মাইক্রোসফট ইমাজিং কাপঃ আপনার অংশগ্রহণের অপেক্ষায়

হ্যালো টিটি ভিজিটরস...............কেমন আছেন সবাই। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম এমন একটা খবর যা আপনার খারাপ থাকাকে হয়ত ভাল করে দিবে কেননা আমি মনে করি টেকটিউনস এমন একটি প্লাটফর্ম যেখানে রয়েছে হাজার হাজার প্রতিভাবান টিউনার ও ভিউয়ার যাদের রয়েছে চমৎকার ইমাজিং আইডিয়া। শিরোনাম দেখে আপনারা এতক্ষনে বুঝে ফেলেছেন আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যা আপনাদের ধারণা সঠিক।আমি চলমান মাইক্রোসফট ইমাজিং কাপের কথা বলছি। চাইলে আপনিও আপনার সৃজনশীল আইডিয়া দিয়ে বাংলাদেশকে অনেক বড় অর্জনের পথে নিয়ে যেতে পারেন। চলুন না  মাতৃভাষা দিবসের প্রতি নিজের মানবতা রক্ষার স্বার্থে প্রতিভাবান ইউজার/ব্যক্তি হিসাবে নিজের এবং নিজের দেশের নাম পৃথিবীতে আরো একবার দেখিয়ে দেই।

বিগত ১২ বছর ধরে প্রতি বছরই মাইক্রোসফট ইমাজিং কাপ পুরো বিশ্বের সমস্ত কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সমগ্র বিশ্বের তরুণ, ট্যালেন্টেড চিন্তাধারার অধিকারীকে বিশ্ব দরবারে পরিচিত করে দেওয়ার জন্য এই কাপের আয়োজন করে আসছে। এই প্রতিযোগিতার জন্য সকল একটি থিম/মুল লক্ষ্য নির্ধারণ করে" এমন একটি বিশ্ব কল্পনা করা যেখানে প্রযুক্তি দিয়ে সকল সমস্যা ও অসম্ভবকে জয় করা সম্ভব"। এই প্রতিযোগিতায় পুরো বিশ্ব থেকে অংশগ্রহনের সুযোগ ও করে দিয়েছে প্রতিষ্টানটি। যেখানে প্রত্যেকটি টিমে ৪জন বা তার চেয়ে কম সদস্য নিয়ে একেকটি টিমের আহ্বান করা হয়। তাছাড়া প্রতিযোগিতার বিষয়গুলো টেকনোলজি বিষয়ক, যেমনঃ ডিজাইন, আইটি চ্যালেঞ্জ, উদ্ভাবন চিন্তা, সফটওয়ার তৈরি ইত্যাদি। মাইক্রোসফট ইমাজিং কাপের গঠন প্রতিবছরই পরিবর্তিত হয়।

কি ! শুনে ভাল লাগল?সত্যিই আপনি এই ইভেন্ট-এ অংশগ্রহণ করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে জাতীয় পর্যায়ে উন্নীত হতে হবে। অনেক দেশে জাতীয় পর্যায়ে ফাইনালের জন্য ইভেন্ট ঘোষনা করেছে। জাতীয় পর্যায়ে উন্নীত হওয়ার পর আপনাকে বিশ্ব সেমি-ফাইনালের জন্য ডাকা হবে। আর যদি কোন দেশে জাতীয় পর্যায়ের কোন পদক্ষেপ না থাকে তবে আপনি সরাসরি অনলাইনের মাধ্যমে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এবং অনলাইনে প্রতিযোগিতায় জয়ের মাধ্যমে আপনাকে সেমি-ফাইনালে ডাকা হবে। আপনার দেশে ফাইনাল ইভেন্ট আয়োজন করেছে কিনা অথবা সরাসরি অনলাইনে রেজিস্টার করতে পারেন। এই লিংকে চেক করে দেখুনঃ মাইক্রোসফট ইমাজিং কাপ 

এবারের মাইক্রোসফট ইমাজিং কাপের জন্য ছাত্র/ছাত্রীরা নিন্মোক্ত ক্যাটাগরীতে আবেদন করতে পারবেনঃ

