স্বাধীন অভিধান এর সংস্করণ ২ এ অন্তর্ভুক্তি যুক্ত, মুছা, পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন এবং ব্যাকআপ রাখার সুবিধা যুক্ত করা হয়েছে। তা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে।
স্বাধীন অভিধানে ডেটাবেজ পরিবর্তনের জন্য যুক্ত করা হয়েছে Entry Editor (অন্তর্ভুক্তি সম্পাদক)। যেখান থেকে খুব সহজেই ডেটাবেজের অন্তর্ভুক্তি সমূহ যুক্ত, মুছা, পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করা যাবে। এছাড়া ডেটাবেজের পরিবর্তিত অংশ সমূহ অভিধানের "বাছাই সমূহ (Options)" থেকে "রপ্তানি (Backup)" এবং "আমদানি (Restore)" করা যাবে।
তাহলে নিচের মত উইন্ডো আসবেঃ
এ উইন্ডো থেকেই অন্তর্ভুক্তি যুক্ত/পরিবর্তন/পরিবর্ধন এবং মুছতেও পারবেন।
উইন্ডোটির নিচের দিকে কাজের সব বাটন সমূহ পাবেন।
লক্ষনীয়ঃ অর্থ এবং সমার্থক শব্দ লিখার নিয়মটা লক্ষ করুন। প্রতিটা শব্দ/শব্দ গুচ্ছের পর একটা করে সেমিকোলন ";" দেয়া হয়েছে। এ নিয়ম পালন না করলে অভিধানে উল্টাপাল্টা ফলাফল দেখাতে পারে।
তাই অর্থ এবং সমার্থক শব্দ/শব্দ গুচ্ছ গুলোকে নিচের যে কোনো উপায়ে সেমিকোলন দিয়ে লিখতে পারবেনঃ
লক্ষণীয়ঃ সব শেষে শব্দ/শব্দ গুচ্ছের পর কিন্তু কোনো সেমিকোলন ";" দেয়া হয়নি।
লক্ষণীয়ঃ অন্তর্ভুক্তি যুক্ত/পরিবর্তন/পরিবর্ধন করার পর নতুন করে অনুসন্ধান না করা পর্যন্ত কিছু যায়গাতে পরিবর্তন নাও দেখতে পারেন। তাই হালনাগাদ (update) করা ডাটাবেজের তথ্য পাওয়ার জন্য অবশ্যই নতুন করে প্রতিবার অনুসন্ধান করতে হবে। (স্বাধীন বন্ধ করতে হবে না; শুধু অনুসন্ধান বাক্সে নতুন করে অনুসন্ধান করলেই হবে।)
এখানেও অর্থ এবং সমার্থক শব্দ যুক্তের ক্ষেত্রে উপরে নির্দেশিত নিয়মসমূহ অনুসরণ করতে হবে।
আর শব্দটি যদি আগে থেকেই ডেটাবেজে থাকে তাহলে নিচের মত বার্তা প্রদর্শিত হবে।
মুছতে চাইলে "Yes" দিন; নিশ্চিত না হলে "No" দিন।
এ উইন্ডোটির নিচের দিকে দেখতে পাবেন "ডেটাবেজ রপ্তানি/আমদানি" নামে একটি অংশ আছে। এ অংশ থেকেই ডেটাবেজের পরিবর্তিত অংশ রপ্তানি (Backup) এবং আমদানি (Restore) করা যাবে।
স্বাধীন অভিধানের "পছন্দ সমূহ" তে গিয়ে "ডেটাবেজ রপ্তানি/আমদানি" অংশ থেকে "ফাইল এ রপ্তানি করুন" বাটনে ক্লিক করে যেখানে ইচ্ছা ডেটাবেজের পরিবর্তিত অংশ রপ্তানি (backup) করতে পারবেন।
স্বাধীন অভিধানের "পছন্দ সমূহ" তে গিয়ে "ডেটাবেজ রপ্তানি/আমদানি" অংশ থেকে "ফাইল থেকে আমদানি করুন" বাটনে ক্লিক করে স্বাধীন অভিধান থেকে রপ্তানি করা ডেটাবেজ ফাইল (এক্সটেনশন *.sodb) আমদানি (Restore) করা যাবে।
স্বাধীন অভিধান সংস্করণ ২ নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবেঃ
ডাউনলোড
উপরের কাজ গুলো করতে কোনো সমস্যায় পড়লে আমাদের অবশ্যই জানাবেন।
রি-অফিশিয়াল পোষ্ট - পূর্বপ্রকাশ
আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...
জানা ছিল । তবে সুন্দর করে উপস্থাপনের জন্য থ্যাংকস ।