-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।
গত কয়েকদিনে অনেক অনুরোধ পেয়েছি ফায়ারওয়াল নিয়ে একটি টিউনের জন্য। আমার প্রকাশিত অনেকগুলো টিউনে ফায়ারওয়াল কথাটি উল্লেখ থাকলেও আজই প্রথম ফায়ারওয়াল নিয়ে কিছু লিখতে বসলাম। আপনারা মনে রেখেছেন কিনা জানিনা, আমি ফুল ভার্সন সফটওয়ার নিয়ে যতো টিউন করেছি সব গুলোতেই উল্লেখ করেছি অধিক নিরাপত্তার জন্য সফটওয়্যারটিকে ফায়ারওয়াল দিয়ে ব্লক করে দিন। অনেকে পেরেছেন কিন্তু তারও অধিক আপনারা কাজটি করতে পারেন নাই। তাই আজকের টিউনে আপনারা জানতে পারবেন ফায়ারওয়াল আসলে কি জিনিস, এটা খাওয়ার জন্য নাকি মাথায় দেওয়ার জন্য। কেন ফায়ারওয়াল ব্যবহার করা প্রয়োজন এবং কীভাবে আমরা ফায়ারওয়াল ব্যবহার করবো। তবে শুরুতেই একটা ইনফোরমেশন দিতে চাই যে, অনেকেই ফায়ারওয়ালের বর্ণনার সাথে বাংলা উইকিপিডিয়ার বর্ণনার মিল পেয়ে যাবেন এবং একারনে আমাকে দোষারূপ করতে পারেন। কিন্তু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে টিউনটি করার পূর্বে আমি সেই তথ্যগুলোর সম্পাদনা করেছি। সুতরাং বুঝতেই পারছেন, আমাকে কিছু বলা যাবেনা।
ফায়ারওয়াল কথাটির সাধারন মানে হলো আগুনের দেয়াল। অতীত ইতিহাসে রাজা বাদশাহদের বাড়ির নিরাপত্তার জন্য তাদের প্রাসাদের চারপাশে পরিখা (অনেক গভীরতার নালা আকৃতির গর্ত) খনন করা হতো। যাতে কেউ তাদের প্রাসাদে অযাচিতভাবে ঢুকতে না পারে। কিন্তু বর্তমানে সেই পদ্ধতির অনুরূপ উদ্দেশ্য নিয়ে কিন্তু ভিন্ন সিস্টেমে মাইক্রোসফট কর্পোরেশন তাদের অপারেটিং সিস্টেম তথা আপনার কম্পিউটারকে রক্ষার জন্য এক নিরাপত্তা ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করেছে যাকে আমরা বলি ফায়ারওয়াল। মাইক্রোসফট কর্পোরেশন তাদের অপারেটিং সিস্টেমে এটা শুরু করলেও অনেক এন্টিভাইরাস বা থার্ডপার্টি সফটওয়্যার ফায়ারওয়াল সেবা দিয়ে থাকে। তবে ফায়ারওয়াল নিয়ে আরও কিছু বলার আগে চলুন ফায়ারওয়ালের একটি প্রতীকি ছবি দেখে নেই। কারন কথার চাইতে ছবি অনেক তাড়াতাড়ি বুঝাতে সক্ষম।
ফায়ারওয়াল মুলত বাইরের আক্রমণ থেকে এক বা একাধিক কম্পিউটার কে রক্ষা করার জন্য হার্ডওয়্যার আর সফটওয়্যার এর মিলিত প্রয়াস। ফায়ারওয়াল এর সবচেয়ে বহুল ব্যবহার লোকাল এরিয়া নেটওয়ার্ক এর ক্ষেত্রে। তথ্য নিরাপত্তা রক্ষাও এর কাজের অংশ। ফায়ার ওয়াল হল এক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যাতে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। সেক্ষেত্রে দুই নেটওয়ার্কের মাঝে এই ফায়ারওয়াল থাকে। যারফলে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে কোন ডাটা পরিবাহিত হলে সেটিকে অবশ্যই ফায়ারওয়াল অতিক্রম করতে হয়। ফায়ারওয়াল তার নিয়ম অনুসারে সেই ডাটা নিরীক্ষা করে দেখে এবং যদি দেখে যে সে ডাটা ওই গন্তব্যে যাওয়ার অনুমতি আছে তাহলে সেটিকে যেতে দেয়। আর তা না হলে সেটিকে ওখানেই আটকে রাখে। আজকের টিউনের বাকী অংশে আমরা দেখবে কীভাবে ফায়ারওয়াল দিয়ে কোন প্রোগ্রাম বা সফটওয়্যারের ইন্টারনেট এক্সেস বন্ধ করে রাখা যায়।
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যদি কোন এন্টিভাইরাস সফটওয়ার ইনস্টল করা না থাকে তাহলে আপনি উইন্ডোজ ফায়ারওয়াল দিয়ে কোন সফটওয়্যারের ইন্টারনেট কানেকশন ব্লক করতে পারবেন। কোন সফটওয়্যারের ইন্টারনেট কানেকশন ব্লক করার সব চেয়ে সহজ প্রকৃয়াটি আমি দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের বুঝতে কোন সমস্যা হবেনা।
আপনারা যারা এন্টিভাইরাস ব্যবহার করেন তারা উইন্ডোজের ডিফল্ট ফায়ারওয়াল প্রোগ্রামটি ব্যবহার করতে পারবেন না। তাদের এন্টিভাইরাসের নিজস্ব ফায়ার ওয়াল প্রোগ্রাম ব্যবহার করতে হবে। আমি জানিনা আপনারা কে কোন এন্টিভাইরাস ব্যবহার করেন। কিন্তু অনুমানের ভিত্তিতে জনপ্রিয় ৫টি এন্টিভাইরাসের ফায়ারওয়াল দিয়ে অ্যাপ্লিকেশন ব্লক করার উপায় বলে দিচ্ছি।
আশা করি আপনারা সফলভাবে আপনাদের কাঙ্খিত সফটওয়্যারগুলো ফায়ারওয়াল দিয়ে ব্লক করতে পেরেছেন। টিউনটির একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। টিউনটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলেই টিউনের প্রকৃত স্বার্থকতা। তবে যাবার আগে আপনাদের প্রতি শেষ কথাটুকু এখনো শেষ হয়নি.......
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি........
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
Thnx bro onk tottho bohul tune er jonno. Onk kisu notun jante parlam