KM PLAYER সবথেকে জনপ্রিয় ভিডিও বা মুভি দেখার প্লেয়ার। অন্য গুলার চেয়ে KM PLAYER এর রেটিং ও অনেক বেশি।
আজ আমরা দেখব কীভাবে KM PLAYER এ আমরা ভিডিও বা মুভি 3D করে দেখব!
প্রথমে আপনি একটা মুভি বা যে কোন ভিডিও KM PLAYER এ প্লে করুন। দেখবেন স্বাভাবিক ভাবে প্লে হবে।
এবার KM PLAYER এর ঠিক নিচে বাম পাশে 3D লেখা দেখবেন।
এখানে ১ টা ক্লিক দিন, কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। দেখবেন ভিডিও 3D হয়ে গেছে।
আরেকটা ক্লিক করলে 3D এর অন্য ভার্সনে ভিডিও দেখা যাবে।
তবে ভালো রেজুলেশনের ভিডিও বা মুভি হলে 3D এর আসল স্বাদ পাবেন। 3D এর জন্য 3D গ্লাস ব্যবহার করলে আসল স্বাদ নেওয়া যায়।
এবার আসুন আমরা দেখি KM PLAYER এর সর্বশেষ সংস্করণ কোথা থেকে ডাউনলোড করবো!
সর্বশেষ সংস্করণ ডাউনলোডের জন্য নিচের ঠিকানায় যান, ব্যাকআপ ফাইল সহ ডাউনলোড করে নিনঃ
অনেকে হয়তো জানেন। তবে যারা জানেন না তাদের ভালো লাগবে আশা করি।
দেখা হবে টেকটিউনসের অন্য টিউনে।
ধন্যবাদ।
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
glass sara mja paua jai na.