-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
প্রযু্ক্তির উৎকর্ষতার সাথে পাল্লা দিয়ে সব চেয়ে যে জিনিসটা বেশি অগ্রগামী হচ্ছে সেটা হলো প্রযুক্তির প্রতিযোগিতা। রাজনৈতিক ময়দান থেকে শুরু করে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এখন দেখা যায় শ্রেষ্ঠত্বের বড়াই এবং শ্রেষ্ঠত্বের লড়াই। যদি প্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে তর্কের প্রয়োজনে তর্ক করতে চাই তাহলে আমরা না চাইলেও উঠে আসবে উইন্ডোজ বনাম লিনাক্স বিতর্ক, অ্যান্ড্রোয়েড বনাম উইন্ডোজ বিতর্ক, বিজয় বনাম অভ্র বিতর্ক, এবং ফায়ারফক্স বনাম ক্রোম বিকর্ত। যতো বিতর্ক আমাদের ব্যবহারকারীর মধ্যে থাক কিন্তু যাদের নিয়ে বিতর্ক তারা সব সময় বিতর্কের উর্ধ্বে থেকে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ব্যস্ত। আজকের আলোচনার বিষয় হলো ক্রোম ব্রাউজার নিয়ে, সুতরাং প্রতিদন্দ্বী নিঃসন্দেহে ফায়ারফক্স এবং মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার। যাহোক, ফায়ারফক্স তাদের সাম্প্রতিক আপডেট গুলোতে নতুন অনেক বৈশিষ্ট্য এবং বৈচিত্রের সংমিশ্রন ঘটিয়েছে। মাইক্রোসফট কর্পোরেশন তাদের সর্বশেষ উইন্ডোজ সংস্করনের সাথে যুক্ত করেছে স্পার্টান নামের শক্তিশালি ওয়েব ব্রাউজার। আপনারা কি ভাবছেন এই অগ্রযাত্রার তালিকা থেকে গুগল ক্রোম পিছিয়ে আছে? না, গুগল ক্রোম আপনাদের জন্য আরও চমকপ্রদ কিছু নিয়ে হাজির আছে। গুগল ক্রোম ডেভেলপাররা খুব সুচতুরভাবে বর্তমান সময়ের জনপ্রিয় ল্যাংগুয়েজ জাভাক্রিপ্ট এবং এইচটিএমএল-৫ দিয়ে তৈরী করেছেন অসাধারন কিছু ওয়েব অ্যাপস। তাদের এক্সপেরিমেন্টগুলো দেখাতেই আজকের আয়োজন।
২০০৯ সাল থেকে যাত্রা শুরু করা গুগল ক্রোম খুব দ্রুত জনপ্রিয়তার শীর্ষে অবস্থান নিয়ে নিয়েছে। গত ছয় বছরে তারা তাদের ব্রাউজারের জন্য প্রায় সহস্রাধিক এক্সপেরিপেন্ট করেছে। তার মাঝে বেছে বেছে কয়েকটা আজ আপনাদের সামনে উপস্থাপন করবো। তবে টিউনটি যদি আপনি অন্য ব্রাউজার দিয়ে ওপেন করে থাকেন তাহলে কষ্ট করে টিউনটি গুগল ক্রোমে ওপেন করুন। তা না হলে টিউনের উদ্দেশ্য এবং প্রয়োগ দুটোই বৃথা হয়ে যাবে। যাহোক, কথায় কথায় অনেক কথা বলে ফেলেছি, এবার চলুন তাহলে শুরু করি।
ছবি দিয়ে পাজল গেইম আপনারা অনেকেই খেলেছেন। পাজল গেইমগুলোতে ছবিগুলো নির্দিষ্ট সংখ্যক টুকরায় বিভক্ত থাকে, আপনাকে শুধু টুকরোগুলো একত্র করে একটি পূর্ণাঙ্গ ছবিতে রূপ দিতে হয়। ভিডিও পাজল গেইমটিও প্রায় একই রকম জিনিস আপনাকে শুধু ভিডিওর টুকরাগুলোকে একসাথে জোড়া লাগাতে হবে। পার্থক্য এতোটুকুই ছবি স্থির থাকলেও ভিডিও ক্লিপগুলো সব সময় চলমান থাকবে। ভাবনার কিছু নেই, প্রাথমিক স্টেপ গুলো খুব সহজ। কিন্তু এডভান্স মানে যে কতো এডভান্স সেটা নিশ্চয় আপনাদের বুঝাতে হবে না। চমৎকার এই এক্সপেরিমেন্টটি পরখ করতে এখানে ক্লিক করুন
নিচের চিত্র দেখে কি জিনিসটা কী বুঝা যাচ্ছে? ছোটবেলায় আমরা এই জিনিসটা সাথে কমবেশি সবাই পরিচিত ছিলাম। কিছু খাঁজকাটা চাকা থাকতো যার একটা ভেতরে আর একটা লাগিয়ে তার ভেতরে কলম দিয়ে ঘুরালে চমৎকার ডিজাইন তৈরী হতো। আমি যখন টিউনটি লিখছিলাম তখন এইটা দেখে খুব নস্ট্যালজিক হয়ে গিয়েছিলাম। নিজের অজান্তেই এটা নিয়ে অনেকক্ষণ আঁকাআকি করলাম। যাহোক, আগ্রহীদের জ্ঞাতার্থে বলছি এই Spirograp দিয়ে আপনারা খুব সহজেই যেকোন ধরনের জিওমেট্রিক প্যাটার্ন তৈরী করতে পারবেন। চমৎকার এই এক্সপেরিমেন্টটি পরখ করতে এখানে ক্লিক করুন
