- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ -
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
আমরা জানি এমন অনেক ভিডিও প্লেয়ার আছে যেগুলো সব ধরনের ভিডিও ফরমেট সাপোর্ট করে। যেমন আমার সব চেয়ে ভালো লাগে Pot Player (আমি এটা নিয়ে এর আগে একটা টিউনও করেছিলাম। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন)। আমরা যখন বিভিন্ন ভিডিও ফরমেট নিয়ে আলোচনা করবো তখন স্বাভাবিক ভাবেই FLV, MKV, AVI, MOV, MP4, WPV, MPG এই ফরমেট গুলো আমাদের সামনে চলে আশাকরি কোনটা আপনার কাছে ভালো লাগে? তাহলে একেক জন একেক রকম ভাবে উত্তর দিবে। কিন্তু আসলেই কি আমরা জানি কোনটা সব চাইতে ভালো ফরমেট বা আমাদের কোন ফরমেট গুলোকে অধিক প্রাধান্য দিতে হবে যখন আমরা DVD রিপ করবো অথবা ইন্টারনেট থেকে ভিডিও ডাউনলোড করবো?
সব চাইতে ভালো ভিডিও ফরমেট বাছাই করাটা সত্যিই একটা কঠিন কাজ। কারন আমাদের অধিকাংশই এতো দিন ধরে জেনে আসছিলাম যে এসব ভিডিও ফরমেট শুধু মাত্র ফাইল এক্সটেনশন ছাড়া আর কিছুই না। কিন্তু এগুলো যে শুধুমাত্র একটি করে ফাইল এক্সটেনশন না সেটা আমার টিউনটি পড়া শেষ করে আপনার জানতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক।
আমরা যে এক্সটেনশন গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো হলো বিভিন্ন ভিডিও কোডেক এবং এর কনটেইনার। যেমন আপনারা অনেক সময় মুভি ডাউনলোড করার পর এক্সটেনশন এর আগে দেখতে পাবেন DivX or x264 অথবা MPEG-4 or H.264 লেখা আছে। এগুলো হলো ভিডিও কোডেক। আসুন তাহলে জেনে নিই ভিডিও কোডেক এবং কনটেইনার কী?
আমরা যে সমস্ত ভিডিও ফাইল আমাদের মিডিয়া প্লেয়ারে দেখে থাকি সেগুলো আসলে একটা কম্প্রেসড ফরমেট। কারন ভিডিও গুলোকে আমাদের মিডিও প্লেয়ারের উপযোগী করতে অনেক সঙ্কোচন প্রয়োজন হয়। বুঝতে পারছেন না হয়তো, তাহলে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি।
আমরা যে সমস্ত ব্লু-রে ভিডিও দেখি সেটার আসল ফাইল সাইজ ৩০-৫০গিগাবাইট পর্যন্ত হতে পারে। এখন আপনি যদি একটা ভিডিও ডাউনলোড করতে চান তাহলে এটা আপনার জন্য প্রায় অসম্ভব হয়ে যাবে। কারন আপনার কম্পিউটার স্পেস এবং ইন্টারনেট স্পিড এবং প্যাকেজ এই দুইটাই এর জন্য যথেষ্ঠ না। ট্যাব বা এন্ড্রোয়েড এর কথা বাদই দিলাম। একারনে এ সমস্ত ভিডিও গুলোকে সহজে ব্যবহার উপযোগী করার জন্য এদের সামান্য কিছু ভিডিও কোয়ালিটি কমিয়ে কম্প্রেস করতে হয়। সুতরাং কোডেক হলো এমন একটি কম্প্রেসড ডাটা যেটা আপনাকে বলে দিবে কিভাবে ভিডিও ফাইলটি আপনি মিডিয়া প্লেয়ারে চালাবেন বা আপনার মতো করে ব্যবহার করবেন। আমাদের কম্পিউটারে ডিফল্ট ভাবেই অনেক রকম ভিডিও কোডেক ইনস্টল দেওয়া থাকে। নিচে কিছু কোডেক উল্লেখ করা হলো-
আমরা দেখলাম আমাদের কাঙ্খিত কাজের জন্য বিভিন্ন ধরনের কোডেক রয়েছে। এতোগুলো কোডেক এর মধ্যে আমরা কোনটা ব্যবহার করবো এটা আমাদের অধিকাংশ সময় দ্বিধায় ফেলে দেয়। তবে খুশির কথা হলো সবগুলোয় MPEG (Moving Picture Experts Group) স্ট্যান্ডার্ড হওয়াতে আপনি আপনার প্রয়োজন মতো যেকোনটি ব্যবহার করতে পারবেন।
এতোক্ষন আমরা বিভিন্ন প্রকার কোডেক সম্পর্কে জানলাম। এখন তাহলে চলুন কনটেইনার সম্পর্কে জানি। কনটেইনার শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। কোন কিছু ধারন করাটাই কনটেইনারের কাজ। তবে মিডিয়া কনটেইনার বলতে আমরা সাধারনত বুঝবো অনেকগুলো ফাইলের সমষ্টি। মুলত কনটেইনার গঠিত হয় ভিডিও কোডেক এবং অডিও কোডেকের সমন্বয়ে (যদিও এটা সাবটাইটেলও ধারন করে)। এই কনটেইনারের কারনেই আমরা ভিডিও থেকে অডিও ফাইল কিংবা সাবটাইটেল আলাদা করতে পারি। এবং ইচ্ছামত আমরা আমাদের ভিডিওর সাথে অডিও কিংবা অডিওর সাথে ভিডিও আলাদা কিংবা সমন্বয় করতে পারি। এর সাহায্যে আপনি নিয়ন্ত্রিত ভাবে ভিডিও রিপ করতে পারবেন। তবে চলুন তাহলে বিভিন্ন ভিডিও কনটেইনার সম্পর্কে জেনে নিই।
এটি অনেক জনপ্রিয় একটি কনটেইনার ফরমেট। ফ্লাশ ভিডিওগুলো ফ্লাশ মুভিতে ব্যবহার উপযোগি। প্রায় সবধরনের ব্রাউজার ফ্লাশ ভিডিও ফরমেট সাপোর্ট করে। আপনি এ ধরনের ভিডিও ফরমেটের ফাইল প্রোগ্রেসিভ এবং স্ট্রিমিং দুই ধরনের ডাউনলোড এর সময় সাপোর্টেড। এবং এটা অনেক বেশি কমপেক্ট।
এর মানে হলো Audio Video Interleave। মাইক্রোসফ্ট কর্পোরেশন সর্বপ্রথম এটা ডেভেলপ করে। যদিও এই কনটেইনার প্রধানত M-JPEG, অথবা DivX ব্যবহার করে তারপরেও এটা তার ডাটা স্টোর করার জন্য এগুলো ছাড়াও প্রায় সব ধরনের কোডেক ব্যবহার করে করে। ফলে কোডেকগুলো আলাদা করাও সহজ হয়। এটা কম ডাটা কম্পেস করে এবং ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে এটি জনপ্রিয় একটি কনটেইনার ফরমেট।
এই কনটেইনার ফরমেট উইন্ডোজ এবং ম্যাক সহ অন্য অপারেটিং সিস্টেম এর প্রায় সব ধরনের মিডিয়া প্লেয়ারে সাপোর্ট করে।
এটা হাই ডেফিনিশন ভিডিও কনটেইনার। সাধারনত ওয়াইড স্ক্রিন ডিসপ্লেতেতে ভিডিও দেখার জন্য এটা ব্যবহার করা হয়। সাধারন মানের ভিডিও প্লেয়ারে এটি সাপোর্ট করেনা তবে ভালো মানের প্রায় সব প্লেয়ারে এটি চলে। উচ্চমানের ভিডিও রিপিংয়ের জন্য এটা ব্যবহার করা হয়।
এপল সর্বপ্রথম এই কনটেইনার ফরমেট তৈরী করে। এটা সাধারণত ইন্টারনেট এ বেশি ব্যবহৃত হয়। এই কনটেইনারে ভিডিও এবং অডিও কোডেকের সাথে টেক্সট ইফেক্ট ও ব্যবহার করা যায়। উইন্ডোজ এবং ম্যাক উভয় প্লাটফর্মেই এটা সাপোর্ট করে। আপনি Quicktime অথবা Pot Player ব্যবহার করতে পারেন এটা চালানোর জন্য।
সবচেয়ে বেশি ব্যবহৃত ফরমেটগুলোর মধ্যে এটি অন্যতম। এটা সাধারনত অডিও, ভিডিও সহ থ্রি ডাইমেনশনাল ভিডিও কন্টেন্ট ধারন করতে পারে। কম বিট রেটের এনকোডিংয়ের জন্য এর কোন বিকল্প নেই। এই কন্টেইনার ভিডিও গুলোকে MPEG-4 কোডেক এবং অডিও গুলোকে AAC ফাইলে কম্প্রেসড করে। প্রায় সব ধরনের মিডিয়া প্লেয়ারে এটা সাপোর্ট করে।
এটা MPEG (Moving Picture Experts Group) এর একটি কমন ভিডিও কনটেইনার ফরমেট। এটা সাধারনত MPEG-1 এবং MPEG-2 কোডেক ব্যবহার করে অডিও এবং ভিডিও ডাটা কম্প্রেস করে। ডাউনলোডেবল ফাইল তৈরী করতে এই ফরমেট বেশি ব্যবহৃত হয়। ডিফল্টভাবে Apple QuickTime এবং Microsoft Windows Media Player এটা সাপোর্ট করে।
এটা মাইক্রোসফট কর্পোরেশেন কর্তৃক ডেভেলপকৃত একটি কনটেইনার ফরমেট। এই বিষয়ে বেশি কিছু বলতে চাচ্ছিনা কারন এটা উইন্ডোজ ছাড়া অন্য কোন অপারিটিং সিস্টেমে সাপোর্ট করেনা। এটা চালানুর জন্য আলাদা কোন সফটওয়ার সাধারনত পাওয়া যায়না।
এটা সাধারনত অডিও ও ভিডিও কোডেকের সমন্বয়ে তৈরী। এটা তৈরী করা হয় মোবাইলফোনগুলোর জন্য। সাধারনত 3G ফোনগুলোতে ডাটা ট্রান্সফারের জন্য এটা তেরী করা হয়। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো এটা প্রধানত ফোন ছাড়া অন্য কোথাও ব্যবহৃত হয়না।
আমি প্রত্যেকটি কোডেক এবং কনটেইনার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। এই বিষয়ে আমার জ্ঞানও খুব সীমিত। আমি ইন্টারনেটে কোন বাংলা রিসোর্স খুঁজে পাইনি এ ব্যাপারে। আপনারা যতোটুকু জেনেছেন সেখান থেকে সিদ্ধান্ত নিতে পারেন কোনটা আপনার জন্য উপযোগী। তবে আপনি যদি ওয়াইড স্ক্রিন এর জন্য ভিডিও তৈরী করতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই H.264 and MKV ব্যবহার করবেন আর যদি ট্যাবলেট বা ছোট পর্দার জন্য ভিডিও তৈরী চান তাহলে H.264 and MP4 ব্যবহার করবেন।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
Jana Cilo.. Tobuo Tnx