জেনে রাখুন উইন্ডোজের Sleep, Hibernate, Hybrid Sleep এর মধ্যে পার্থক্য কী এবং কীভাবে ব্যবহার করতে হয় আমার বিশ্বাস আপনি আগে এসব জানতেন না!

টিউন বিভাগ কী কেন কীভাবে
প্রকাশিত
জোসস করেছেন
Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

কম্পিউটার যারা ব্যবহার করেন তারা খুব ভালো করেই জানেন পাওয়ার অপশনটা কতো গুরুত্বপূর্ণ। আমরা যখন কম্পিউটারে কাজ করি তখন কাজের পাশাপাশি কম্পিউটারের পাওয়ার অপচয়ের কথাও ভাবতে হয়। ধরুন আপনি একটা কাজ মাঝপথে রেখে কোথাও যাবেন ভাবলেন, এখন নিশ্চয় কম্পিউটার খোলা রেখেই যাবেন না? তাছাড়াও বর্তমান এরকম অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো অনলাইনে ইনস্টল করতে হয়। এখন ইনস্টলেশন প্রসেস মাঝামাঝি হওয়ার পর আপনার কোন একটা জরুরী কাজ যদি চলে আশাকরি টিউনের শেষ পর্যন্ত সাথেই থাকবেন।

কম্পিউটারের Sleep Mode (সাময়িক বিরতির জন্য)

Sleep Mode হলো এমন একটি পাওয়ার সেভিং অবস্থা যেটাকে আমরা একটি মুভিকে কিছুক্ষনের জন্য থামিয়ে রাখার সাথে তুলনা করতে পারি। মুভি দেখার সময় কোন বিশেষ প্রয়োজন হলে আপনি যেমন মুভিটাকে থামিয়ে রেখে আবার আগের জায়গা থেকে শুরু করতে পারেন ঠিক তেমনি Sleep Mode এর সাহায্যে আপনি কম্পিউটারের যেকোন কাজকে যেকোন অবস্থায় থামিয়ে রাখতে পারবেন। যখন কম্পিউটারকে Sleep Mode এ রাখা হয় তখন কম্পিউটারের সকল কাজ বন্ধ হয়ে যায় এবং কোন চালু থাকা ডকুমেন্ট কিংবা অ্যাপ্লিকেশন মেমরিতে জমা হয়ে যায়। কিন্তু আপনি চাইলে কয়েক সেকেন্ডের মধ্যেই আবার কম্পিউটারকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন।

Sleep Mode প্রায় স্ট্যান্ডবাই মোডের মতোই কাজ করে। এটা তখনি ব্যবহার করা হয় যখন খুব কম সময়ের জন্য কাজের বিরতির প্রয়োজন পড়ে। কম্পিউটার Sleep Mode এ থাকলে খুব কম পরিমান পাওয়ার খরচ হয়।

কম্পিউটারের Hibernate Mode (দীর্ঘ বিরতির জন্য)

কম্পিউটারকে Hibernate Mode এ রাখা হলে এটা তার সকল ওপেন ডুটিউমেন্ট এবং চলমান অ্যাপ্লিকেশনগুলো কম্পিউটারের হার্ডডিস্কে রংরক্ষণ করে রাখে এবং পরিপূর্ণভাবে কম্পিউটারকে শাট-ডাউন করে ফেলে। তারপর যখন কম্পিউটারকে চালু করা হয় তখন কম্পিউটার ঠিক পূর্বের সেই অবস্থায় ফিরে আসে যেমনটা Hibernate করার আগ মূহুর্তে ছিলো। তারমানে কম্পিউটারকে Hibernate Mode এ রাখার অর্থ হলো কম্পিউটারের পাওয়ার অপশন বন্ধ করে রিজিউম সাপোর্ট করানো।

Hibernate Mode তখনি ব্যবহার করবেন যখন কম্পিউটারকে অনেক সময়ের জন্য বন্ধ রাখার প্রয়োজন হবে কিন্তু আপনি ওপেন ডকুমেন্ট এবং অ্যাপ্লিকেশনগুলোকে বন্ধ রাখতে না চাইবেন। Sleep Mode এ রাখা ল্যাপটপ কম্পিউটার একটা নির্দিষ্ট সময় পরে স্বয়ংক্রিয়ভাবে Hibernate Mode এ চলে যায়।

কম্পিউটারের Hybrid Sleep Mode (Sleep Mode এবং Hibernate Mode এর সমন্বয়)

Hybrid Sleep Mode হলো কম্পিউটারের Sleep Mode এবং Hibernate Mode এর একটি সমন্বিত রূপ যা শুধুমাত্র ডেস্কটপ কম্পিউটারে দেওয়া থাকে এবং ল্যাপটপ কম্পিউটারের জন্য আগে থেকেই ডিজেবল থাকে। যখন কোন কম্পিউটারকে Hybrid Sleep Mode এ রাখা হবে তখন এটা তার চালু থাকা সমস্ত কাজকে মেমোরি এবং হার্ডডিস্কে সংরক্ষণ করে রাখে। তারপর এটা কম্পিউটারের পাওয়ার কনজাম্পশনকে একদম কমিয়ে দেয়। সবশেষে যখনি আপনার প্রয়োজন হয় তখনি খুব দ্রুত আপনার কম্পিউটার জাগিয়ে তুলে প্রত্যেকটা কাজ রিজিউম করে দেয়।

আগেই বলেছি যে Hybrid Sleep Mode ল্যাপটপ কম্পিউটারে আগে থেকেই ডিজেবল করা থাকে। তাই ল্যাপটপে এই মোড ব্যবহার করতে চাইলে প্রথমে এটাকে এনাবল করে নিতে হবে। Hybrid Sleep Mode এনাবল থাকলে যখনি কম্পিউটারকে Sleep Mode এ রাখবেন তখন স্বয়ংক্রিয়ভাবে এটা Hybrid Sleep Mode এ চলে যাবে। তবে Hybrid Sleep Mode ডেস্কটপ কম্পিউটারের জন্যেই বেশি উপযোগি। কারন এই মোডে থাকা অবস্থায় পাওয়ার চলে গেলেও হার্ডডিস্কে সংরক্ষিত হওয়া কাজগুলোর আপনি রিজিউম সাপোর্ট পাবেন (মেমোরি থেকে হারিয়ে গেলেও)।

অপশনগুলো কোথায় আছে?

সাধারনত Sleep এবং Hibernate অপশনগুলো স্টার্টমেনু থেকে শাট-ডাউন এর ডানপাশের তীর তীহৃ থেকে বের করতে হয়। কিন্তু অনেক কম্পিউটারে মাঝে মাঝে দেখা যায় এই অপশনগুলো থাকে না। বিভিন্ন কারনে কম্পিউটার থেকে Sleep এবং Hibernate উধাও হয়ে যেতে পারে। নিচে কারনগুলো উল্লেখ করা হলো-

  • আপনার কম্পিউটারের ভিডিও কার্ড Sleep mode সাপোর্ট না করলে এরকম হতে পারে। সেক্ষেত্রে ভিডিও কার্ডের ড্রাইভার আপডেট করে দেখতে পারেন। আশা করা যায় কাজ হবে।
  • যদি কম্পিউটারে আপনি এডমিন হিসাবে প্রবেশ না করে থাকেন অথবা আপনি যদি গেস্ট ইউজার হয়ে থাকেন তাহলে এই অপশনগুলো আপনি নাও দেখতে পারেন। সেক্ষেত্রে পিসিতে এডমিন হিসাবে এক্সেস করতে হবে।
  • তাছাড়া কম্পিউটারের BIOS (Basic Input Output System) থেকেও কম্পিউটারের পাওয়ার সেভিং অপশন বন্ধ হয়ে থাকতে পারে। এক্ষেত্রে কম্পিউটার রিস্টার্ট দিন এবং আপনার কম্পিউটারের ডকুমেন্টেশন দেখে সেটিং ঠিক করে নিন। বায়োস অপশন সাধারনত পিসি বুট নেওয়ার সময় পাওয়া যায়।
  • আপনি যদি Hibernate অপশন না দেখেন তাহলে বুঝে নিবেন যে খুব সম্ভবত পিসিতে Hybrid Sleep অপশন এনাবল করা আছে। টিউনের বাকি অংশে আমরা দেখবো কিভাবে কম্পিউটারে Hybrid Sleep অপশন এনাবল অথবা ডিজেবল করতে হয়।

