আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। আজ আপনাদের একটা নতুন ট্রিক্স দেখাব। অনেকের কাছে হইত ব্যাপারটা নতুননা, কিন্তু অনেকের কাছেই এটা নতুন। যারা জানেননা তাদের জন্য এই টিউন। আশা করি ভালো লাগবে।
কাজের কথায় আশি। আমরা বিভিন্ন কাজে বিভিন্ন সাইটে ভিজিট করি। অনেক সময় কোন জরুরী তথ্য আমাদের কপি করে সেভ করে রাখতে হয়। কিন্তু কপি করার সময় দেখা যায় সাইটে কপি প্রটেক্টেড করা আছে। কপি প্রটেক্টেড সাইট থেকে কিভাবে কপি করতে হয় তাই আজ আপনাদের দেখাব। শুরু করা যাক…
মজিলা ফায়ার বাগ (Mozilla FireBug) সম্পর্কে অনেকেই হয়ত জানেন, যারা জানেননা তাদের বলি এটা মজিলার একটা এক্সটেনশন। মজিলা ওপেন করে Tools >> add-ons এ গিয়ে সার্চ বক্সে Mozilla FireBug লিখে সার্চ দিলেই এক্সটেনশনটা চলে আসবে। এতাকে ইন্সটল করেনিন। এরপর ব্রউজার রিস্টার্ট দিলে উপরে ডান কর্নারে একটা বাগ এর ছবি চলে আসবে (নিচের ছবি দেখুন)।
এইখানে ক্লিক করুন। নিচে একটি কোড পেজ আসবে। কোডে <body ট্যাগে ক্লিক করুন (নিচে ছবিতে দেখানও হল)।
এবার নিচের ছবি দুইটি ফলো করুন। দেখবেন আপনি যা চান টা পেয়ে যাবেন। এইখান থেকে কপি করুন।
ব্যাস হয়েগেল আপনার কাজ।
এই কাজ গুগল ক্রমেও করা যায়, সেক্ষেত্রে আরও সোজা। আপনাকে কোন এক্সটেনশন ব্যাবহার করতে হবেনা। কোড পেজ আনতে ctrl+shift চাপুন। দেখবেন চলে আসবে। বাকীটা একই পদ্ধতি।
কোন সমস্যা হলে জানাবেন। আর ভাললাগলেও জানাবেন।
আগে প্রকাশিত এইখানে।
ঘুরে আসতে পারেন এই সাইটে- 'এনসাইক্লোবাংলা'
আমি Zubi14। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks