প্রিয় পাঠক কেমন আছেন সবাই । আশা রাখছি ভালো আছেন। এটা আমার প্রথম পোষ্ট টেক টউনসে। প্রথমেই আপনাদের জন্য নিয়ে এলাম এবার গুরুত্বপুর্ন বিষয়। এটা হল ই- ট্রাফিক সারভিস। এই সারভিস ব্যবহার করে আপনি মুহুর্তের মধ্যে জেনে নিন। আপনার ক্রয়কৃত বাইক অথবা মটরযানটির রেজি: অরজিনাল না কি আপনার ড্রাইভিং লাইসেন্সটা ঠিক আছে কি না? এছারাও আরও অনেক তথ্য।
এই সেবাটি দিতে Bangladesh Road Transport Authority (BRTA) (বি আর টি এ)এবং Dhaka Metropolitan Police (DMP) (ডি এম পি) যৈথভাবে সাহায্য করে থাকে।
এটা এত জুরুত্বপুর্ন সেবা যে, যে ব্যক্তি তার মটরযান নিয়ে বিপদে পরেছে সেই যানে। সবাই হয়তো বলছেন যে এত প্যাচাল কেন আসল কথা বলেন। হা ভাই আসল কথা হল যে, এই সেবাটা দিচ্ছে আমাদের রবি ভাই। এই সারবিসটা ব্যবহার করে আপনি যে যে বিষয় সেবা পাবেন তা হল:
• Validation of Vehicle Registration number
• Validation of Engine number
• Validation of Chassis number
• Validation of Fitness Certificate
• Validation of Tax Token
• Validation of ownership details
• Information regarding Traffic case filed against a vehicle
• Validation of Driving License
এই সেবাটি একমাত্র রবি গ্রাহকরাই উপভোগ করতে পারেন।
এবার জেনে নিন কিভাবে ইউজ করবেন রবির সেবাটি
• মোবাইল থেকে ডায়াল করুন *28787# এবং নির্দেশগুলো অনুসরন করো
অথবা
• Send SMS to 28787 in the format mentioned in the table given below
Content Categories Message
Registration Checking R<space><Vehicle Registration#>
Case Info CASE<space>Vehicle Registration#
Case Info CASE<space>ID
Driving License DL<space>Driving License number
as it appears in the card
Chassis Validation CS<space>Vehicle Registration#
Engine no.Validation En<space>Vehicle Registration#
Ownership Checking OWN<space>Vehicle Registration#
Fitness Validation FT<space>Vehicle Registration#
Tax Token TT<space>Vehicle Registration#
খরচ BDT 2+vat per sms
এছারাও কিছু গুরুত্বপুর্ন তথ্য ওেয়া হল:
আরও বিস্তারিত জানতে দেখে নিতে পারেন
• Dhaka Metropolitan Police (DMP) and Bangladesh Road Transport Authority (BRTA) will be solely responsible for the authenticity of the information being provided through these services
• Users can SMS “Help” to 28787 to know the keywords of e-Traffic SMS Services
• BRTA is solely responsible for the information on Vehicle Registration number, Engine number, Chassis number, Fitness Certificate, Tax Token, Ownership details and Driving License.
• Digital Driving License (newly issued) information is not available at the moment
• DMP is solely responsible for the Information related Traffic case filed against a vehicle
In case a vehicle information is not accessible via e-Traffic services, the user enquiring about the vehicle information will have to contact with the respective authority (DMP/BRTA as applicable)
আমি mahmud33। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
“এই সেবাটি একমাত্র রবি গ্রাহকরাই উপভোগ করতে পারেন” এই কাজটা একদম ঠিক হল না সরকারি জেকন সাহায্যে সব অপারেটর দের সুযোগ দেয়া উচিত আর শুধু মাত্রই জিপিতেই কোটির উপর গ্রাহক ।