KM PLAYER এ কীভাবে 3D মুভি বা ভিডিও দেখবেন? (সাথে KM PLAYER এর সর্বশেষ সংস্করণ ডাউনলোড করুন)

KM PLAYER সবথেকে জনপ্রিয় ভিডিও বা মুভি দেখার প্লেয়ার। অন্য গুলার চেয়ে KM PLAYER এর রেটিং ও অনেক বেশি।

আজ আমরা দেখব কীভাবে KM PLAYER এ আমরা ভিডিও বা মুভি 3D করে দেখব!

প্রথমে আপনি একটা মুভি বা যে কোন ভিডিও KM PLAYER এ প্লে করুন। দেখবেন স্বাভাবিক ভাবে প্লে হবে।

এবার KM PLAYER এর ঠিক নিচে বাম পাশে 3D লেখা দেখবেন।

এখানে ১ টা ক্লিক দিন, কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। দেখবেন ভিডিও 3D হয়ে গেছে।

আরেকটা ক্লিক করলে 3D এর অন্য ভার্সনে ভিডিও দেখা যাবে।

তবে ভালো রেজুলেশনের ভিডিও বা মুভি হলে 3D এর আসল স্বাদ পাবেন। 3D এর জন্য 3D গ্লাস ব্যবহার করলে আসল স্বাদ নেওয়া যায়।

এবার আসুন আমরা দেখি KM PLAYER এর সর্বশেষ সংস্করণ কোথা থেকে ডাউনলোড করবো!

সর্বশেষ সংস্করণ ডাউনলোডের জন্য নিচের ঠিকানায় যান, ব্যাকআপ ফাইল সহ ডাউনলোড করে নিনঃ

১ম ঠিকানা 

২য় ঠিকানা 

অনেকে হয়তো জানেন। তবে যারা জানেন না তাদের ভালো লাগবে আশা করি।

দেখা হবে টেকটিউনসের অন্য টিউনে।

ধন্যবাদ।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

glass sara mja paua jai na.

    Level 2

    @লোটাস: 3D এর জন্য 3D গ্লাস ব্যবহার করলে আসল স্বাদ নেওয়া যায়। ধন্যবাদ ভাই।

Level 0

3D ta dila color pictre er image ato e dura sora jai j kesu e buja jai na .. er cha Make me 3D software ta e valo .. Km er 3D feture kaj kora na .. :p

    Level 2

    @শুভ: আপডেট ভার্সন ইন্সটল করলে চলবে ভাই, আমি তো চালাচ্ছি। 😀

3D গ্লাস দিয়ে ট্রাই করেছি, কিন্তু ভাল পারর্ফমেন্স পাই নাই।

    Level 2

    @রাহাতুল ইসলাম: খুব ভালো যে পারর্ফমেন্স পাবেন, টা না ভাই, তবে 3D দেখতে পাবেন মুটামুটি।

amar monitor CRT..3d te chaple kisui hoy na
…CRT te ki kaj hoy???

    Level 2

    @ফ্রীওয়্যার সিজান: ভাই, চেষ্টা করেন হতে পারে, আমি কখনো CRT মনিটরে চেষ্টা করি নাই, আমার CRT মনিটর নাইও ভাই। চেষ্টা করেন সেহেতু। 😀

3D তো পরে, এখন KM ই Use করি না, 3GP ফাইল ওপেন করলেই RAM 75%-85% Use হয়ে যায়, আর HD কোন ফাইল, That Means 720 পিক্সেল বা ১০৮০ পিক্সেল ওপেন করলে RAM 1024 MB ফুল Use হয়ে যায়… That’s Why KM player বস্তায় ফেললাম ভাই 😀 ওপেন সোর্সের VLC ই ভাল 😀 তবে ইচ্ছা হচ্ছে 3D টা একটু দেখতে, But 3D গ্লাস নাই 😛

    Level 2

    @Onno Manush Foysal: ভাই, KM PLAYER কিন্তু ভালই। তারপর সবার তো এক জিনিস ভালো লাগবেনা। ধন্যবাদ। তবে VLC খারাপ না।

      @it.sardar: জি ভাই, এটা ভাল অ্যান্ড এর ফিচার+স্ক্রিন আমার ভাল লাগে, ২জিবি RAM হলে আমি ও Always Use করতাম ।

        Level 2

        @Onno Manush Foysal: আসলে ভাই। ধন্যবাদ।