আমি হলফ করে বলতে পারি এই জিনিস দেখলে আপনি টাসকি খাবেনই। ফ্লেম পেইন্টার একটা সফটওয়্যার আছে আমার কাছে যেটা দিয়ে আগুনের শিখার মতো চমৎকার কিছু ডিজাইন করা যায়। আমি নিশ্চিত করে বলতে পারি আপনি যদি একবার এই Experiment টি দেখেন তাহলে মুগ্ধ হয়ে যাবেন এবং আপনার আনাড়ী হাত হলেও আপনার হাত থেকে বেরিয়ে আসবে চমৎকার সব ডিজাইন। শুধুমাত্র মাউস পয়েন্টারটিকে ঘুরিয়ে আপনি অসাধারন কিছু ডিজাইন করতে পারবেন। তাহলে দেরি না করে চমৎকার এই এক্সপেরিমেন্টটি পরখ করতে এখানে ক্লিক করুন।
গেইম পাগলরা একবার পরখ করে দেখতে পারেন এই অসাধারন গেইমটি। তারকা যুদ্ধের উপর নির্মিত এই গেইমটির অসাধারন গ্রাফিক্স এবং লোমহর্ষক সাউন্ড এফেক্ট আপনাকে দিবে কিছু অসাধারন অভিজ্ঞতা। আমার মনে হয় এই ব্যাপারে বেশি কিছু বলা মানে গেইমটি পরখ করতে আপনাদের দেরী করিয়ে দেওয়া। তো গেমার যারা আছেন তারা চমৎকার এই এক্সপেরিমেন্টটি পরখ করতে এখানে ক্লিক করুন।
আর্কিটেক্ট হবার স্বপ্ন দেখেন নাতো আপনি? আসলে স্বপ্ন দেখেন আর না দেখেন এই জিনিস একবার পরখ করলে আপনার মনে একবারের জন্য হলেও আর্কিটেক্ট হবার বাসনা উকি মেরে যাবে। আপনার জন্য রয়েছে বিভিন্ন প্রজাতির বিল্ডিং ব্লক, আপনি শুধু বোর্ডের উপর সন্নিবেশিত করুন এবং তৈরী করুন চোখধাঁধাঁনো অসাধারন নির্মানশৈলী। আপনার সৃজনশীলতা প্রকাশে আর বাধা কোথায়? চমৎকার এই এক্সপেরিমেন্টটি পরখ করতে এখানে ক্লিক করুন।
বাদ্য যন্ত্রের প্রতি আকর্ষন আমাদের স্বভাবসুলভ ব্যপার। যে কোনদিন কোন বাদ্যযন্ত্র দেখেনি সেও একটা পিয়ানো কাছে পেলে হাত দিয়ে একটা বাটন টিপে দেখবে। ছোটবেলায় বাংলা সিনেমায় দেখেছি পিয়ানো বাজিয়ে গান গেয়ে প্রেম নিবেদন করা, হারানো বাবা মাকে বা হারানো সন্তানকে খুজে পাওয়া কিংবা পিয়ানো বাজিয়ে গান গাওয়ার ফলে কারো স্মৃতি শক্তি ফিরে পেতো। দুঃখের কথা হলো এতো মজার একটি জিনিস কখনো হাত দিয়ে ছুঁয়ে দেখার সুযোগ হয়নি কখনো! শুধু গুগল ক্রোমের কল্যাণে আজ খানিকটা বাজিয়ে দেখলাম, সিনেমায় দেখা কোন ঘটনার মতো না হলেও জিনিসটা নেহাত মন্দ না। আপনি গুগল ক্রোমের সাহায্যে শুধু নিজে না, অনলাইনে অনেকের সাথেই বাজিয়ে দেখতে পারবেন এই অসাধারন পিয়ানোটি। নিজের তৈরী করা বিচিত্র সুরের মূর্ছনায় ভাসিয়ে দিতে পারবেন সকলকেই। যদিও টেকটিউনসের প্রযুক্তির সুরে আমরা এমনিতেই বিমোহিত। এতো কিছু যখন বললাম তখন একবার চমৎকার এই এক্সপেরিমেন্টটি পরখ করতে এখানে একবার ক্লিক করেই দেখুন।
গুগল ক্রোমের অসাধারন এই Experiment গুলো নিশ্চয় আপনাদের ভালো লেগেছে। আপনারা নিশ্চয় প্রযুক্তির এই অসামান্য আবিষ্কারগুলোকে অনুধাবন করতে পারছেন। আমিও টিউনটি করার সময় বিমোহিত ছিলাম, কিভাবে টিউনটি শেষ হয়ে ভাবতেও পারলাম না। টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি........
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
ধন্যবাদ সুন্দর একটি টিউনার জন্য