আসসালামুআলাইকুম টেকটিউনস পরিবারের প্রিয় সদস্যগণ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজার একটি তথ্য। বজ্রপাত কেন হয় এই সম্পর্কে আমাদের অনেকেরেই জানা নেই প্রকৃত কারনটা। আমরা অনেকে মনে করি মেঘে মেঘে ধাক্কা লাগলেই বোধ হয় বজ্রপাত সৃষ্টি হয়। আমাদের দেশের অধিকাংশ মানুষেরই এই ধারণা। মাটিতেই বা কেন এই বজ্র পড়ে তাও আমাদের অনেকেরই জানা নেই। আসুন তবে বুঝার চেষ্টা করি আসল ব্যাপারটা কী ?
মেঘ যখন আকাশে থাকে তখন এর দুইটা দিক বা অংশ আমরা বিবেচনা করতে পারি। স্বাভাবিকভাবেই দুইটা দিকের একটা থাকবে নিচের দিকে অর্থাৎ ভূপৃষ্ঠের দিকে এবং অন্য অংশ থাকবে উপরের দিকে তথা মহাকাশের দিকে। মেঘের নিচের অংশে সাধারণত ঋণাত্ত্বক আয়ন আর উপরের অংশে থাকে ধনাত্বক আয়ন। নিচের চিত্রটা একটু লক্ষ্য করি-->
চিত্র থেকে আমরা সহজেই উপরের কথাগুলো বুঝতে পারি। চিত্রে দেখা যাচ্ছে মেঘের উপরের অংশে ধনাত্বক আয়ন আর নিচের অংশে ঋণাত্বক আয়ন অবস্থান নিয়েছে।
এখন আমরা ভূপৃষ্ঠের কথা বিবেচনা করি। ভূপৃষ্ঠের মধ্যকার ধনাত্বক আয়নই মূলত ভূপৃষ্ঠে বজ্রপাতের কারণ। যখন আকাশে প্রচুর মেঘ জমে আর তা ভূপৃষ্ঠের খুব নিকটে চলে আসে তখনই বজ্রপাতের ঘটনাটা ঘটে। নিচের চিত্রটা লক্ষ্য করি-->
উপরের চিত্রে আমরা দেখছি মেঘের নিচের অংশে প্রচুর ঋণাত্বক আয়ন অবস্থান করছে যেগুলো অধিক পরিমাণ হয়ে যাওয়ায় অন্য কোথাও চলে যাওয়ার চেষ্টা করছে। আর এই আয়নগুলো যেহেতু ঋণাত্বক তাই স্বাভাবিকভাবেই এটি কোন ধনাত্বক পথের দিকে ছুটে যেতে চাইবে। যার ফলশ্রুতিতে এগুলো ভূপৃষ্ঠের ধনাত্বক আয়নের দিকে দ্রুত ধাবিত হয়। কেননা আমরা জানি ধনাত্বক-ঋণাত্বক একে অপরকে আকর্ষন করে। বজ্রপাতের বেলায় এটিই হয়। আসুন নিচের চিত্রটি দেখি-->
ঋণাত্বক আয়নের আগমন দেখে ভূপৃষ্ঠের বিভিন্ন পদার্থ থেকে সৃষ্ট ধনাত্বক আয়নগুলোও আর নিজেদের অবস্থানে থাকতে পারে না। এগুলোও তখন যথাসম্ভব উপরের দিকে উঠে যায়।
আর যখনই মেঘে অবস্থিত ঋণাত্বক আয়ন আর ভূপৃষ্ঠের ধনাত্বক আয়নগুলো একে অপরের সংস্পর্শে আশে তখন ইলেক্ট্রনগুলো যাওয়ার রাস্তা খুজে পায়। তখনই আলো জ্বলে উঠে আর মেঘের ইলেক্ট্রনগুলো দ্রুত ভূপৃষ্ঠে চলে যায়। একেই আমরা বজ্রপাত বলি। নিচের ছবিটা দেখি আসুন -->
বজ্রপাতের সময় আলো জ্বলে, এর কারণ হল ইলেক্ট্রন যাওয়ার সময় প্রচুর পরিমণে শক্তি নির্গত করে, যার কিছুটা আলোক শক্তিতে রূপান্তরিত হয়।
আমার মনে হয় লেখাটি পড়ে বজ্রপাত কেন এই সম্পর্কে কিছুটা হলেও জানতে পেরেছেন। মেঘের মধ্যে কেনো বজ্রপাত হয়, এর উত্তরও একই। আমি আগেই বলেছি মেঘের মধ্যেও ধনাত্বক-ঋণাত্ত্বক অংশ থাকে। দুই খন্ড মেঘের মধ্যকার ধনাত্বক-ঋণাত্বক প্রান্তের যখন সংযোগ ঘটে তখন মেঘের মধ্যেও একই পদ্ধতিতে বজ্রপাত ঘটে। খুব সিম্পল খুব সহজ।
টিউনটি পড়ে কিছুটা উপকৃত হলেই লেখাটি সার্থক বলে মনে করব। কথা হবে অন্য দিন। আসব নতুন কোন লেখা নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।
আমি ফজলে রাব্বি শাফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুম। সবকিছু বুজলুম, কিন্তু আউয়াজ অয় কেনু …. ¿?