু আজ যখন দেখলাম ঠিক সেম টিউন দেয়া হয়েছে সাথে লেখা ভিডিও টিউটেরিয়াল সহ তখন আনন্দে মনটা ভরে গেল। ভাবলাম আজ হবে। লেখক এবার সব জেনেশুনেই টিউন করেছে।  কিন্তু আশার গুরেবালি। ভিডিও থাম্বনিল দেখে মনে হল নিশ্চই পদ্ধতি দেয়া, কিন্তু যেই সেই, ভিডিও তে শুধু একটা সিম দেখান হয়েছে আর কিছু না। আর টিউমেন্ট এ প্রশ্নের উত্তর পাব এত বড় ভাগ্য আমার নয়।

কি আর করা, তবে কেউ যদি পেরে থাকেন প্লিস বলবেন

Level 2

আমি মিনহাজ উজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মানুষের সিম গুলা নষ্ট করার ফন্দি ছাড়া আর কিছুই না।

    জি ভাই ঠিক বলেছেন……
    কারনঃ সীমের যে পিন গুলো থাকে তা ৮ ভাগে ভাগ করা এবং তার প্রতিটির ভিন্ন ভিন্ন কাজ রয়েছে……
    1.VCC (power supply)
    2.RST (reset)
    3.CLK (clock)
    4.D+ (USB Inter-chip)
    5.GND (ground)
    6.VPP (voltage programming power)
    7.I/O (input/output)
    8.D- (USB Inter-chip)
    ঐ টিউন টা তে আপনাদের যে পিন টা উঠাতে বলা হয়েছে তা হল NO.1 pin.
    তাহলে বুজতেই পারছেন কি করছেন …
    power ছাড়া কোনো কিছু চালানো কি POSSIBLE???????????????

      আমার সিম Nokia ও অ্যান্ড্রয়েড phone-এ insert দেখাচ্ছে । তবে একটা China phone ও Gp মড়েমে কানেকশন পাচ্ছে তবে ডাটা খরচ হচ্ছে । কিন্তু ফেয়ার ইউজেজ পলিসি সম্বলিত কোন প্যাকেজ কিনে Test করি নি । কারণ প্যাকেজ কিনার টাকা নাই । কেউ Test করলে জানাবেন ।

      আমি খাতা সেলাই করা ভ্রমর দিয়ে খুচিয়ে ,আস্তে করে টেনে তুলে ফেলছি ।

ভা্ই আপনার মত আমারও একই অবস্থা, সিম গুলা নষ্টের ফন্দি ছাড়া আর কিছুই না। সচেতন মূলক টিউনটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

apnar tune pore moja pailam..
Sottoi emon je tune kore.. Amioto chesta korte cheyechilam.. jehetu onekeu osofol.. tai ami kete porlam..

অনেকের সিম নস্ট হইসে কিন্তু এইটা তও হতেও পারে

    আমিও তো তাই বলছি , কিন্তু ক্লিইয়ার করে কিছু বল্বেনা? আর কি ভিডিও ওটা? ওটা দেখেই তো সন্দেহ যাগে

আমার একটা নষ্ট সিম আছে সেটা কেটে দেখি।

জিপি অনেক আগেই বাদ দিসি

আপনার কথা হয়ত ঠিক। তবে শুনেন,

আমি একটা সিমে ট্রাই করেছি ও সফল ও হয়েছি। প্রথমবার সিমটা পাচ্ছিল ও নেট ও চলছিল ।এমবি কাটছিল না ।তবে মোবাইল খুলে আবার ঢুকিয়ে দেখি সিম আর পাচ্ছে না ।আমার ভুল হয়েছিল মনে হয়, দুইটা পোর্ট ই বসিয়ে দিয়েছিলাম। ধীরে করেন ।পারবেন 🙂

    apni jozi peye thaken tahole ektu bole den kivabe korbo , ar ami to kono port pai ni

    আপনার সিম টার একটা ছবি দিলে ভাল হত।আর পোর্ট ২ টা থাকে?জানা জন্য জিজ্ঞাস করলাম আরকি

চিত্র অনুযায়ী সিমের কোনায় তো খুব ভালোভাবে ঘষলাম। কিন্তু কেন পোর্ট পেলাম নাতো। আর এটা যদিও পাই তাহলে সুচ দিয়ে বসিয়ে দেওয়া কি করে সম্ভব। কিছুই মেলাতে পারছিনা।