যেভাবে Hybrid Sleep এনাবল অথবা ডিজেবল করবেন

Hybrid Sleep ডেস্কটপে আগে থেকেই এনাবল করা থাকে এবং যথারীতি ল্যাপটপে ডিজেবল করা থাকে। আমি ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে কীভাবে Hybrid Sleep অপশনে পৌছাতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। নিচের প্রত্যেকটা ধাপ মনযোগ দিয়ে লক্ষ্য করুন।

  • নিচের চিত্রের মতো করে স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেলে ক্লিক করুন অথবা ল্যাপটপের ক্ষেত্রে ডানপাশের চিত্রের মতো ব্যাটারীর আইকনের উপর ক্লিক করুন এবং More Power Option এ ক্লিক করুন (এরপর ল্যাপটপ ব্যবহারকারীরা ৩য় ধাপ থেকে দেখুন)।
  • কন্ট্রোল প্যানেল ওপেন হওয়ার পর চিত্রের উপরের দিকে চিহিৃত View By – Small Icon সিলেক্ট করুন এবং নিচের অপশনগুলো হতে Power Option সিলেক্ট করুন।
  • এখন নিচের চিত্রের মতো অপশন দেখতে পাবেন। এইক্ষেত্রে চিহিৃত জায়গাতে অর্থাৎ Change Plan Settings অপশনে ক্লিক করুন।
  • এবার নিচের মতো চিত্র আসবে। এখান থেকে আপনি খুব সহজেই কম্পিউটারের স্লিপিং টাইম, স্ক্রিন ডিম হওয়ার টাইম ইত্যাদি নিয়ন্ত্রন করতে পারবেন। তাছাড়া বাম পাশের প্যানেল থেকেও আপনি অনেক অপশন নিয়ন্ত্রন করতে পারবেন। যাহোক, যেহেতু আমরা Hybrid Sleep নিয়ে আলোচনা করছি সেহেতু Hybrid Sleep অপশনে যাওয়ার জন্য চিত্রে দেখানো Change Advanced Power Settings অপশনে ক্লিক করুন।
  • এবার নিচের মতো চিত্র আসবে। Hybrid Sleep অপশনে যাওয়ার আগে আরও একটি অতিরিক্ত তথ্য আপনাদের দিয়ে রাখি। আমরা যখন স্লিপ মোড থেকে কম্পিউটারকে জাগাবো তখন স্ক্রিন অন হবার পর আমাদেরকে পাসওয়ার্ড ইনপুট করতে হয়। আপনি চাইলেই প্রথম অপশনটি থেকে এটা বন্ধ করে রাখতে পারবেন।
  • Hybrid Sleep অপশনে যাওয়ার জন্য নিচের মেনুগুলোকে স্ক্রল করে Sleep Option থেকে Hybrid Sleep সাব-অপশনে ক্লিক করুন। তারপর ব্যাটারি বা প্লাগ-ইন এর জন্য এই সুবিধাটি অন বা অফ করে দিন। কাজ শেষ করে OK চেপে বেরিয়ে আসুন।

আশা করছি প্রত্যেকটি স্টেপ মনযোগ দিয়ে দেখেছেন এবং নিজেরা সফলভাবে করতে পেরেছেন। তবে আপনি যদি প্রাইমারি লেভেলের ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার নিজের বিষয়টা প্র্যাকটিস করার সময় সমস্যা হতেই পারে। সেক্ষেত্রে একবারের জায়গায় কয়েকবার ট্রাই করুন। নাহলে আমি তো আছিই।

শেষ কথা

টিউনটা কেমন লেগেছে জানিনা, তবে আশা করি আপনাদের টিউনটি ভালো লাগবে। তবে ভালো লাগুক বা মন্দ লাগুক আপনাদের মতামত আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। একটি উৎসাহ বা সমালোচনা টিউনারকে আরও সুন্দর টিউন করতে এবং সংশোধিত ও পরিমার্জিত হতে সাহায্য করে। চলুন টিউন করে কিংবা টিউমেন্ট করে টেকটিউনস কমিউনিটিকে সমৃদ্ধ রাখি। টেকটিউনস বাংলা ভাষায় সর্ববৃহৎ পাঠশালা। একে সমৃদ্ধ করার দায়িত্ব কিন্তু আমাদেরই। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি-

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর করে লিখেছেন ফাহাদ ভাই @ অজানা অনেক কিছু জানলাম ভাল লাগল @ ধন্যবাদ

khub valo akta tune korechen vai.

আনেক কিছু আজানা ছিল। ধন্যবাদ @ফাহাদ ভাই ।

কোন কথা হবেনা, অনেক কিছু জানলাম। ধন্যবাদ সানিম মাহবীর ফাহাদ ভাই।

Level 3

খুব ভাল হয়েছে। আমার ফেসবুকে শেয়ার করলাম।

যদিও অপশন গুলোর সাথে আগেই পরিচিত ছিলাম তারপরও আপনার জাদুগরি হাতে লিখা আর্টিকেলটি পড়ে নিজেকে ঝালাই করে নিলাম ধন্যবাদ সুন্দর টিউন এর জন্য ।

চাঁদমামাকে ডাকতে ডাকতে একেবারে সঙ্করায়িত ঘুম!! এমন ঘুমে নিজেতেো হরহামশোই পড়ি :mrgreen: ……নিয়মিত sleep ব্যবহার করলেও Hybrid কখনো ব্যবহার করিনি কিন্তু পিসিতে এটা “সক্ষম” করা আছে 😆

ঘুমের সাতকাহন বর্ণনার জন্য ধইন্যা 🙂

    হ্যালির ধুমকেতুর মতো বহুদিন পর টিউমেন্ট করলেও বরাবরের মতো মারদাঙ্গা টিউমেন্ট 😆 ধন্যবাদ দিয়ে ছোট কইরা দিলাম 😛

Purono jinis gulo majhe majhe bistarito vabe notun kore jante para, bes valo laglo.

কয়েকটা নতুন বিষয় জানলাম…

ব্যাপারগুলো ব্যবহারিক জ্ঞানে জানতাম, এখন তাত্ত্বিক জ্ঞানে জানলাম।
টিউন সুন্দর হয়েছে।

Level 0

বরাবরের মতই তথ্যবহুল পোস্ট। ধন্যবাদ!

নতুন করে অনেক কিছু জানলাম

ভালো টিউন। ধন্যবাদ পাওয়ার যোগ্য।

সবকিছুই জানতাম তবে একটা নতুন কিছু শিখলাম আশাকরি পরবর্তী তে আরো শিক্ষামুলক কিছু উপহার দিবেন | কারন আজকাল টেকটিউনসে ডাউনলোডার, অটোলাইকারের পরিমান অনেক বেশী বৃদ্ধি পেয়ে গেছে |

    @রাকিব প্রধান: আমার নিজের নামের ফেইক আইডিও দেখলাম আজ! আশা করি পাশে থাকবেন এবং সতর্ক থাকবেন! ভবিষ্যতে ভালো কিছু দেওয়ার প্রত্যয় সব সময় মনে ধারন করি! ধন্যবাদ।

ধন্যবাদ ভাই নতুন কিছু জানলাম

ধন্যবাদ ভাই অনেক কিছু জানলাম অনেক অনেক ধন্যবাদ l

অনেক অনেক ধন্যবাদ…

ভাল লাগলো

windows 7 এ এমনিতেই Hybrid Sleep অপসনটি চালু থাকে, কিন্তু windows 10 এ আপনার দেখানো মত করে ও Hybrid Sleep অপসনটি আনতে পারলাম না windows 10 এর জন্য কি একটু বলবেন সানিম মাহবীর ফাহাদ ভাই?

    টিউনটি প্রকাশ করার সময়ে উইন্ডোজ ১০ এর জন্মই হয়নি। এ কারণে উইন্ডোজ ১০ বিষয়ে কিছু বলা হয়নি।

আমার ল্যাপটপ স্লিপ মোডে রাখলেও, কি বোর্ডে টিপলে বা মাউস হালকা নড়ালে ও ল্যাপটপ অন হয়ে যাচ্ছে ৷
কীভাবে এই সমস্যা টা ঠিক করবো?

    মনে হয় আপনার ল্যাপটপ সত্যিকার অর্থে স্লিপ মোডে যায় না। আসলে আপনি শুধু লাইট অফ করেন স্লিপ মোডের জায়গায়। সেটিংস চেক করে দেখবেন।