আসসালামুয়ালাইকুম, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমি আমি কোন টিউন প্রকাশ করছি না, বড়ং একে এন্টি টিউন বলতে পারেন।
প্রথমেই tt এর মডারেটোর ভাই দের কাছে ক্ষমা চাইছি, আর যদি আপনাদের নীতিমালা ভংগ হয় আমায় ক্ষমা করবেন।
আমি এরেক টা কথা বলতে চাই যে আমি কারও বিরুদ্ধে নই বা কারও স্বার্থে আঘাত করতে চাই না।
এবার মুল বিসয়ে আসি
গত পরসু দিন থেকে আমি একটা টিউন লক্ষ্য করছি যে ২৯৯ টাকায় ৫০ জিবি ইন্টারনেট। আমরা বাংলাদেশ এর মানুষ এরা এই বেপারে খুব সেন্সেটিভ। কারন আমাদের দেশে মোবাইল অপারেটর দের কোন আনলিমিটেড প্যাক নাই। যদি মাসে ১০০০০ টাকাও খরচ করা হয় তাও আনলিমিটেড নাই। সেকারনেই আমরা এইরকম ফ্রি বার তার কাছাকাছি দেখলেই আমরা সেখানে যাই এবং সেই অফার পেতে চাই। আমিও তাই টিউন টা পরলাম। টিউন টা হয়তবা কাজ করে হয় তোবা করে না, সেই বেপারে আমি কিছু বলতে পারছি না। কিন্তু আমরা যারা এখান কার পাঠক তারা এটা ভালভাবেই যানি যে tt যা লেখা হয় সঠিক এবং ১০০% কাজ করে।
এখন আমি সেই টিউন টি দেখে চেস্টা করলাম তার মত করার কিন্তু হল না। আমার ই ভুল, আমি পারিনি।। একবার সিম এর অই অংশ টার সিল্ভার পার্ট তুলে ফেললাম, সিম নস্ট হল, আরেকবার অনেক ঘসেও পোর্ট পেলাম না। ২ টা সিম নস্টের পর কএয় টা প্রশ্ন করে টিউমেন্ট করলাম, অনেকের টিউমেন্ট পরলাম, বুঝলাম অনেকেই এই সমস্যায় পড়েছে। তবে এক্ষেত্রে লেখকের ক দোষ, সে তো ভালোর জন্যই টিউন করেছে। কিন্তু আমরা এই নিয়ে কোন প্রশ্ন করলে তার উত্তর এই পেলাম যে সেটা তার টিউন না, মুল যার টিউন তার কন্টাক নাম্বার দেয়া আছে তার সাথে যোগা্যগ করতে, আর লেখক কিছু যানে না।
এখানে আমার ২ টা প্রশ্ন
এই তো গেল সেদিনের কথা। কোন উত্তর পেলাম না। ভাবলাম সবাই যে কাজ করতে পারল আমি পেলাম না, দুর্ভাগ্য। লেখকের আর কি দোষ। না যেনেই টিউন ট দিয়ে দিছে
কিন্তু আজ যখন দেখলাম ঠিক সেম টিউন দেয়া হয়েছে সাথে লেখা ভিডিও টিউটেরিয়াল সহ তখন আনন্দে মনটা ভরে গেল। ভাবলাম আজ হবে। লেখক এবার সব জেনেশুনেই টিউন করেছে। কিন্তু আশার গুরেবালি। ভিডিও থাম্বনিল দেখে মনে হল নিশ্চই পদ্ধতি দেয়া, কিন্তু যেই সেই, ভিডিও তে শুধু একটা সিম দেখান হয়েছে আর কিছু না। আর টিউমেন্ট এ প্রশ্নের উত্তর পাব এত বড় ভাগ্য আমার নয়।
কি আর করা, তবে কেউ যদি পেরে থাকেন প্লিস বলবেন
আমি মিনহাজ উজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষের সিম গুলা নষ্ট করার ফন্দি ছাড়া আর কিছুই না।