হাহাহাাহ ! ভাই প্রতি মাসে ২৫ জিবির উপরে নেট লাগে , সিম দিয়ে নেট চায়ায়া ফতুর , ৫ টা সিম নষ্ট করতে রাজি আছি বাট শিউরিটি দিলে কাজ শুরু করতাম

vai ami ses 8 ta sim keo r try koren na please!!! jodi paren sim gola kaore dan koira den . ami ses amar sob vip number gola ses

ami ses!!!! 🙁

যাক ভাই আমি বাচছি।।

জিপি অনেক আগেই বাদ দিসি

Level 0

সহমতঃ….. সাবধান ! আপনার মূল্যবান SIM CARD নষ্ট করবেন না আপনার সেল ফোন এর SIM SLOT দিকে তাকান এতে 6 টি পিন আছে , একটা SIM CARD ভেঙ্গে দেখুন তাতে 6 টি পিন আছে । তাহলে 8 নং DATA EXIT পিন পাবেন কই ? সকাল থেকে 3 টা গেল । আর যেন একটা সিম এর প্রান না যায়

একটা সিম নষ্ট হবার পরে আবার আরেকটা সিমে ট্রাই করলাম।

সিম কানেক্ট পাচ্ছে ।তবে চেক করার জন্য আবার ৩৫৮ টাকা লাগবে।সম্পূর্ন কাজ করে আপনাদেরকে টিউন দিতে পারব আশা করা যায়।

এই পিকচারটি দেখেন ভাইয়া। উপকারে আসলেও আসতে পারে

http://qfs.mobi/f2498705

Level 0

ভাই আমি আপনাদের সিম তৈরি করে দিব । আপনার সিম সব কাজ করবে এবং আলম ইমন ভাইয়ের পদ্দতি কাজ করবে, আপনারা আমাকে সিম তৈরি জন্য কত দিতে পারবেন.??

আমি করছি কোন সমস্যাই হয়নি। টিউনেরর সমালোচনা নিয়েও আাবার টিউন?

    যারা বলেন ঃচালাতে পারছি, চলছে, ২ টা সীম নস্ট করে সফল হয়েছি…
    তাদের কাছে ১ টাই প্রশ্ন … আপনারা কি মোবাইলও ব্যাটারি ছাড়া চালান…????????

ঐ টিউন অনুসরণ করতে গিয়ে আমার একটি সিম কার্ড নষ্ট হয়ে গেছে।

ভাই সম্ভবত এই ট্রিকটা কাজ করে। আমি সিমের ঐ পিনটার জায়গায় সুপার গ্লু লাগিয়ে দেখেছি, সিম টা কাজ করে। তবে ইন্টারনেট প্যাক এখনো কিনিনাই। আর এটা ট্রাই করার ফলে মোবাইলে কথা বলার সময় কিছু সমস্যা হয়েছে, কিন্তু নেট চালানোর সময় কোন সমস্যা হয়নাই।

    Level 0

    যেসমস্ত সীমে পিনের সারি চারটা করে সেগুলাতে ঐ পোর্ট তুলে ফেললেও সীম কাজ করে

টেকটিউন্সে যা পাই চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলি
কিন্তু আগে এমন অভিযোগ পাওয়া যেতনা

আমি মিনহাজ উজ জামান ভাইয়ের সাথে একমত।আমি উনার বলা পদ্ধতি অনুযায়ী সব কাজ করছি,আমার সিম মোবাইলে কনেকশনও পাইছে।কিন্তু উনি বললেন যে এই কাজ করলে আনলিমিটেড প্যাক এর Fup থাকে নাহ যেইটা সম্পূর্ণ ভুল।Fup তার কাজ ঠিকমতই করে।আর ভাইয়েরা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন “জিপি কম্পানিটাকে কি আপনাদের এত্ত আবাল মনে হয় যে এরা সব কিছু বিবেচনা না করেই সিম বানাইছে আর বাজারে ছাড়ছে?”………এইসব ভুয়া টিউন কেন করা হয় এখানে? আমি এর তীব্র প্রতিবাদ জানাই।