১.গেমস

২. নতুন উদ্ভাবন

৩. বিশ্ব নাগরিকত্ব

একটি টিম উপরোল্লেখিত যে কোন ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। ধরুন আপনি গেম ক্যাটাগরির জন্য আবেদন করলেন তবে আপনাকে শুধু গেম বিষয়ক কাজ ও প্রশ্ন করা হবে। সর্বশেষ এবং সর্বশেষ আলোড়ন সৃষ্টিকারী প্রযুক্তি ও এ বিষয়ক ধারণা নতুন উদ্ভাবন ক্যাটাগরীতে পড়ে এবং যে সব সফটওয়ার  ডেভেলপ করার মাধ্যমে বিশ্বের মানুষের বিভিন্ন সমস্য দুরীকরণের জন্য এবং বিশ্বের পরিবর্তন করার সম্ভবনা আছে এমন সফটওয়ার এর তৈরি বিশ্ব নাগরিকত্ব ক্যাটাগরীর মধ্যে পড়ে।

আপনার ধারণা ও আপনার দক্ষতাকে আরো তীক্ষ্ণ করার জন্য মাইক্রোসফট/আয়োজনকারীরা নিন্মোক্ত পদক্ষেপ  প্রস্তাব করেঃ

১. ধাপ একঃ পিচ ভিডিও চ্যালেঞ্জ [ এটা আপনাকে সবার সামনে কিভাবে উপস্থাপন করবেন সে বিষয়ে একটু পরিষ্কার অভিজ্ঞতা দিবে।]

২. ধাপ দুইঃ প্রকল্প পরিকল্পনা চ্যালেঞ্জ [ কিভাবে আপনার চিন্তা ভাবনাকে প্রকল্পে রুপ দিবে  সে বিষয়ে ধারণা দিবে।]

৩. ধাপ তিনঃ ব্যবহারকারী অভিজ্ঞতা চ্যালেঞ্জ [ বাস্তবায়িত প্রকল্পটি ব্যবহারকারীরা কিভাবে নিচ্ছে সে বিষয়ে ধারণা দিবে।]

এই চ্যালেঞ্জগুলো মোকাবিলার মাধ্যমে আপনি শুধুমাত্র একটি ইভেন্টের ব্যাপারে আপনাকে প্রস্তুত করে না বরঞ্ছ  ৩০০০ ডলারের একটি লোভনীয় পুরষ্কার ও বিশ্বব্যাপী সমাদৃত ও আপনার প্রজেক্ট কে একটি সম্মানের জায়গায় পৌছে দেয়া। এমনকি এটা আপনার প্রকপ অনুমোদনের জন্য একটা দুর্দান্ত উপায় ও বটে।

তাছাড়া প্রতিটি ক্যাটাগরীতে বিজয়ীর জন্য আছে ৫০,০০০ ডলার ক্যাশ পাওয়ার  আরো লোভনীয় সুযোগ। যেহেতু এটি মাইক্রোসফট এর ইভেন্ট তাই মাইক্রোসফট চায় আপনি যদি কোন মোবাইল অ্যাপ ডেভেলপার হয়ে থাকেন তবে আপনাকে একই ধরণের অ্যাপ মাইক্রোসফটের জন্য ও বানিয়ে দিতে হবে। আর যদি ডেস্কটপ বা ট্যাবলেটের কথা বলি আপনাকে উইন্ডোজ এর জন্যও এই সফটওয়ার তৈরি করতে হবে যদি আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান। আর আপনি যদি আপনার নিজের চায়ের কাপ বা ব্যক্তিগত ভাবে কোন কিছু উপস্থাপন করতে চান তবে আপনাকে মাইক্রোসফটের জন্য নভোনীল ব্যবহার করতে হবে।

আপনার সেরাটা দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন এবং সবাইকে এটা বুঝতে দিন যে, আপনি হবেন এবারের ইমাজিং কাপের বিজয়ী।

সো..................... আর দেরী কেন? এখনি শুরু করুন এখান থেকে 

শুভ কামনা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান। আবার বলছি ওদের ওয়েবসাইটে একটু ভাল করে দেখে নিন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভাল ভাবে পর্যালোচনা করে নিন আর বিজয়ী হয়ে ঘরে ফিরুন। জানিয়ে দিন বাঙ্গালীরা পারে পারবে। ইনশ...শাহ...আল্লাহ।

সবাই ভাল থাকবেন। আর অনুরোধ যদি কারো কাছে কোন উদ্ভাবনী প্রতিভা থাকে এবং সুযোগের অভাবে তা ব্যবহার করতে পারছেন না তারা জলদি অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করে নিন।

nokian.tk
[email protected]

ধন্যবাদ সবাইকে । আমার একটা ছোট সাইট আছে পারলে এক চক্কর দিয়ে যাবেন।

আমার সাইট

আমার সাথে যোগাযোগ করুনঃ ফেসবুক ।। স্যু 

Level 0

আমি বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 6 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস