ইন্টারনেট থেকে কিছু প্রিন্ট করবেন ভাবছেন ? তাও আবার নিজের মত কাস্টমাইজ করে?তাহলে এই টিউন টি আপনার জন্যে “Don’t Miss”

বিসমিল্লাহির রাহমানির রাহিম

সাধারন ভাবে আমরা ইন্টারনেট থেকে ব্রাউস করতে করতে কোন প্রয়োজনীয় সাইট (html,php,jsp,etc) সাইট থেকে প্রয়জনীয় অংশ অংশ প্রিন্ট করতে গেলে নানা প্রকার বিজ্ঞাপন,ছবি,টেক্সট সহ প্রিন্ট হয় এবং প্রিন্টারে বেশি পরিমানে কালী খরচ করে তাই আজকে আমি দেখাব কিভাবে এইসব কিছু বাদ দিয়ে আপনার ইচ্ছা মত কাস্টমাইজ করে,যেমন জুম,অপ্রজনীয় অংশ বাদ দেয়া এবং নিইজের মত করে সাজিয়ে প্রিন্ট করবেন বা পিডিএফ আকারে সেভ করে রাখবেন।

আমি এখানে কিভাবে একটি সাইট কাস্টমাইজ করব তার একটি উদাহরণ দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য।

অরজিনাল সাইট বা কাস্টমাইজ এর আগে

তো এবার শুরু করা যাক

প্রথমে এই সাইটে লগ অন করুন Click Here

Enter a Url এখানে আপনার কাঙ্খিত ওয়েব সাইট এর লিঙ্ক দিন এর পর Start এ ক্লিক করুন

কোন কিছু রেমুভ করার জন্য Remove এ ক্লিক করুন , বড় ছোট করতে চাইলে Resize এ ক্লিক করুন,এখন আমি সাইট টি কাস্টমাইজ করে দেখাছি।

কাস্টমাইজ শেষ্ করে ।

 

এখন পেজটি সেভ করতে চাইলে বাম দিকে উপরে Save As এ ক্লিক করে আপনার পছন্দ ফরমাট অনুজায়ী সেভ করুন বা প্রিন্ট করতে Print এ ক্লিক করুন।

আর এভাবেই আপনি অপ্রজনীয় অ্যাড বা অন্য কিছু সরিয়ে আপনার কাঙ্খিত পেজটি সেভ কিংবা প্রিন্ট করতে পারবেন।

সমস্যা হলে টিউমেন্ট করুন

আমার ফেসবুক

Level 2

আমি মোস্তফা তানিম অনিক। SOFTWARE ENGINEER, DSPLACE, MIAMI। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 77 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি চেস্টা করি আপনাদের কিছু টিপস দেওয়ার জন্যে যেটা বাস্তবিক জীবনে কাজে লাগবেই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন তো, আর রিমুভ করতে যে লেখা ডিলেট করতে হবে তার মধ্যে ডাবল ক্লিক করতে হবে এটা যে বললেন না! @ ধন্যবাদ শেয়ার করার জন্য।

    Level 2

    @হোছাইন আহম্মদ: আপনি লেখা ডিলিট করতে হলে ভাল করে লাল দাগটা অনুকরন করবেন যে আসলে কোনটা আপনি সিলেক্ট করেছেন,তাছাড়া অত ভাবে শেয়ার করে বোঝাতে একঘেয়েমি লাগে তাই একটু কষ্ট করে আপনারাও বুঝে নিয়েন,আর আপনাকেও ধন্যবাদ

      @Anik Tanim: মাত্র ৪টিউন করে বুঝাতে একঘেয়েমি চলে আসল! আমি না হয় বুঝলাম কিন্তু নতুনদের জন্য এক কষ্ট করবেন আর কি না হলে এই টিউন করে লাভ কি!!

thanks , vai akta prosno silo tectunes a tune korbo kintu kivabe plz aktu bole diben???

    Level 2

    @রাসেল মিয়া: আপনি অ্যাডমিন প্যানেল থেকে পোস্ট করতে পারেন আর টেকটিউন্ এ পোস্ট করার জন্যে নির্দেশিকা দেখতে পারেন।ধন্যবাদ

Vai kono site a na gia. kono app cara a ta korte paren nije nije.
upnader dorkar hole tune korte pari.

    Level 2

    @মানব বিশ্বাস: আপনার কাছে যদি এমন কোন অ্যাপ থাকে তাহলে পোস্ট করবেন না কেন অবশ্বই টিউন করবেন তাহলে আমরা আরো ভাল কিছু পাব আপনার কাছ থেকে আশা করছি।ধন্যবাদ আপনাকে

Level 0

আমার একটা ছোট্ট সাহায্য দরকার । TECHTUNE এ লগ ইন করলে প্রিয় টিউন কেন দেখতে পাচ্ছি না ? মানে আমি যে টিউনে গুলো প্রিয়তে রেখেছিলাম সেগুলা দেখতে পাচ্ছি না । এটার কারণটা দয়া করে একটু জানালে উপকৃত হতাম ।

Level 2

Desk.Techtunes.com.bd তে রিপোর্ট দিন