বিসমিল্লাহির রাহমানির রাহিম
সাধারন ভাবে আমরা ইন্টারনেট থেকে ব্রাউস করতে করতে কোন প্রয়োজনীয় সাইট (html,php,jsp,etc) সাইট থেকে প্রয়জনীয় অংশ অংশ প্রিন্ট করতে গেলে নানা প্রকার বিজ্ঞাপন,ছবি,টেক্সট সহ প্রিন্ট হয় এবং প্রিন্টারে বেশি পরিমানে কালী খরচ করে তাই আজকে আমি দেখাব কিভাবে এইসব কিছু বাদ দিয়ে আপনার ইচ্ছা মত কাস্টমাইজ করে,যেমন জুম,অপ্রজনীয় অংশ বাদ দেয়া এবং নিইজের মত করে সাজিয়ে প্রিন্ট করবেন বা পিডিএফ আকারে সেভ করে রাখবেন।
আমি এখানে কিভাবে একটি সাইট কাস্টমাইজ করব তার একটি উদাহরণ দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য।
তো এবার শুরু করা যাক
প্রথমে এই সাইটে লগ অন করুন Click Here
Enter a Url এখানে আপনার কাঙ্খিত ওয়েব সাইট এর লিঙ্ক দিন এর পর Start এ ক্লিক করুন
কোন কিছু রেমুভ করার জন্য Remove এ ক্লিক করুন , বড় ছোট করতে চাইলে Resize এ ক্লিক করুন,এখন আমি সাইট টি কাস্টমাইজ করে দেখাছি।
কাস্টমাইজ শেষ্ করে ।
এখন পেজটি সেভ করতে চাইলে বাম দিকে উপরে Save As এ ক্লিক করে আপনার পছন্দ ফরমাট অনুজায়ী সেভ করুন বা প্রিন্ট করতে Print এ ক্লিক করুন।
আর এভাবেই আপনি অপ্রজনীয় অ্যাড বা অন্য কিছু সরিয়ে আপনার কাঙ্খিত পেজটি সেভ কিংবা প্রিন্ট করতে পারবেন।
সমস্যা হলে টিউমেন্ট করুন
আমি মোস্তফা তানিম অনিক। SOFTWARE ENGINEER, DSPLACE, MIAMI। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 77 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি চেস্টা করি আপনাদের কিছু টিপস দেওয়ার জন্যে যেটা বাস্তবিক জীবনে কাজে লাগবেই।
দারুন তো, আর রিমুভ করতে যে লেখা ডিলেট করতে হবে তার মধ্যে ডাবল ক্লিক করতে হবে এটা যে বললেন না! @ ধন্যবাদ শেয়ার করার জন্য।